নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

জিয়াউর রহমানের \'বীর উত্তম\' খেতাব বাতিলের ইস্যুটি নিয়ে আসা এখনি কেন দরকার পড়ল ?

১২ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:৪১


আল জাজিরার রিপোর্টের উপর আলোচনা থামছে না বলে জামুকা যে, জিয়াউর রহমানের 'বীর উত্তম' খেতাব বাতিলের ইস্যুটি নিয়ে আসতে পারবে না, এমন কোন কথা নেই । পারবে ।

এমনিতেই জিয়ার দল বিএনপি দীর্ঘ বছর ক্ষমতার বাইরে এবং তাদের দলীয় কার্যক্রমও অনেকটা ক্ষয়ে যাওয়া নদীর মতো, ঝিরি ঝিরি । এই জল আছে তো এই নেই । তার উপর নেতা-কর্মীরাও সব গর্তবাসী । শীত, গ্রীষ্ম, বর্ষাতেও তাদেরকে সেখান থেকে বের হতে দেখা যায় না ।

এ অবস্থায় জিয়াউর রহমানের 'বীর উত্তম' খেতাবটি বহাল রাখা ক্ষমতাসীন দলের অনেকটা দয়ার উপর নির্ভর করে । তারা এখন আর সে দয়া দেখাতে চাচ্ছে না । বিজ্ঞ আইন মন্ত্রীও বিজ্ঞতার সাথে বলে দিয়েছে, জিয়ার 'বীর উত্তম' খেতাব বাতিলে আইনি কোন বাঁধা নেই ।

অতএব, আশা করা যায় খুব শীঘ্রই জিয়াউর রহমানের 'বীর উত্তম' খেতাবটি বাতিল হচ্ছে ।

এরপর হয়ত বিএনপির কিছু চেলা, পুঁটি কয়েকদিন হাউকাউ করবে, নিশি রাতে কেউ কেউ টক শোতে এসে টেবিল কাঁপাবে, ফেসবুকে কেউ কেউ প্রতিবাদ করবে; কিন্তু তাতে কোন লাভ হবে না । শাসক দল এসব পরোয়া করে না । কারণ, আপনি না চাইলেও তারা এখন সব ক্ষমতার অধিকারী ।

তাই, আম-পাবলিকের কাজ শুধু দেখে যাওয়া, কোন প্রতিবাদ করা নয় ।

মন্তব্য ২৫ টি রেটিং +০/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ১২ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:০৯

ভুয়া মফিজ বলেছেন: নাম বদল, পদক বাতিল, ইতিহাস বিকৃতি......এসব ইস্যু তোলাই হয় অন্য বড় কোন ইস্যুকে ডাইভার্ট করার জন্য। সরকার যে জনগনকে বেকুব মনে করে, এটা তো নতুন কোন বিষয় না। নাই কাজ, তো খই ভাজ!! আসল কামের খবর নাই.....আজাইরা কামে ব্যস্ত!!! B:-)

১২ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:১৩

সাইন বোর্ড বলেছেন: এভাবেই যায় যত দিন, যাক না...

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:০৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আগামী বড় কোন ইস্যু, ট্রাম্প কার্ড জিয়ার মাজার।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:২৭

সাইন বোর্ড বলেছেন: কিন্তু তার আগে আরো বড় কোন ইস্যু আসতে হবে ।

৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৪৩

জগতারন বলেছেন:
এর আর এক কারন হতে পারে তারেকের কারসাজি আছে আল জাজিরার
সম্প্রতি বাংলাদেশের প্রসংগ নিয়া ঘাটা ঘাটি।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:২৬

সাইন বোর্ড বলেছেন: শেষ শান্তনা, কমন ডাইলগ ।

৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৫৭

নতুন বলেছেন: জনগনকে ব্যস্ত রাখার ধান্দা আর কি।

কিন্তু জিয়াউর রহমানের খেতাব বাতিল সম্পূণ ভুল সিদ্ধান্ত।

এটা করলে অন্যরা ক্সমতায় আসরে অনেক পদবি, খেতাব বাতিল হবে।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:২৫

সাইন বোর্ড বলেছেন: সুযোগ কেন হাতছাড়া করবে ? বেগম পাড়ায় কি কম সম্পত্তি ?

