নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

পুলিশের কাজ পুলিশ করিয়াছে গুল্লি করিয়াছে গায়, তাই বলে কিরে মানুষের মুখে এত কথা শোভা পায় ।

০৩ রা আগস্ট, ২০২০ দুপুর ১২:২৪


ভ্রমণ বিষয়ক ডকুমেন্টারী তৈরী করা এবং তা নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ করা খারাপ কিছু না ।

মেধা এবং অর্থ থাকলে যে কেউ'ই এইটা করতে পারে । কিন্তু এইটার শুটিং করতে গিয়া কেউ যদি কোন খারাপ কর্মের সাথে জড়িয়ে পড়ে

মানে মদ, গাঞ্জা, ফেনসিডিল, ইয়াবা, হিরোঞ্চির মতো চোরা কারবারী হইয়া পড়ে; তাইলে আমাদের দেশ সেরা পুলিশ সেইটারে প্রটেকশন দেবই ।

প্রয়োজনে এক্কেবারে বুক বরাবর গুল্লি কইরা ঝাঝরা কইরা দেব । তারপর দেখা যাইব, জায়গাতেই মানে স্পট ডেড ।

এখন ঐ চোরা কারবারী যদি সাবেক কোন সেনা কর্মকর্তাও হইয়া থাকে; তই কিচ্ছু করার নাই । কারণ, আইনের চোক্ষে সবাই সমান ।

এ অবস্থায় প্রত্যক্ষদর্শী কিছু আম পাবলিক যদি বইলাও থাকে, সাবেক ঐ সেনা কর্মকর্তার আসলে কোন দোষ নাই; সে বরং ভদ্র ভাবেই দু'হাত উপরে উঠাইয়া বলতে চাইছিল, সে কে, তার ব্যাপারে খোঁজ-খবর নিয়া আগে জানতে । সে মোটেই কোন চোরা কারবারীর সাথে সম্পৃক্ত না ।

কিন্তু পুলিশ ঐসব কথা শুনব কেন ? কারণ, তারও তো দায়িত্ব বইলা একটা কথা আছে ।

এখন এই ঘটনার সুষ্ঠু তদন্ত হইব । তার আগে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীও কোন মন্তব্য করব না । তাই, আম পাবলিকেরও এত ফাল পাড়োনের কোন কাম নাই ।

কারণ, মশা যখন হাতির জীবন নেওয়া শুরু করে, তখন হাতি শুধু শক্তিহীনই হইয়া পড়ে না, সে তার দীর্ঘ ঐতিহ্য নিয়াও শংকায় পড়ে ।



মন্তব্য ২৯ টি রেটিং +১/-০

মন্তব্য (২৯) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০২০ দুপুর ১২:৩৩

রাজীব নুর বলেছেন: পুলিশ সরাসরি গুলি কেন করবে? গুলি করা পুলিশের অন্যায় হয়েছে।

০৩ রা আগস্ট, ২০২০ দুপুর ১২:৩৯

সাইন বোর্ড বলেছেন: কত অন্যায় কাজই তো করা হইতেছে । তার কোন প্রতিকার আছে কি ?

২| ০৩ রা আগস্ট, ২০২০ দুপুর ১২:৪৩

চাঁদগাজী বলেছেন:



ঘটমা এখনো পরিস্কার হয়নি; পোষ্ট থেকে বুঝা যাচ্ছে যে, আপনারও এই ব্যাপারে পরিস্কার বক্তব্য নেই; তারপরও ম্যাঁওপ্যাঁও কিছু টাইপ করে বসে থাকেন?

০৩ রা আগস্ট, ২০২০ দুপুর ১২:৫২

সাইন বোর্ড বলেছেন: বেশ কিছু পত্রিকাও নাকি সত্য নিউজ দিয়াও ডিলিট করে দিইছে, কারণ একটা নিশ্চয় আছে ।

তাই, আমিও সরাসরি কিছু লিখলাম না । দেশের বাইরে থাকলে একটা পক্ষের হয়ত লেজুর বৃত্তি করা যায়, কিন্তু আসল সত্যকে উপলব্ধি করা যায় না ।

ধন্যবাদ ।

৩| ০৩ রা আগস্ট, ২০২০ দুপুর ১২:৪৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: পুলিশ সবকিছুই করতে পারে। আপনি দেবদূত হলেও আপনাকে ইয়াবা, গাঁজা ইত্যাদি দিয়ে ফাঁসিয়ে দেবে।

