নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

ধামরাই-এ

২৯ শে জুলাই, ২০২০ রাত ৯:৫৮


তোমার বাড়ি তো আর ঢাকার ধামরাই-এ না যে, সকাল বেলায় ঘুম থেকে উঠেই দেখবে বাসার সামনে দিয়ে নৌকা চলছে

কিছু মানুষ বয়ে নিয়ে যাচ্ছে ছুটকেস, কাঁথা, বালিশ, থালা, বাসন, গরু, ছাগল, হাঁস, মুরগি...

ওদের ঘরের ভেতর এখন এক হাঁটু জল !

তাই, একটা উঁচু ঘরে আত্মীয়-স্বজন সবাই মিলে এই গাদাগাদি থাকার চেষ্টা ।

একটু দূরে কয়েক জন বুড়ো মানুষ জলের দিকে তাকিয়ে বিড় বিড় করে বলছে - এরকম বন্যা গত বিশ বছরেও দেখিনি !

দুটো বাচ্চা ছেলে দৌড়ে দোকানে যাচ্ছে বড়শি কিনতে । ঘরে বসে ওরা মৎস্য শিকার করবে ।

ইচ্ছে করলে তুমিও চলে আসতে পারো

আমার মৎস্য শিকারের কোন নেশা নেই । আমার বাড়িও ঢাকার ধামরাই-এ না । আমি যাব না ।

মন্তব্য ২৭ টি রেটিং +১/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুলাই, ২০২০ রাত ১০:১৪

মরুভূমির জলদস্যু বলেছেন: এবারের পরিস্থিতি সুবিধার না।

২৯ শে জুলাই, ২০২০ রাত ১০:১৭

সাইন বোর্ড বলেছেন: অনেক শংকা নিয়ে দিন কাটছে বানভাসি মানুষদের ।

ধন্যবাদ ।

২| ২৯ শে জুলাই, ২০২০ রাত ১০:২৫

শায়মা বলেছেন: কি কষ্টকর! :(

২৯ শে জুলাই, ২০২০ রাত ১০:২৮

সাইন বোর্ড বলেছেন: সত্যিই খুব কষ্টকর ! পানি বাড়তেই আছে...

ধন্যবাদ ।

৩| ২৯ শে জুলাই, ২০২০ রাত ১০:৩৭

মনিরা সুলতানা বলেছেন: আমি ছোটবেলায় কিছুদিন ধামরাই ছিলাম!
এ পরিস্হিতি ঢাকার আশেপাশের সব জায়গার ই ।

২৯ শে জুলাই, ২০২০ রাত ১০:৪২

সাইন বোর্ড বলেছেন: সেরকমই খবর পাচ্ছি, বন্যা এবার মানুষকে খুব ভোগাবে মনে হচ্ছে ।

ধন্যবাদ ।

৪| ২৯ শে জুলাই, ২০২০ রাত ১১:০৪

রাজীব নুর বলেছেন: আমার বাড়িও ধামরাই এ না। এবং মাছ দরার আমার কোনো ইচ্ছা নাই।

৩১ শে জুলাই, ২০২০ দুপুর ১২:৩০

সাইন বোর্ড বলেছেন: মাছ ধরতে না যাওনই ভাল, নোংরা অবস্থা, গায়ে চুলকানি হয় ।

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৫| ২৯ শে জুলাই, ২০২০ রাত ১১:১০

সেলিম আনোয়ার বলেছেন: আমাদের বাড়ির পাশে রাস্তায় এখনও পানি উঠেনি। তবে পানি গত রাতে ও বেড়েছে।

৩১ শে জুলাই, ২০২০ দুপুর ১২:২৯

সাইন বোর্ড বলেছেন: ধামরাই কোথায় আপনার বাড়ি ? নাম বললে চিনতেও পারি ।

বন্যার অবস্থা ক্রমশই খারাপ হচ্ছে ।

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৬| ২৯ শে জুলাই, ২০২০ রাত ১১:১৭

মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: আমার বাড়িও ধামরাই না।নারায়ণগঞ্জে।তবে এই অবস্থার সাথে আমি পরিচিত।১৯৯৮,২০০৪,২০১২ তে ছাদে থাকতে হয়েছে আমাদের। প্রতি বছরই পানি ওঠে আমাদ্র এলাকায়।আমি সাঁতার শিখেছি বন্যার পানিতেই। বুড়িগঙ্গা থেকে বেশি দূরে না আমাদের এলাকা। বুড়িগঙ্গার পানি বেড়ে গেলেই বৃষ্টির পানি আর সরতে পারে না।তখন বন্যা হয়।

