নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

মূর্তি বা ভাস্কর্যের চেয়ে বক্তব্যই এখন বেশি এগিয়ে

২১ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:০৯


এমন নয় যে, দেশে এই প্রথম কারো কোন মূর্তি বা ভাস্কর্য বানানো হচ্ছে । আগেও হয়েছে । তবে এত বেশি হয়নি । এই আর কি ।

এখন সরকার যেহেতু নিজেদেরকে আগের চেয়ে অনেক বেশি জনপ্রিয় ভাবছে, সেহেতু মূর্তি বা ভাস্কর্য বানানোটাও হয়ত তাদের জনপ্রিয়তারই একটা অংশ হিসাবে মনে করছে ।

তাছাড়া জাতির পিতার মূর্তি, সবাই তো শ্রদ্ধা ভরেই গ্রহণ করবে, তাই না ?

মাঝখান থেকে দেশের আলেম সমাজের একটা অংশ এটা নিয়ে কেবল একটা ফ্যাকড়া বাঁধানোর চেষ্টা করে যাচ্ছে । এর বিরুদ্ধে ধর্মীয় কিছু ব্যাখ্যা দাঁড় করাচ্ছে ।

এ অবস্থায় জনপ্রিয় এবং ক্ষমতাসীন একটা দল তা সহ্য করবে কেন ? করবে না ।

তাই, তাদের কেউ কেউ দেশের এসব মৌলবাদীদের বিষদাঁত মুলোর মতো সমুলে উপড়ে ফেলার হুশিয়ারি দিয়েছে । ব্যতিক্রম কেবল ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিষ্টার তাপস । তিনি ওসব উপড়া-উপড়ির মধ্যে না গিয়ে মূর্তি বা ভাস্কর্যের বিরুদ্ধে অবস্থানকারী আলেমদের উপর একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তার নিজের শেখা আরবী ভাষা ও এলেম শিক্ষার ব্যাপারে ।

এরপর থেকে মূর্তি বা ভাস্কর্যের চেয়ে উনার বক্তব্যটাই এখন বেশি আলোচ্য বিষয় হয়ে উঠেছে । তার বক্তব্যের উপর একের পর এক হুজুরেরা বয়ান করছে এবং সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালও হচ্ছে সর্বত্র ।

আর এতে করে যে লাভটা হচ্ছে, তা হলো উভয়েরই খুব দ্রুত পরিচিতি বাড়ছে ।

এটাই বা মন্দ কি ?

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:১৪

চাঁদগাজী বলেছেন:



এগুলো মন্দের তেমন কিছু না, আফগানী লক্ষণ

২১ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩০

সাইন বোর্ড বলেছেন: আফগানী ঠিক বলা যায় না, কিছুটা তালেবানী ।

পড়া ও মন্তব্যের জন্য ধন্যবাদ ।

২| ২১ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২৩

আমি মুক্ত বলেছেন: ইস্যুটি ধীরেধীরে চাপা পড়লেও যাদের মননে একরকম নেতিবাচক মাইন্ড সেটাপ হইলো সেইটা থেকেই যাবে

২১ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:২৭

সাইন বোর্ড বলেছেন: সেরকমটাই মনে হচ্ছে ।

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৩| ২১ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫০

শাহ আজিজ বলেছেন: একটা সংঘবদ্ধ উদ্যোগ । চলতি করোনা , টিকা , অর্থ সঞ্চালনে ধীরগতি , অর্থ পাচার সব কিছুকে ঢাকা দিয়ে চলছে সবচে অনুতপাদনশিল খাত - ভাস্কর্য । আওয়ামি লীগের উপকার হচ্ছে যারা রাষ্ট্রের স্থপতিকে জানতেন না সিরিয়াসলি তারা জেনে যাচ্ছেন বঙ্গবন্ধুকে ।

২১ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫৬

সাইন বোর্ড বলেছেন: আপনার মূল্যায়ন অনেকটাই সঠিক, সরকারের বেশ কিছু ব্যর্থতাকে ঢাকা দিতে পেরেছে এই মূর্তি ইস্যু ।

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৪| ২১ শে ডিসেম্বর, ২০২০ রাত ৮:০০

মরুভূমির জলদস্যু বলেছেন: যখন গুরুত্বহীন একটি বিষয়ে বেশী বেশী চর্চা হয় তখন সেটি একটি অপ্রয়োজনীয় গুরুত্বের আকার পায়।

৫| ২১ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:২৭

রাজীব নুর বলেছেন: সবার আগে আমাদের ভাবতে হবে করোনা নিয়ে। আপাতত শেখ হাসিনাকে নিয়ে ভাবার দরকার নাই। ভাবতে হবে করোনা কে নিয়ে। কি করে করোনা থেকে বেঁচে থাকা যাবে।

৬| ২২ শে ডিসেম্বর, ২০২০ রাত ১২:৪১

নেওয়াজ আলি বলেছেন: তাপস আর হুজুরের বয়ান শুনি আর পপকর্ন খাই। সব মিথ্যার দাদা।

৭| ২২ শে ডিসেম্বর, ২০২০ সকাল ৭:২৬

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: চরম দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজির মতো মূল সমস্যা থেকে মানুষের দৃষ্টি সরিয়ে নিতে ফালতু সমস্যা তৈরির কোনো বিকল্প নেই।

৮| ২২ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১১:০৯

মোঃ মাইদুল সরকার বলেছেন:
একেকটা ইস্যু তৈরী হয় আবার মাট গরম করে হাওয়ায় মিলিয়ে যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.