নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
বোমার আধুনিকায়নে এইবার যোগ হইছে ইলেকট্রিক ওয়েট মাপার যন্ত্র; যেই রেকর্ডটা এতদিন ল্যাপটপের দখলে ছিল । সেই হিসেবে বলা যায়, এইটা একেবারেই নতুন সংস্করণ ।
যেইটা বিস্ফোরিত হইছে পুলিশেরই কব্জায়, মিরপুরের পল্লবী থানার ভেতরে ।
যাহা তিন জন আসামীর লগে পাকড়াও করে আনা হইছিল থানায় । কিন্তু উহা নিষ্ক্রিয় আগেই করণের ফুইটা গেছে ।
আর এতে যে কয় জন আহত হইছে, তারা সবাই এই করোনা কালের মহা নায়ক পুলিশের লোক । যাদেরকে হাসপাতালে নেওনের পর একজনের হাতের কব্জিও কেটে ফেলতে হইছে ।
যেইটা খুবই মর্মান্তিক !
এর জন্য ধৃত তিন জন আসামী অবশ্যই কঠিন শাস্তি পাইব - ইহাতে কোন সন্দেহ নাই ।
কিন্তু হঠাৎ করে আইএস কেন এই বিস্ফোরণের দায় স্বীকার করল - এইটা কেহই ঠাহর করতে পারছে না
যেইখানে পুলিশই যখন বলতেছে, এইটা লোকাল কেস, এর সাথে আইএস-এর কোন সম্পৃক্ততা নাই । সেইখানে আম পাবলিকের আর এইটা নিয়া মাথা ঘামানোর কি দরকার ? নিউজ শুধু পইড়া গেলেই হয় ।
এত বুঝনের কাম নাই ।
৩১ শে জুলাই, ২০২০ রাত ৯:৫৪
সাইন বোর্ড বলেছেন: সেটা তো বোঝাই যায় । কিন্তু বুঝিনা এ্ইটা করে তারা কি বেনিফিট নিতে চায় !
অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
২| ৩১ শে জুলাই, ২০২০ দুপুর ১:১৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আই-এস-এর একটা পুরান রীতি এটা। নিজেদের ক্রেডিট নিয়া বুঝাইতে চায় তারা সর্বত্র সক্রিয় আছে। ওদের এই আগ-বাড়াইয়া অপরাধ স্বীকারের সুযোগ নেয় থার্ড পার্টি টেররিস্টসহ আরো অনেকে।
৩১ শে জুলাই, ২০২০ রাত ৯:৪৬
সাইন বোর্ড বলেছেন: বুঝিনা এ্ইটা করে তারা কি বেনিফিট নিতে চায় !
অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
৩| ৩১ শে জুলাই, ২০২০ বিকাল ৪:৩০
রাজীব নুর বলেছেন: রসিকে সাপ ভাবার কোনো কারন নেই।
৩১ শে জুলাই, ২০২০ রাত ৯:৪৪
সাইন বোর্ড বলেছেন: আপনার মন্তব্যের উত্তর ব্লগার ভুয়া মফিজ দিয়ে ফেলেছে ।
অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
৪| ৩১ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:১১
ভুয়া মফিজ বলেছেন: রাজীব নুর বলেছেন: রসিকে সাপ ভাবার কোনো কারন নেই। প্রিয় ব্লগার, ওটা 'রসি' না, রশি। আমি তো প্রথমে ভেবেছিলাম, আপনি ব্লগার 'জেন রসি'কে সাপ বলছেন!!
৩১ শে জুলাই, ২০২০ রাত ৯:৪০
সাইন বোর্ড বলেছেন: ফেসবুকে আজ আপনার এই নামেই আমি ফ্রেন্ড রিকোয়েষ্ট পাঠিয়েছি, হঠাৎ করেই পেয়ে গেলাম আপনাকে । আমি অবশ্য অন্য নামে আছি । আমার লেখার সাথে মিলালেই বুঝতে পারবেন ।
অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
©somewhere in net ltd.
১| ৩১ শে জুলাই, ২০২০ দুপুর ১২:৫৬
হাসান কালবৈশাখী বলেছেন:
এটা কোন হামলাই না। আইএস হামলাতো হতেই পারে না।
পেশাদার অপরাধীদের কাছ থেকে আগে উদ্ধার করা একটি বোমা (ওয়টমেসিনে ফিট করা) সেখানে এক্সিডেন্টালি বিস্ফোরিত হয়েছে।
অতচ আই এস মুখপাত্র রিটা কাতজ্ জানান, আইএস নতুন দফা হামলা প্রক্রিয়ার অংশ হিসাবে ঢাকায় এই হামলা চালিয়েছে বলে দাবি করছে। ফালতু।