০৩ রা আগস্ট, ২০২০ দুপুর ১২:৫৪

সাইন বোর্ড বলেছেন: এখানেও সম্ভবত সেরকমই কিছু একটা করা হইছে ।

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৪| ০৩ রা আগস্ট, ২০২০ দুপুর ১২:৫৪

আলমগীর সরকার লিটন বলেছেন: আমার কোন মন্তব্য নেই কারণ রশি একটাই

০৩ রা আগস্ট, ২০২০ দুপুর ১:০২

সাইন বোর্ড বলেছেন: মন্তব্য না করার জন্য অসংখ্য ধন্যবাদ ।

৫| ০৩ রা আগস্ট, ২০২০ দুপুর ১:০৮

চাঁদগাজী বলেছেন:


আপনি লিখেছেন, "তাই, আমিও সরাসরি কিছু লিখলাম না । দেশের বাইরে থাকলে একটা পক্ষের হয়ত লেজুর বৃত্তি করা যায়, কিন্তু আসল সত্যকে উপলব্ধি করা যায় না । "

-আপনি নিজেই বলছে যে, আপনি সরাসরি কিছু লিখেননি; আপনি না লিখলে পোষ্টের অর্থ কি হচ্ছে? যা আপনি লিখতে পারছেন না, সেটা লেখার অর্থ কি?

০৩ রা আগস্ট, ২০২০ দুপুর ১:১৫

সাইন বোর্ড বলেছেন: দেখুন একটা বিষয়কে বিভিন্নভাবে লেখা যায়, এখানে আমি আমার মত করে একটা টেকনিক অবলম্বন করেছি । তা ছাড়া কোন বিষয়কেই আমি সংবাদ পত্রের মতো বর্ণনা করতে পছন্দ করিনা । এবং আমার প্রকাশের ধরণও সব সময় এক রকম থাকে না ।

যারা বোঝার তারা বুঝবে, কারো কাছে অর্থহীন মনে হলে লেখাটাকে এড়িয়ে যেতে পারে ।

৬| ০৩ রা আগস্ট, ২০২০ দুপুর ১:৩০

সাড়ে চুয়াত্তর বলেছেন: পুলিশেরও যে বাপ আছে পুলিশ তা ভুলে গেছিলো মনে হয়। সবাই সাধারণ জনগণ না এটা পুলিশের মাথায় থাকা দরকার। ওভার স্মার্টনেস অনেক সময় বিপদ ডেকে আনে। যদিও প্রকৃত ঘটনা আমরা জানি না তার পরও এটা বলা যায় যে পুলিশ আত্মরক্ষার জন্য হলেও তিনটা গুলি কেন করবে। পুলিশ ছিল ২০ জন আর গাড়িতে ছিল ২ জন। পুলিশের ট্রেনিং এ কোথাও গলদ আছে।

০৫ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:৪১

সাইন বোর্ড বলেছেন: ইতোমধ্যে নিউজ এসেছে লিয়াকত নামের ঐ পুলিস অফিসার রাজনৈতিক ভাবে নিয়োগ প্রাপ্ত, তার কাছ এর চেয়ে বেশি কিছু আশা করা বোকামি ।

আর বিচারের আগে অনেক নাটকই তৈরী হবে এবং তা শুরু হয়ে গেছে ।

পুলিশ যেখানে নিজেই বিচারের ভার হাতে তুলে নিয়েছে, সেখানে পুলিশের বিচার করবে কে ?

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৭| ০৩ রা আগস্ট, ২০২০ দুপুর ২:০২

মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: এটা হবারই ছিলো।দিনের পর দিন বিচার বহির্ভূত হত্যাকে লাই দিতে দিতে মাথায় তুলে ফেলা হয়েছে।পুলিশের কাজ ক্রিমিনাল ধরা,তার বিচার করার অধিকার পুলিশের নাই।

০৫ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:৩৭

সাইন বোর্ড বলেছেন: অনেক নাটকই এখন তৈরী হবে, জাতি এসব নাটক দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে ।

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৮| ০৩ রা আগস্ট, ২০২০ বিকাল ৪:৪৮

