নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ডাঃ খুরশীদ আলম সাহেবকে প্রথমত আমরা একজন সৎ মানুষ হিসাবেই ধইরা নিব । কারণ অসৎ হইতেও একটা সময় লাগে ।
উনি সেই সময়টা পাবেন ।
একটা মহান দায়িত্ব নিয়ে মাত্র কয়েক দিন হইল উনার পথ চলা শুরু হইছে । বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর একজন পাকা রাজনীতিবিদের মতই সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়েছেন ।
স্বাস্থ্য খাতের দূর্নীতির ভাগিদার কেবল সরকার একা না, আমরাও মানে ম্যাংগ পাবলিকও আছি । ব্যক্তিগত ভাবে আমাদের সবাইকে সৎ হওয়ার ব্যাপারেও উনি ছবক দিয়েছেন ।
কিন্তু স্বাস্থ্য খাতের ঐ সব রাঘব-বোয়ালের দূর্নীতির সাথে ম্যাংগ পাবলিকও কিভাবে অংশিদার হইলেন, সেইটা উনি খোলসা করে বলেননি ।
ভুয়া স্বাস্থ্য সেবার নামে মাইনষের পকেট কাটা হইল, আবার ঐ সব দূর্নীতির অংশিদারও হইল মাইনষে । এইটা কি ঝি-কে মেরে বউকে শেখানো, না খুশী করানো ?
বরং সামনে যে বড় চ্যালেঞ্জের কথা বলেছেন, সেইটা মোকাবেলা করার চেষ্টা করুন । আগাছা পরিষ্কার করুন । ফুল ফুটলে জনগণ এমনিতেই সুবাস পাইবে ।
তখন আর কেউ বলবে না - লংকায় যে যায়, সেই'ই রাবন হয় ।
২৬ শে জুলাই, ২০২০ দুপুর ১২:৫৯
সাইন বোর্ড বলেছেন: দালাল না হলে দালালদের সাথে পেরে উঠা সম্ভব না ।
পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।
২| ২৬ শে জুলাই, ২০২০ দুপুর ১:২৪
সাড়ে চুয়াত্তর বলেছেন: অনেক চালাক মানুষ মনে হয়। এরা টিকে যায়।
২৭ শে জুলাই, ২০২০ সকাল ১১:৫০
সাইন বোর্ড বলেছেন: টিকে তো যাবেই, কারণ সে আরো গভীর জল দিয়ে চলবে ।
পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।
৩| ২৬ শে জুলাই, ২০২০ দুপুর ১:৪৫
নেওয়াজ আলি বলেছেন: পাক্কা খেলোয়াড উনি মনে হচ্ছে । কর্মে রাবণ কিংবা রাবিশ না হয়ে রাম হোক এইটাই কামনা ।
২৭ শে জুলাই, ২০২০ সকাল ১১:৪৯
সাইন বোর্ড বলেছেন: দেখা যাক, যদিও ভাল কিছু আশা করা বোকামি ।
৪| ২৬ শে জুলাই, ২০২০ দুপুর ২:১৬
রাজীব নুর বলেছেন: উনি আগের জনের চেয়ে বেশি ভালো হবে না।
২৭ শে জুলাই, ২০২০ সকাল ১১:৪৮
সাইন বোর্ড বলেছেন: হওয়ার প্রশ্নই উঠে না ।
পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।
৫| ২৬ শে জুলাই, ২০২০ দুপুর ২:১৭
মরুভূমির জলদস্যু বলেছেন: ও ভাই লোক দেখানো এইসবে আমাদে হোতাদের চরিত্র পালটাবে না। উপর থেকে সব পঁচে গেছে। ভালো কিছুর আশা করা বাতুলতা।
২৭ শে জুলাই, ২০২০ সকাল ১১:৪৮
সাইন বোর্ড বলেছেন: এইটা আশা করাও বোকামি । ব্যাপারটা হলো, তোরাও ছাড়িস না আমিও পারি না - এই রকম একটা অবস্থা ।
পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।
৬| ২৬ শে জুলাই, ২০২০ বিকাল ৪:২৭
