নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
১.
আমার বাসার ভেতর বানের পানি ঢুকলে তুমি মুখে কাপড় দিয়ে হাসতেই পারো
সে অধিকার তোমার আছে
কারণ, আমি তোমাকে বন্ধু হিসাবে চাই না; এমন কি শত্রু হিসাবেও না ।
আসলে তোমার-আমার ব্যবধানটা - না থাক, বলব না ।
তুমি বরং মজা নিতে থাকো, আর আমি ঘরে বসে মাছ ধরার আয়োজন করি ।
কত বছর হলো মাছ ধরিনি !
হে ফলবতী গাছ, তুমি আমায় ক্ষমা করো ।
২.
যে ঈদের কোন মাত্রা'ই নেই, তার আবার ভিন্নতা !
আমার সব আয়োজন এবার পুবের হাওয়া ।
৩১ শে জুলাই, ২০২০ রাত ৯:২৩
সাইন বোর্ড বলেছেন: ঠিকই দেখেছেন, আমার বাসার ভেতর এখন বানের পানি । আমি পানিবন্দী ।
নৌকা ছাড়া বাইরে বের হওয়ার কোন উপায় নাই । তবে এ নিয়ে আমি মোটেই চিন্তিত না, কারণ আগে থেকেই ঘরবন্দী আছি ।
আপনাকে পেয়ে ভাল লাগল । অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
২| ৩১ শে জুলাই, ২০২০ রাত ৯:২৪
শাহ আজিজ বলেছেন: বানের পানি ঢুকে গেল ? কোথায় এটা ? সাপ থেকে সাবধান !
৩১ শে জুলাই, ২০২০ রাত ৯:২৯
সাইন বোর্ড বলেছেন: চারিদিকে প্রাচীর দেওয়া আছে, আশা করি সেরকম সমস্যা হবে না । তবু সতর্ক থাকার চেষ্টা করছি । সমস্যা হলো পানি বাড়তেই আছে ।
অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
৩| ৩১ শে জুলাই, ২০২০ রাত ৯:৩৬
ওমেরা বলেছেন: এটা কি ধামরাই ?
৩১ শে জুলাই, ২০২০ রাত ৯:৪২
সাইন বোর্ড বলেছেন: উত্তর কি এখনি দেব ?
৪| ৩১ শে জুলাই, ২০২০ রাত ৯:৪৬
ওমেরা বলেছেন: সেটা আপনার ইচ্ছা ,দিতে না চাইলে নাও দিতে পারেন ।
৩১ শে জুলাই, ২০২০ রাত ৯:৫২
সাইন বোর্ড বলেছেন: আপনার আইডিয়াই ঠিক ।
অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
৫| ৩১ শে জুলাই, ২০২০ রাত ১০:০১
শায়মা বলেছেন: তোমার পোস্টগুলো দেখে আজকাল মন খারাপ হয়ে যায় ভাইয়া!
৩১ শে জুলাই, ২০২০ রাত ১০:০৫
সাইন বোর্ড বলেছেন: ঠিক আছে, এখন থেকে না হয় মন খারাপের পোষ্ট কম কম দেব । আসলেই সময়টাই যে মন খারাপের, জোর করে আর কতটা ভাল থাকা যায় !
অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
৬| ৩১ শে জুলাই, ২০২০ রাত ১১:০২
রাজীব নুর বলেছেন: ঈদ মোবারক ভাইজান।
০১ লা আগস্ট, ২০২০ সকাল ১০:৫২
সাইন বোর্ড বলেছেন: ঈদ মোবারক !
৭| ৩১ শে জুলাই, ২০২০ রাত ১১:৩৫
বিদ্রোহী ভৃগু বলেছেন:
বানের পানিতে ডুবে ডুবে
শোধিতে হইবে ঋণ
উজানরে ইচ্ছের কাছে ভাটির
চিরকালীন মাথা নতের চিন।
বানভাসী ঈদ মোবারক ভায়া
০১ লা আগস্ট, ২০২০ সকাল ১০:৫৪
সাইন বোর্ড বলেছেন: ঈদ মোবারক !
পানি কিন্তু বাড়তেই আছে ভাইজান, শেষ পর্যন্ত ঘরে ঢুকে না পড়ে, এই ভয়ে আছি ।
৮| ০১ লা আগস্ট, ২০২০ সকাল ১১:২১
বিদ্রোহী ভৃগু বলেছেন: লেখক বলেছেন: ঈদ মোবারক !
পানি কিন্তু বাড়তেই আছে ভাইজান, শেষ পর্যন্ত ঘরে ঢুকে না পড়ে, এই ভয়ে আছি ।
আপাতত পূর্বাপর যতটুকু প্রস্তুিত সম্ভব নিয়ে রাখুন। কারণ তিনিও বলেছেন বণ্যা দীর্ঘস্থায়ী হবে!!
পানি যেহেতু বন্ধ করার হেডম নাই, প্রশাসনে নিয়ন্ত্রন নাই, আমজনতা নিজেরাই নিজে করি ষ্টাইলে ভাল থাকার চেষ্টা করতে হবে।
০১ লা আগস্ট, ২০২০ সকাল ১১:২৯
সাইন বোর্ড বলেছেন: এখন বিল্ডিং এর মেইন দরজায় ইটের গাঁথুনি দেওয়া ছাড়া উপায় নেই ।
ধন্যবাদ, ভাল থাকুন ।
©somewhere in net ltd.
১| ৩১ শে জুলাই, ২০২০ রাত ৯:১২
বিজন রয় বলেছেন: ব্যাপার কি বলুন তো?
বাসার সাথে পানি দেখছি!!