৩১ শে জুলাই, ২০২০ দুপুর ১২:২৭

সাইন বোর্ড বলেছেন: তাহলে তো আপনার অভিজ্ঞতা অনেক বেশি, আমার গ্রামের বাড়ি নদীর পাশে হলেও বন্যায় সেভাবে কখনো ভুগিনি ।

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৭| ২৯ শে জুলাই, ২০২০ রাত ১১:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: গ্রামের বাড়িতে থাকলে মাছ ধরতাম।

৩১ শে জুলাই, ২০২০ দুপুর ১২:২৫

সাইন বোর্ড বলেছেন: এক সময় আমারও খুব মাছ ধরার নেশা ছিল ।

৮| ২৯ শে জুলাই, ২০২০ রাত ১১:৫৭

ShahinurIslam11 বলেছেন: বাসা ধামরাই, চারদিকে শুধু পানি আর পানি

৩১ শে জুলাই, ২০২০ দুপুর ১২:২৪

সাইন বোর্ড বলেছেন: ডুবে মরণের অবস্থা ! হান্ড্রেট পারসেন্ট পানিবন্দী ।

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৯| ৩০ শে জুলাই, ২০২০ সকাল ৯:৪৩

জগতারন বলেছেন:
আমার তো মনে হয় ১০/১২ বছর পর পর বড় বন্যা হলে সেটা দেশের জন্য, দশের জন্য ভালোই হয়।

৩১ শে জুলাই, ২০২০ দুপুর ১২:২২

সাইন বোর্ড বলেছেন: কথা মন্দ কন নাই । কিন্তু জমির উপর পলি পড়াতে গিয়ে জীবনের পলি যে উইঠা যায় ।

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

১০| ৩০ শে জুলাই, ২০২০ রাত ৯:২৪

মা.হাসান বলেছেন: উন্নয়নের নৌকা মহাসড়ক ছাড়িয়ে ছোটোখাটো খাল এমন কি বাড়ির আঙিনাতেও পৌছে গেছে। বি পজিটিভ। :P

৩১ শে জুলাই, ২০২০ দুপুর ১২:২০

সাইন বোর্ড বলেছেন: এইটা উন্নয়নেরই একটা অংশ, বাম্পার উন্নয়ন । ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা ।

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

১১| ০৩ রা আগস্ট, ২০২০ দুপুর ২:২৩

মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: আপনাকে স্বাগত।

০৪ ঠা আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৪২

সাইন বোর্ড বলেছেন: আপনাকেও অভিনন্দন । বাড়ি কি ধামরাই ?

১২| ০৪ ঠা আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৪৫

মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: না ভাইয়া।নারায়নগঞ্জের ফতুল্লায়।

০৪ ঠা আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৪৮

সাইন বোর্ড বলেছেন: ওদিকটায়ও তো মনে হয় এবার বন্যা হয়েছে ।

১৩| ০৪ ঠা আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৫৬

মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: জি ভাইয়া।আমাদের এলাকায় বন্যা হয়েছে।এখনও আমার বাড়ির উঠানে পানি আছে।ঘরের পানি ইদের আগের দিন নেমে গেছে যদিও।আমাদের এলাকা একটু ভেতরের দিকে।আমাদের এখান থেকে এক কিলো দূরেই ধলেশ্বরী আর বুড়িগঙ্গার মোহনা।

০৪ ঠা আগস্ট, ২০২০ সন্ধ্যা ৭:৫৮

সাইন বোর্ড বলেছেন: তাহলে খুব কষ্টেই আছেন বোঝা যায় ।

তবে এক দিক দিয়ে ভাল যে, মানুষ ঘর থেকে বেরুতে না পারলে করোনা ঝুঁকি থেকে বাঁচবে ।

ধন্যবাদ, ভাল থাকুন ।

১৪| ০৪ ঠা আগস্ট, ২০২০ রাত ৮:০৩

মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: এটা একদিক দিয়ে ভালোই হয়েছে বলা চলে।স্বাস্থ্যবিধি কেউ মানে না।অবস্থা ভয়াবহ।
আপনিও ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.