শাহ আজিজ বলেছেন: যাক বাবা বেচে গেছি ---- দেখিনি স্বাস্থ্য বিভাগের অদল বদল - খোল করতাল - মৃদঙ্গের আলাপ নহবত - ইয়াহু ।।
২৭ শে জুলাই, ২০২০ সকাল ১১:৪৬
সাইন বোর্ড বলেছেন: বোঝা যাচ্ছে, আপনার অভিজ্ঞতা আরো স্বচ্ছ । শেষটা না দেখে ভালই করেছেন ।
পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।
৭| ২৬ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:২৬
হাবিব ইমরান বলেছেন:
ডাঃ খুরশীদ সাহেবের নিয়োগের পেয়েছেন। অভিনন্দন। কিন্তু ড. আজাদ সাহেব যখন বলেছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের মৌখিক আদেশে তিনি সাহেদকে আর সাবরিনাকে অনুমোদন দিয়েছেন, কিন্তু সেটার তদন্ত না করে উল্টো তাকে সরিয়ে দেয়া হলো। আশ্চর্য এক সিস্টেম আমাদের।
আজাদ সাহেব স্পষ্ট ফেঁসে গেলেন কাগজপত্রে তার স্বাক্ষরের কারণে। কিন্তু পেছন থেকে যে বোয়াল তাকে ব্যবহার করেছে তাকে তো আর ধরা গেল না। আমাদের দেশের মন্ত্রীরা অনেক সাধু।
আজাদ সাহেবের উপায় ছিলোনা মন্ত্রীর কথার বরখেলাপ করেন। কিন্তু শেষ রক্ষা হলো না।
২৭ শে জুলাই, ২০২০ সকাল ১১:৪১
সাইন বোর্ড বলেছেন: মন্ত্রী সাহেব তো বইলা দিছে, তার কোন দোষ নাই, সে শুধু ডিজি সাহেবের চায়ের আমন্ত্রণে রিজেন্টের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গিয়েছিল । অতএব, মন্ত্রী মশাই ফকফকা !
বোঝা যায়, স্বাস্থ্যমন্ত্রীর স্বাস্থ্য এবং খুঁটি দুটোরই জোর আছে ।
পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।
৮| ২৭ শে জুলাই, ২০২০ সকাল ১১:১৫
একাল-সেকাল বলেছেন:
ভাইসব, মিনিস্ট্রিতে কিন্ত পরিবর্তন হয় নাই।
ডিজি নিশ্চয়ই মিনিস্ট্রির অধিনস্ত !!
২৭ শে জুলাই, ২০২০ সকাল ১১:৩৬
সাইন বোর্ড বলেছেন: ভাইসাব, এইটা মনে হইতাছে এত সহজে হবেও না । বোঝা যায়, স্বাস্থ্যমন্ত্রীর স্বাস্থ্য এবং খুঁটি দুটোরই জোর আছে ।
পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।
৯| ২৭ শে জুলাই, ২০২০ দুপুর ১২:২১
ভুয়া মফিজ বলেছেন: নতুন ডিজি লংকায় যাবে কিন্তু রাবণ হবে না। এই কথা কতোদিনের জন্য সত্যি হয়, সেটাই দেখার বিষয়।
২৭ শে জুলাই, ২০২০ দুপুর ১২:২৪
সাইন বোর্ড বলেছেন: কথাটার মধ্যেই কিন্তু এক ধরণের শংশয় আছে । অতএব, রাবণ হলেও একটু বুঝে-শুনেই হবে ।
পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।
১০| ২৭ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:০৭
আমি সাজিদ বলেছেন: একজন সার্জন এবং বিসিপিএস ফেলো, আশা করি উনি ডায়নামিক হবেন।
২৭ শে জুলাই, ২০২০ রাত ৮:০৮
সাইন বোর্ড বলেছেন: হলে ভাল, জাতি কিছুটা উপকৃত হবে ।
ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১| ২৬ শে জুলাই, ২০২০ দুপুর ১২:৫৫
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ওনার কথবার্তায় মনে হচ্ছে বড় মাপের দালাল।