রিফাত হোসেন বলেছেন: যে ঘটনা হয়েছে। তাতে অনেক কিছুই পরিষ্কার নয়। ঠিকই বলেছেন চাদঁগাজী সাহেব।
যেটা হতে পারে...
১ নং প্লট: সাবেক সেনা কর্মকর্তা আসলেই ২ নাম্বারী কাজের সাথে জড়িত। পুলিশি চেক আপে সাবেক সেনা কর্মকর্তা বাধা দেয় ও লাইসেন্সকৃত অস্ত্র দেখিয়ে ভয় দেখাতে চেয়েছিল। পুলিশ একে জঙ্গী মনে করে নগদ আক্রমণ করে বসে। এরকম পরিস্থিতে হতে পারে।
২ নং প্লট: সাবেক সেনা কর্মকর্তা অহংকারী! এরকম সেনা কর্মকর্তার অভাব নাই। আবার সব মানুষ এক হয় না। যাই হোক। সে তার গাড়ি চেক আপ করতে দিবে না। নিজের সাবেক পদের অহংকারটা দেখেতে চাচ্ছে! পুলিশের সন্দেহ হল। সাবেক কর্মকর্তা এক কাঠি সরেশ হয়ে অস্ত্র দেখিয়ে show off করার সাথে সাথে সন্দেহের বশবর্তী হয়ে পুলিশ সাথে সাথে react করল। এরকম ঘটনা ঘটে। তা বেদনা দায়ক। এরপর পুলিশ যখন বুঝতে পারল তার কাছে কিছু নাই। তখন ইয়াবা, মদ ইত্যাদি অবৈধ জিনিসের নাটক তৈরী করে ফেলল। যাতে ঘটনার দায় থেকে এড়াতে পারে।
৩য় নং প্লট: সে আর্মির সাবেক কর্মকর্তা হয়েও গোপনীয় মিশনে আছে, যেখানে দেশের জন্য কাজ করছে। দেশ বিরোধী পক্ষ দুর্নীতিগ্রস্ত পুলিশ দিয়ে তাকে থামিয়েছে। এসব ক্ষেত্রে আর্মি মিশন পরিপূর্ণতা না পেলে তাকে স্বীকার করার কথা নয় কিন্তু করেছে! তাও ভাবার বিষয়।

এখন একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এই নিয়ে। তাতে পুলিশের পাশাপাশি ১ জন আর্মি কমান্ডারও নিয়োগ দেওয়া হয়েছে। এখানে আর্মি কমান্ডার আসবে কেন? সে তো এখন অবসরপ্রাপ্ত! এখানে জলটা ভাল করে ঘোলা হয়েছে। হতে পারে সে ইদানীং অবসরে গিয়েছে। আর্মি তাকে সম্মানার্থে সুষ্ঠ তদন্তের নিরিখে নিজের ১ আর্মি কমান্ডার তদন্ত কমিটিতে সুপারিশ করেছে।

০৫ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:৩৬

সাইন বোর্ড বলেছেন: কেউ কেউ অতীত অভিজ্ঞতা থেকে তদন্তের আগেই তদন্ত রিপোর্ট পড়ে ফেলেছে । পুলিশ যেখানে নিজেই বিচারের ভার হাতে তুলে নিয়েছে, সেখানে পুলিশের বিচার করবে কে ?

অনেক নাটকই এখন তৈরী হবে, জাতি এসব নাটক দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে ।

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৯| ০৩ রা আগস্ট, ২০২০ রাত ৯:১৪

ঢাবিয়ান বলেছেন: বিচার বহির্ভুত কোন হত্যাকান্ডই কোন অবস্থাতেই সমর্থনযোগ্য নয় । এক্ষেত্রে মেজরের অপরাধ কি ছিল তা বিবেচ্য নয় কারন সেটার দেখার কথা আদালতের। এই ঘটনায় মুল অপরাধী আইন শৃংখলা বাহিনী। মাদক কাহিনী দিয়ে বিচার বহির্ভুত হত্যাকান্ডকে সাফাই দেয়ার চেষ্টা করা আরো বড় অপরাধ।

০৫ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:২৬

সাইন বোর্ড বলেছেন: পুলিশকে যখন শেষ ভরসা স্থান হিসাবে ধরা হয়, তখন তারা তাদের ইচ্ছে মত সব কাজ করারও বৈধতা পেয়ে যায় । এই দেশে বিচার বলে কি আর কিছু আছে ?

