নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

প্রথম কিস্তি ও পটকা মাছ

২৯ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:০৬

১। প্রথম কিস্তিঃ

পৌরসভা নির্বাচনের ফলাফল শোনার পর একজন ভোটার আরেকজন ভোটারকে বলল, বুঝলেন, যেই লাউ সেই'ই কদু । শুনেছি ব্যবসা করতে প্রতি অর্থবছরে একবার করে ট্রেড লাইসেন্স, ইআরসি, আইআরসি সহ আরো কিছু কাগজ-পত্র নবায়ন করতে হয় । দুঃখ, শুধু আয়ুটাকেই নবায়ন করা যায় না ।

অন্যজন বললঃ এ কথা বলার অর্থ কি ? আপনি তো আর ভোটে দাঁড়াননি, ভোট করেছেন কালু মোল্লা !

কিছুটা হতাশার সুরে এবার প্রথমজন বলল, তাই তো, আমার এসব কথা বলা মোটেই ঠিক হচ্ছে না । এখন থেকে চুপচাপ থাকব, আর কোন কথা বলব না ।

২। পটকা মাছঃ

ফেসবুকে ছবিটা আগেও দেখেছি - উপর দিক থেকে ফুলে উঠা একটা পটকা মাছের পাশে দেওয়ানবাগী পীরের ছবি ।

হঠাৎ উনি মারা যাবার পর তাকে নিয়ে আলোচনা কিংবা সমালোচনা যাই হোক না কেন, বার বার'ই চলে আসছে আলুটিলার মতো তার সেই বিশাল পেটের ছবি ।

আচ্ছা, একটা মানুষ কি শুধু খেয়েই এত বড় একটা পেটের অধিকারী হতে পারে ? আপনার কি মনে হয় ?

তার হাজার হাজার ভক্ত, আশেকান, খেদমতকার, ধন-দৌলত, সুখ-শান্তি, আরাম-আয়েশের কথা ভাববেন না ?

এটাও ভাবতে হবে যে, সে মানুষ ঠকিয়ে কিংবা ধর্মীয় ভুলভাল ব্যাখ্যা দিয়ে হলেও এগুলো সে অর্জন করতে পেরেছিল ।

এদেশে কতজনই তো কত ভাবে মানুষকে ঠকাচ্ছে, দেশকে ঠকাচ্ছে...

কেউ কি তাদের কিছু করতে পারছি ?

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:২৪

রাজীব নুর বলেছেন: তসলিমা নাসরিনকে দেশ থেকে বের করে দেওয়া হলো-
আর এই পটকা মাছের কোনো শাস্তি হলো না!!!!

২৯ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৩৬

সাইন বোর্ড বলেছেন: মারা যাবার পরও তার প্রতি মানুষের যে ঘৃণা প্রকাশ পাচ্ছে, এটাও এক ধরণের শাস্তি । এরকম শাস্তি আরো অনেকের জন্যেই অপেক্ষা করছে....।

ধন্যবাদ ।

২| ২৯ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:৪২

মোহামমদ কামরুজজামান বলেছেন: সবই এক রকম ।যা লাউ তা কদু।

যে যেভাবে পারছে সে ভাবেই লুটছে,আম জনতা অসহায়।

৩| ২৯ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: এই ভন্ড লক্ষ ভন্ড তৈরী করে গেছে :(

৪| ২৯ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৪:০৬

নেওয়াজ আলি বলেছেন: বাংলাদেশ প্রতিদিন লিখেছে কি দেখেন

৫| ২৯ শে ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:০১

মেহেদি_হাসান. বলেছেন: এই ভন্ডকে গার্ড অব অনার দেয়া হবে? বা বা বাহ্

এরোকম পটকা মাছ দেশে অনেক আছে যে যেভাবে পারছে লুটছে।

৬| ২৯ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:৪৭

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: মারা যাবার পরও তার প্রতি মানুষের যে ঘৃণা প্রকাশ পাচ্ছে, এটাও এক ধরণের শাস্তি । এরকম শাস্তি আরো অনেকের জন্যেই অপেক্ষা করছে....।

ধন্যবাদ ।

দেশে দুষ্ট লোকের সংখ্যা অনেক বেড়ে গেছে।

৭| ৩০ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১০:২৩

পদ্মপুকুর বলেছেন: আশ্চর্যজনক বিষয় হলো- রাজধানীর প্রাণকেন্দ্রে এভাবে থাকার পরও কেউ এই পটকামাছের 'আঁশ'টাও ছিড়তে পারেনি...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.