নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

খেলারাম খেলে যাও দেখারাম দেখে যাও...

২৯ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:৫৬


বলছি না যে সোনার বাংলার সব সোনা হঠাৎ করে শিশ্নতে এসে জমা হয়েছে আর মাঝে মাঝে তা ফাল দিয়ে উঠছে ।

তবে এর ব্যাবহার যাচ্ছেতাইভাবে বেড়ে গেছে । আসলে উন্নয়ন তো চারিদিক থেকেই হচ্ছে । ব্রিজে, কালভার্টে, উড়াল সেতুতে, কলেজে, ইউনিভার্সিটিতে, টেন্ডারে, বানিজ্যে, পাচারে, আব্দুল মালেকের ঘরের দরজায়, বেগম পাড়ার স্বপ্নে, আরো কত কিছুতে...

এ অবস্থায় শিশ্নের উন্নয়ন তো আর এক জায়গায় বসে থাকতে পারে না । সেই কবে জাহাঙ্গীর নগরের এক সোনা মিয়া তার শিশ্নের উন্নয়ন ঘটিয়ে সেঞ্চুরী করেছিল ।

নতুন প্রজন্ম কি সে কথা জানে ? জানে না । তাই, এটা জানানোর জন্যই সম্ভবতঃ তার জাত-ভাইয়েরা বিগত কয়েক বছর ধরে শিশ্নের উন্নয়নে দিনরাত কাজ করে যাচ্ছে...

এখন এটাকে কেউ যদি ধর্ষণের তকমা লাগিয়ে দেয়, তাহলে তাদের আর কী করার আছে !

আমরা চোখ বন্ধ করে থাকলেই হলো । মুখে কুলুপ এঁটে দেব আর কানে তুলো লাগিয়ে রাখব । কারণ, ওদের সাথে আমরা পারব না । আমাদের কোন সেকেন্ড-হোম নেই । আমাদেরকে এদেশের মাটি ও মানুষের সাথে মিলেমিশে থাকতে হবে । অনেক অভাব, অনুযোগ, প্রাকৃতিক দুর্যোগ, টানা-পোড়েনের মধ্য দিয়েই সামনে এগিয়ে যেতে হবে ।

আইন হয়ত ওদেরকে নিয়ে কিছুদিন টানা-হেচড়া করবে । এরকম টানা-হেচড়া আমরা অনেকদিন থেকেই দেখে আসছি । এটাও দেখব ।

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৯ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:০০

চাঁদগাজী বলেছেন:



কবিতা কোথায়?

২৯ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:০৪

সাইন বোর্ড বলেছেন: আপনি কি কবিতা খুঁজতেছেন ?

২| ২৯ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:১২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আওয়ামী লীগের সোনার ছেলেরা এমন করতেই পারেনা। জামাত থেকে এরা আওয়ামী লীগে ঢুকে পরেছে। এরা আওয়ামী লেগে ঢুকে আওয়ামী লীগের দূর্নাম করাচ্ছে।

২৯ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:১৯

সাইন বোর্ড বলেছেন: এক কথায় অনুপ্রবেশকারী । এদেরকে দল থেকে শীঘ্রই বহিস্কার করা হবে ।

কমন ডাইলগ । পুরানো রেডিও । বাজছে তো বাজছেই...

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৩৩

রাজীব নুর বলেছেন: ছাত্ররাজনীতি কখনই দরকার ছিল না আমাদের দেশে। ঘোষণা দিয়ে আনুষ্ঠানিকভাবে ছাত্র রাজনীতি বিলুপ্ত করা উচিত। আজকে একটা ভালো দিন। এই ঘোষনা আজই দেওয়া যেতে পারে।

৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৩৪

রাজীব নুর বলেছেন: সমস্যা হলো, ছাত্রলীগের এসব অপকর্ম নিয়ে কথা বলতে গেলেই কান টানলে মাথা আসার মতো ঘটনা ঘটবে। সেটা করতে গেলেই ডিজিটাল আইনের ঘড়গ নেমে আসবে। বাংলাদেশে আজ পর্যন্ত কোন ক্ষমতাসীনরাই এর বিরুদ্ধে দাড়ায়নি। নির্দিষ্ট কিছু ঘটনা মিডিয়াতে ফলাও হলেই শুধুমাত্র কিছু পদক্ষেপ নেয়া হয়। কিছু লেখালেখি হয়, টক শোতে গরম গরম বক্তব্য শোনা যায়, রাজপথে কিছু মানববন্ধন হয়....ব্যাস, ওই পর্যন্তই। সমস্যা কিন্তু সমস্যার জায়গাতেই থাকে।

৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৩৫

আমি সাজিদ বলেছেন: সোনা কেটে লাল করে দেওয়া যায় না? মানে নামটা আরকি!

৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:১২

নেওয়াজ আলি বলেছেন: নারীর দিকে তাকানোর কোন কর্মীই নাই ছাত্রলীগে । ছাত্রলীগ মানবিক কাজ করে বলে জনগণ আরামে আছে :P

৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

বেশিরভাগ ক্ষেত্রেই ‘‘অপরাধীর কোনো দল হয় না, অপরাধী অপরাধীই’’
কথাটা পরিস্থিতি সামাল দেয়ার জন্য স্রেফ কথার কথা হিসেবেই বলেন
রাজনীতিবিদরা৷ মনেপ্রাণে বিশ্বাস করে বললে ক্ষমতাসীন, ক্ষমতার
বাইরের দল নির্বিশেষে সব দলের সব অপরাধীর বিরুদ্ধেই কঠোর
ব্যবস্থা নেয়া হতো এবং এর ফলে সমাজে অপরাধপ্রবণতা অনেক
কমে যেতো৷কিন্তু হচ্ছে তো উলটোটা!

৮| ২১ শে অক্টোবর, ২০২০ দুপুর ২:৫৬

সাহাদাত উদরাজী বলেছেন: শিক্ষা ক্ষেত্রে রাজনীতির আর দরকার নেই।

৯| ১৮ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:৩৩

মোঃ মাইদুল সরকার বলেছেন: আপনাকে মিস করছি।

ভাল বলেছেন শিশ্নের উন্নয়ন!!!!

ব্যস্ত নাকি ?

আশা করি ভাল আছেন ?

১৮ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:৩২

সাইন বোর্ড বলেছেন: জ্বী, বেশ কিছুদিন থেকে ব্যস্ত সময় পার করছি । করোনাকালকে হয়ত পুষিয়ে নেওয়া যাবে না । তবে চেষ্টা করছি ।

ভাল থাকুন, অসংখ্য ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.