নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

এই মেঘ-মেদুরে

২৭ শে জুলাই, ২০২০ রাত ৮:২০


১.
ভীষণ মেঘ এখন
বৃষ্টি নেই

শ্রাবণে আর কে চায় ভাদ্রের গরম ?

ও তাল, তুমি অপেক্ষা করো...

২.
তোমার সু-দৃষ্টি পেলে
নিশ্চয় অষ্টআশি ছাড়িয়ে যাব
দুই হাজার বিশ

নঙ্গরখানা খুলে রাখ
আমি এবার করাল গ্রাস হবো ।

৩.
পুরানো বাঁধ-এ বরাদ্দ খেয়ে ফেললে
নুহের নৌকা এসে খবর দিয়ে যায় -
ভয় নাই ।

এখন বুড়িকে নিয়েই যত যন্ত্রণা,
তারও যুবতি হওনের শখ !

৪.
ঠেলাগাড়ির চেয়ে
গরুরগাড়ি বেশি ভাল লাগা
কিংবা বর্ষার কাদা-জলে মাখামাখি,
- মন্দ না

সমস্যা হলো, করোনার চেয়ে
জলে-ডোবা বেশি ভাল লাগবে কি না,
সেইটা ।



মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুলাই, ২০২০ রাত ৮:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: সব মিলিয়ে ভয়ানক সময় সামনে. . .

সময় ভাবনার কাব্যে দারুন প্রকাশে ভাললাগা

+++

২৭ শে জুলাই, ২০২০ রাত ৮:৪৩

সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, শুভ রাত্রি ।

২| ২৭ শে জুলাই, ২০২০ রাত ৮:৪৬

ঢাবিয়ান বলেছেন: একেতো করোনা তার ওপর বন্যা ! কি যে সময় অপেক্ষা করছে সামনে কে জানে!

২৭ শে জুলাই, ২০২০ রাত ৮:৪৯

সাইন বোর্ড বলেছেন: অবস্থা খারাপ কিছুর ইঙ্গিত দিচ্ছে ।

অসংখ্য ধন্যবাদ, শুভ রাত্রি ।

৩| ২৭ শে জুলাই, ২০২০ রাত ৯:৩৪

নেওয়াজ আলি বলেছেন: অসাধারণ একটা লেখা

২৮ শে জুলাই, ২০২০ বিকাল ৪:৪৭

সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।

৪| ২৮ শে জুলাই, ২০২০ রাত ১২:৪১

রাজীব নুর বলেছেন: আপনার কবিতার অর্থ বুঝতে আমাকে বেগ পেতে হয়।

২৮ শে জুলাই, ২০২০ বিকাল ৪:৪৬

সাইন বোর্ড বলেছেন: দীর্ঘ দুই বছরের উপরে আপনি আমার কবিতা পড়ছেন, এখন অর্থ বুঝতে না পারাটা দুঃখজনক । তবে মাঝে মাঝে আমি কিন্তু ডাল-ভাতের মতোও লিখি । সেসব কবিতা একবার পড়লেই দ্বিতীয়বার আর পড়ার দরকার হয় না ।

অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।

৫| ২৮ শে জুলাই, ২০২০ রাত ১:২৮

মরুভূমির জলদস্যু বলেছেন: তোমার সু-দৃষ্টি পেলে
নিশ্চয় অষ্টআশি ছাড়িয়ে যাব
দুই হাজার বিশ

অনেকটা ধরে ফেলেছে প্রায়।

২৮ শে জুলাই, ২০২০ বিকাল ৪:৪০

সাইন বোর্ড বলেছেন: ধরতে যেহেতু পেরেছেন, আশা করি এরপর সব কবিতাকেই ছুঁয়ে যেতে পারবেন ।

শুভ কামনা রইল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.