অসংখ্য ধন্যবাদ ।

১০| ০৩ রা আগস্ট, ২০২০ রাত ৯:৫৫

আকন বিডি বলেছেন: সাবেক সেনা কর্মকর্তা সিনহার বুকে–পিঠে ছিল জখমের দাগ

কাহিনী অন্য কিছু

০৪ ঠা আগস্ট, ২০২০ রাত ৮:২৮

সাইন বোর্ড বলেছেন: প্রথম আলোর আগের নিউজটা এত ডিটেলস ছিল না, আমি চারটা পেপারে পড়েছিলাম, তার মধ্যে কালের কণ্ঠে ডিটেইলস লিখেছিল ।

অন্য কিছু থাকলেও আম পাবলিক সেটা কোন দিনই জানতে পারবে না বা জানতে দেওয়া হবে না ।

অসংখ্য ধন্যবাদ ।

১১| ০৩ রা আগস্ট, ২০২০ রাত ১০:২৪

নুরুলইসলা০৬০৪ বলেছেন: এখানে যদি সিসি ক্যামেরার ফুটেজ থাকে তবে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে।

০৪ ঠা আগস্ট, ২০২০ রাত ৮:১৫

সাইন বোর্ড বলেছেন: সরকার আন্তরিক হলে এ হত্যার প্রকৃত ঘটনা উদ্ধার করা কোন ব্যাপার না ।

অসংখ্য ধন্যবাদ ।

১২| ০৪ ঠা আগস্ট, ২০২০ ভোর ৫:১৩

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: বাংলাদেশে মনে হয় মদ, ইয়াবা, গাজা ও জিহাদি বইয়ে সয়লাব হয়ে যাচ্ছে। বড়োই চিন্তার বিষয়। পুলিশ ভাইরা কাউকে গ্রেপ্তার করলেই হয় তার কাছে মদ ও গাঞ্জা পাওয়া যায় অথবা হুজুর টাইপের হলে তার কাছে জিহাদি বইয়ের কপি খুঁজে পায়। সাহেদের পকেটে একটা রিভলবার গুঁজে রাখা ছিল - আর তার অফিসেও নাকি মদের বোতল পাওয়া গেছিলো। আমার মনে হয় বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে দুদককে ফালতু দুর্নীতি দমনে সময় নষ্ট না করে মদ, গাঞ্জা ও ইয়াবা বাহকদের ধরপাকড়ে নিয়োজিত করা বড়োই প্রয়োজন। =p~

বেচারা সামরিক (অব:) কর্মকর্তার বোধ হয় একটাই ভুল হয়েছে - হল্যান্ড বা কানাডায় জন্ম না নিয়ে বাংলাদেশে জন্ম নেয়া। তাহলে মদ ও গাঞ্জার মতো নেশাকারক দ্রব্যের জন্য অন্তত: তাকে প্রাণ দিতে হতো না।

০৪ ঠা আগস্ট, ২০২০ রাত ৮:১২

সাইন বোর্ড বলেছেন: এই গুলা হইল অজুহাত, হত্যাকে হালাল করার অস্ত্র । একজন অপরাধী হইলেও তাকে বিচারের আওতায় না এনে পুলিশ আগেই কেন করবে ?

অথচ এটাই করা হচ্ছে বছরের পর বছর ।

অসংখ্য ধন্যবাদ ।

১৩| ০৪ ঠা আগস্ট, ২০২০ ভোর ৫:১৫

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: দুঃখিত ! অব লিখতে গিয়ে ইমোজি চলে আসছে

১৪| ০৪ ঠা আগস্ট, ২০২০ রাত ৮:৫৯

আকন বিডি বলেছেন: গিট্টু আরো লাগছে। খোদ তিনিই যখন বিচারের আশ্বাস দেন ঘটনা তখন ঘটনা থাকে না।
সিনহা রাশেদের মাকে প্রধানমন্ত্রীর ফোন, বিচারের আশ্বাস

০৪ ঠা আগস্ট, ২০২০ রাত ৯:৪৩

সাইন বোর্ড বলেছেন: এরকম আশ্বাস দেয়া কয়টা হত্যা কান্ডের বিচার আমরা দেখেছি, বলতে পারবেন ? বড্ড অভাগা বাঙালি জাতি, নিজ দেশেও আজ পরবাসী !

১৫| ০৪ ঠা আগস্ট, ২০২০ রাত ৯:৫৫

আকন বিডি বলেছেন: এর জন্যইতো বলছি গিট্টু লাগছে। এগিট্টু কবে খুলবে? কে তা জানে?

০৫ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:২৩

সাইন বোর্ড বলেছেন: ঠেলায় পড়ে বাঙালি এখন যথেষ্ট ধৈর্য্যশীল জাতি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.