| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সাইন বোর্ড
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
১। প্রথম কিস্তিঃ
পৌরসভা নির্বাচনের ফলাফল শোনার পর একজন ভোটার আরেকজন ভোটারকে বলল, বুঝলেন, যেই লাউ সেই'ই কদু । শুনেছি ব্যবসা করতে প্রতি অর্থবছরে একবার করে ট্রেড লাইসেন্স, ইআরসি, আইআরসি সহ আরো কিছু কাগজ-পত্র নবায়ন করতে হয় । দুঃখ, শুধু আয়ুটাকেই নবায়ন করা যায় না ।
অন্যজন বললঃ এ কথা বলার অর্থ কি ? আপনি তো আর ভোটে দাঁড়াননি, ভোট করেছেন কালু মোল্লা !
কিছুটা হতাশার সুরে এবার প্রথমজন বলল, তাই তো, আমার এসব কথা বলা মোটেই ঠিক হচ্ছে না । এখন থেকে চুপচাপ থাকব, আর কোন কথা বলব না ।
২। পটকা মাছঃ
ফেসবুকে ছবিটা আগেও দেখেছি - উপর দিক থেকে ফুলে উঠা একটা পটকা মাছের পাশে দেওয়ানবাগী পীরের ছবি ।
হঠাৎ উনি মারা যাবার পর তাকে নিয়ে আলোচনা কিংবা সমালোচনা যাই হোক না কেন, বার বার'ই চলে আসছে আলুটিলার মতো তার সেই বিশাল পেটের ছবি ।
আচ্ছা, একটা মানুষ কি শুধু খেয়েই এত বড় একটা পেটের অধিকারী হতে পারে ? আপনার কি মনে হয় ?
তার হাজার হাজার ভক্ত, আশেকান, খেদমতকার, ধন-দৌলত, সুখ-শান্তি, আরাম-আয়েশের কথা ভাববেন না ?
এটাও ভাবতে হবে যে, সে মানুষ ঠকিয়ে কিংবা ধর্মীয় ভুলভাল ব্যাখ্যা দিয়ে হলেও এগুলো সে অর্জন করতে পেরেছিল ।
এদেশে কতজনই তো কত ভাবে মানুষকে ঠকাচ্ছে, দেশকে ঠকাচ্ছে...
কেউ কি তাদের কিছু করতে পারছি ?
২৯ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৩৬
সাইন বোর্ড বলেছেন: মারা যাবার পরও তার প্রতি মানুষের যে ঘৃণা প্রকাশ পাচ্ছে, এটাও এক ধরণের শাস্তি । এরকম শাস্তি আরো অনেকের জন্যেই অপেক্ষা করছে....।
ধন্যবাদ ।
২|
২৯ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৪২
মোহামমদ কামরুজজামান বলেছেন: সবই এক রকম ।যা লাউ তা কদু।
যে যেভাবে পারছে সে ভাবেই লুটছে,আম জনতা অসহায়।
৩|
২৯ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৫২
কাজী ফাতেমা ছবি বলেছেন: এই ভন্ড লক্ষ ভন্ড তৈরী করে গেছে ![]()
৪|
২৯ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:০৬
নেওয়াজ আলি বলেছেন:
বাংলাদেশ প্রতিদিন লিখেছে কি দেখেন
৫|
২৯ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:০১
মেহেদি_হাসান. বলেছেন: এই ভন্ডকে গার্ড অব অনার দেয়া হবে? বা বা বাহ্
এরোকম পটকা মাছ দেশে অনেক আছে যে যেভাবে পারছে লুটছে।
৬|
২৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:৪৭
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: মারা যাবার পরও তার প্রতি মানুষের যে ঘৃণা প্রকাশ পাচ্ছে, এটাও এক ধরণের শাস্তি । এরকম শাস্তি আরো অনেকের জন্যেই অপেক্ষা করছে....।
ধন্যবাদ ।
দেশে দুষ্ট লোকের সংখ্যা অনেক বেড়ে গেছে।
৭|
৩০ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:২৩
পদ্মপুকুর বলেছেন: আশ্চর্যজনক বিষয় হলো- রাজধানীর প্রাণকেন্দ্রে এভাবে থাকার পরও কেউ এই পটকামাছের 'আঁশ'টাও ছিড়তে পারেনি...
©somewhere in net ltd.
১|
২৯ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:২৪
রাজীব নুর বলেছেন: তসলিমা নাসরিনকে দেশ থেকে বের করে দেওয়া হলো-
আর এই পটকা মাছের কোনো শাস্তি হলো না!!!!