![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
করোনার কথা শুনতে শুনতে বড্ড অরুচি ধইরা গেছিল ।
সাথে চিকিৎসাহীনতা, দু'নম্বরী, দারিদ্রতা, ছাঁটাই, বেকারত্ব, আর্থিক সংকট - এই গুলা যেন বাড়তি পাওনা হিসাবেই পাইয়া আসছিলাম ।
চাচ্ছিলাম পজিটিভ কিছু ।
কিন্তু পাইলাম কি ? বন্যা । সেইটাও আবার দীর্ঘ স্থায়ী ।
ঘরবন্দী থেকে এইবার পানিবন্দী । অরুচির উপর ঘেন্না, বমি বমি ভাব ।
কয়দিন পর শুরু হইব ডিসেন্ট্রি । মানে বদনা নিয়া দৌড় দেওনেরও জায়গা থাকব না । কারণ, চালের উপর হবে ঘর-বসতি । প্রতিবেশি আকাশ ।
মৃত্যুর আগেই যেন মৃত্যুকে দেখে নেওয়া । দূর থেকে, কাছে থেকে, করোনায়, বন্যায় ।
৩১ শে জুলাই, ২০২০ রাত ৯:৩৩
সাইন বোর্ড বলেছেন: কিছুই করার নেই । এসব নিয়েই বেঁচে থাকা ।
অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
২| ৩১ শে জুলাই, ২০২০ দুপুর ১২:৫১
সাড়ে চুয়াত্তর বলেছেন: পানি বন্দি হওয়া অবশ্যই একটা দুর্দশা। তবে অনেক খারাপের মধ্যে ভালো আছে। পানি বন্দি থাকার কারণে সামাজিক দূরত্ব ( করোনার জন্য) মেনে চলতে বাধ্য হচ্ছে মানুষ। মানুষের চলাফেরা কমে গেছে। ফলে করোনা ছড়াবে কম। আশা করি বরাবরের মত বাংলাদেশের সাধারণ জনগণ করোনা (যদিও এটা প্রথম) ও বন্যার মোকাবেলায় সফল হবে। আল্লাহ আমাদের সহায় হউক।
৩১ শে জুলাই, ২০২০ রাত ৯:৩৫
সাইন বোর্ড বলেছেন: এবার মনে হয় কাটিয়ে উঠতে বেশি সময় লাগবে । কারণ করোনার সাথে ফাইট করতে করতে মানুষ এমনিতেই ক্লান্ত ।
অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
©somewhere in net ltd.
১|
৩০ শে জুলাই, ২০২০ রাত ১১:২৮
রাজীব নুর বলেছেন: আমরা খুব দরিদ্র দেশের মানুষ। চারিদিকে আমাদের সমস্যার শেষ নেই।