৫| ১২ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৫৯

ঢাবিয়ান বলেছেন: বিএনপিরে গর্তে ঢুকিয়ে এই সরকার ভাল একটা কাজ করেছে। বিএনপি আর জিয়া এক জিনিষ নয়। জিয়ার অবস্থান মানুষের মনে। খেতাবের অনেক উর্ধে সেই অবস্থান।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:২৩

সাইন বোর্ড বলেছেন: শুধু মনের জায়গা দিয়ে বাস্তবের জয় অসম্ভব ।

৬| ১২ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:২৯

চাঁদগাজী বলেছেন:



খেতাবটা স্বাধীনতা যুদ্ধের, জামত-বিএনপি'র লোকেরা স্বাধীনতার বিপক্ষে যুদ্ধ করেছে ও ইহার বিরোধীতা করেছিলো; কোন মুক্তিযোদ্ধার ব্যাপারে তাদের মতামত ১৯৭১ সালের থেকে বদলায়েছে?

১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:২১

সাইন বোর্ড বলেছেন: জামাতের কথা আলাদা, বিএনপি মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল, এটা কোথায় পেয়েছেন ?

৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:৩০

চাঁদগাজী বলেছেন:


জিয়াকে আপনি পছন্দ করেন মুক্তিযোদ্ধা হিসেবে, সামরিক শাসনকর্তা হিসেবে, নাকি শেখ সাহবের হত্যাকারী হিসেবে?

১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:১৯

সাইন বোর্ড বলেছেন: আমি কাকে কি হিসাবে পছন্দ করি, সেটা আপনাকে কেন বলতে হবে ?

৮| ১২ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:৩৪

নেওয়াজ আলি বলেছেন: খেলা শিখাতেছে । বাংলাদেশে বিএনপি খেলবে ভবিষ্যতে

১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:১৮

সাইন বোর্ড বলেছেন: তাতো বটেই, তই ভবিষ্যৎ কুয়াশাচ্ছন্ন ।

৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ১২:৫০

রাজীব নুর বলেছেন: একবার বিএনপি ক্ষমতায় এলে আওয়ামীলীগের খবর আছে।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:১৬

সাইন বোর্ড বলেছেন: এরকমটা হলেও আশা করি আপনি নিরাপদে থাকবেন ।

১০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৬:৪৮

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: জিয়ার অনেক বিতর্কিত কাজকর্মের কারণে তার প্রতি অনেকের অসন্তোষ থাকতে পারেই। কিন্তু একজন ব্যক্তি যেহেতু মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, তার খেতাব নিয়ে টানাটানির মতো উদ্দেশ্যপ্রণোদিত নোংরা কর্মকান্ডকে সমর্থন করে মুক্তিযুদ্ধকে কি মহিমান্বিত করা হচ্ছে ? আর যেখানে এই কাঁদাচুড়াছুড়ির নেতৃত্ব দিচ্ছে গুন্ডা শাহজাহান খানের মতো একটি তস্কর !

১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:১৫

সাইন বোর্ড বলেছেন: এটা করেও যদি দৃষ্টিকে অন্য দিকে ঘোরানো যায় আর কি । ধন্যবাদ ।

১১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ ভোর ৬:৫০

নুরুলইসলা০৬০৪ বলেছেন: কখন আনা উচিত বলে আপনি মনে করেন?

১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:১৪

সাইন বোর্ড বলেছেন: আমার মনে করার কিছু যায় আসেনা, এদেশে কত বছর ভোট দিতে পারেন নাই, হেইডা কন । ধন্যবাদ ।

১২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ৯:১২

এমেরিকা বলেছেন: এই খেতাবটি এখন মুরগি চোরা শাহরিয়ার কবিরকে দেবার জোর দাবি জানাচ্ছি।

১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১১:১২

সাইন বোর্ড বলেছেন: মুরগি চুরি এবং মুক্তিযোদ্ধার প্রমাণ হাজির করুণ, তারপর কোনটা তাকে দেওয়া যায় বিবেচ্য হবে । ধন্যবাদ ।

১৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৩০

এমেরিকা বলেছেন: মুরগি চুরির ব্যাপারে এই লিঙ্কে গেলে Role in the liberation war শিরোনামে তার মুরগি চুরি এবং মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালনের প্রমাণ পাবেন। এবার দরকার বীরোত্তম খেতাব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.