নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

ভোট আসে শীতের কাঁথা মুড়ি দিয়ে

১৮ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১৫


১। ভোটের আয়োজন চলছে । লিফলেট, ব্যানার, ফেসটুনে ছেয়ে গেছে চারিদিক । মধ্যরাতে স্বপ্ন দ্যাখা শুরু করেছে শীতের কাঁথা । বশির মিয়া বিছানা থেকে লাফ দিয়ে উঠে বলল - নাজেরা, এক গ্লাস পানি দে, বুকের মধ্যে বড্ড ধড়ফড় করতাছে ।

নাজেরা বেগম পানি হাতে দাঁড়িয়ে মনে মনে বলল - তুই কি একটা মুখ পোড়া হনুমান ? কতবার কইছি, তোরে আর ভোট করোনের দরকার নাই !

২। ন্যাড়া বসে বসে কাঁদছে...
একজন পথিক তা দেখে বললঃ কী ব্যাপার, কাঁদছো ক্যান ভাই ?
ন্যাড়া বললঃ পরপর তিনবার ব্যাল তলায় যাওনের দুঃখে !
পথিকঃ ব্যাটা তোর মাথাটা যে এখনো রয়ে গেছে, এর জন্যে উপরওয়ালার কাছে শুকরিয়া আদায় করা উচিৎ ।

৩। সবাই ঠিক করল গ্রামে এবার একজন মাত্র চেয়ারম্যান প্রার্থী দাঁড় করানো হবে । যাতে সে খুব সহজেই পাশ করতে পারে । কিন্তু ইলিয়াস খুলু নামে একজন বেঁকে বসল, সেও প্রার্থী হবে । কারোর কথা সে শুনবে না ।

রাগে, জিদে গ্রামের যুবক পুলাপাইনরা ইলিয়াস খুলুকে অপমান, অপদস্ত করল । এমন কি কেউ কেউ তার পাছায় আঙুলও মারল ।

নাছোড় বান্দা ইলিয়াস খুলু শেষ পর্যন্ত তবু ভোটে দাঁড়িয়ে ভ্যানে চেপে নিজেই গ্রামে গ্রামে মাইকিং করতে বের হলো - মা, ভাই-বোনেরা, বাপেরা আমার বংশ নাই, বুনিয়াদ নাই; দয়া করে আপনারা আমাকে একটি করে ভোট দিবেন ।

তার যুক্তিঃ তিন জন মানুষও যদি তাকে ভোট দেয়, তাহলে সে ঐ তিন জন মানুষের চেয়ারম্যান ।

দেশে এখনো অনেক ইলিয়াস । কেউ না চাইলেও তারা ভোটে দাঁড়ায় । এদের কেউ কেউ অপমানিত হয়ে জামানত হারায়, আবার কেউ কেউ বিপুল ভোটে পাশও করে যায় ।

সব'ই উপরওয়ালার ইচ্ছা !

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১৮

চাঁদগাজী বলেছেন:



এগুলো তো সক্রেটিসের বাণীর মতো অনেকটা, আপনার নিজের?

২| ১৮ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:৪১

রাজীব নুর বলেছেন: ভোট আসুক, শীত আসুক। গরম আসুক। কিন্তু ভ্যাকসিনও যেন আসে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.