নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
ইদানিং কেউ কেউ বলছে, তারা নাকি প্রকাশের আগেই তদন্ত রিপোর্ট পড়তে পারে । কিন্তু আমি জানি, তুমি কিছুই লুকাতে চাও না
ফুল, পাখি, পাহার, সমুদ্র, নদী, অস্ত্র, গোলা, বারুদ, লাশকাটা ঘর...
তবু, যে মা তার পুত্র হত্যার বিচারের আশ্বাসে ভুলে যেতে চায় দশ মাস দশ দিনের কষ্ট কিংবা স্মৃতিকে আড়াল করতে চায় বুকের গভিরে
শুধু তার কথা ভেবে একটু মায়া হয়
এটা হতেই পারে; কারণ কত মানুষই তো বিচারের আশ্বাস নিয়ে বুকে পাথর চাপা দিয়ে বসে আছে এই দেশে, এই সময়ে...
কজনই বা বিচার পায় ?
০৫ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:১৯
সাইন বোর্ড বলেছেন: সব কিছুর জন্যই অপেক্ষা করতে হয়...
আমরা খুব ধৈর্য্যশীৈল জাতি ।
পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।
২| ০৫ ই আগস্ট, ২০২০ দুপুর ২:০৩
রাজীব নুর বলেছেন: মড়া গছে ফুল ফোটে না। তবু আমরা অপেক্ষায় থাকি। আশায় থাকি।
©somewhere in net ltd.
১| ০৫ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:১১
আলমগীর সরকার লিটন বলেছেন: তাও দেখা যায় হঠাৎ করে মরাগাছে ফুল ফুটেছে
ফলের গন্ধ মৌ মৌ করছে পাড়া জুড়ে
কার হাসি কে দেখে------------------