![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
১.
তোমার মুখ এখন এক'শ গ্রাম কাঁচামরিচ
চোখ বন্ধ করলে আজও স্বপ্ন দ্যাখে -
দশ টাকা কেজি চাউল
সে কথা জানেনা কেবল বেগম পাড়ার বাসিন্দা ।
২.
তুইও কি ক্ষেতের ফসল যে বানের জলে ডুবে মরবি ?
এই বুক হলো চৌদ্দ তলা বিল্ডিং
ড্রয়ারে রেখে দিয়েছি পদ্মা মেঘনা যমুনা তিস্তা সুরমা...
দুর্যোগ, সংকট ওসব কিছু না ।
৩.
হে মুগ্ধ জননী
করোনার সাথে এবার দ্যাখ -
বানের পানি...
২৯ শে জুলাই, ২০২০ দুপুর ১:০৪
সাইন বোর্ড বলেছেন: জলের ভেতর কি তোত ফল হয় ? জানা নেই ।
হলে তো ভালই, জলের ভেতর তোতের চাষ...
অসংখ্য ধন্যবাদ ।
২| ২৯ শে জুলাই, ২০২০ দুপুর ১২:৫৯
শেরজা তপন বলেছেন: বড় বিপ্লবী কবিতার ভাষা! ভাল লাগল- আরো কিছু ছাড়ু্ন
২৯ শে জুলাই, ২০২০ দুপুর ১:০৭
সাইন বোর্ড বলেছেন: বিপ্লবী ভাষা শুনেই বুকের ভেতর ঢুকে পড়েছে সাতান্নর ভয় !
আর কইয়েন না, লেখা চলবে সফ্ট ড্রিংক কোকাকোলার মতো...
অসংখ্য ধন্যবাদ ।
৩| ২৯ শে জুলাই, ২০২০ দুপুর ১:১০
মরুভূমির জলদস্যু বলেছেন: ২ দাগ কাটে
২৯ শে জুলাই, ২০২০ দুপুর ১:১৩
সাইন বোর্ড বলেছেন: আমাকে তো ১-ই বেশি কাটে ।
অসংখ্য ধন্যবাদ ।
৪| ২৯ শে জুলাই, ২০২০ দুপুর ১:৪৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর
২৯ শে জুলাই, ২০২০ রাত ১০:০৫
সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ ।
৫| ২৯ শে জুলাই, ২০২০ দুপুর ২:৪০
রাজীব নুর বলেছেন: কিচ্ছু হবে না। আল্লাহ ভরসা।
২৯ শে জুলাই, ২০২০ রাত ১০:০৫
সাইন বোর্ড বলেছেন: ধন্যবাদ ।
৬| ২৯ শে জুলাই, ২০২০ বিকাল ৩:২৬
নেওয়াজ আলি বলেছেন: আসলে প্রকৃতি খুব নারাজ মানুষের প্রতি
২৯ শে জুলাই, ২০২০ রাত ১০:০৩
সাইন বোর্ড বলেছেন: এবারের বন্যা মানুষকে খুব ভোগাবে মনে হচ্ছে ।
ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
২৯ শে জুলাই, ২০২০ দুপুর ১২:৫২
আলমগীর সরকার লিটন বলেছেন: তবুও ভয় কিসের
দাদাগীর জল তো
হবে তোত ফল তো----------------