নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

অটোপাশ

১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ সকাল ১০:৪৪


২০২০ এর সব চেয়ে আলোচিত শব্দ ছিল করোনা ভাইরাস, আইসোলেশন, লকডাউন শব্দগুলো । যা এখনো চলমান । অথচ এই শব্দগুলো আগে পৃথিবীর অন্যান্য দেশের মানুষও সেভাবে শোনেনি । আর বাংলাদেশে তো নয়'ই ।

তবে ২০২০ এর একেবারে শেষের দিকে এসে এর সাথে আরো একটি শব্দ যুক্ত হয়ে পরিচিত এবং জনপ্রিয় হয়ে উঠেছে । আর তা হলো অটোপাশ শব্দটি । এই শব্দটির ব্যবহার বেশ পুরানা হলেও করোনার কল্যাণে এর খ্যাতি এবং বিস্তার দুটোই বেড়েছে । বিশেষ করে শিশু, কিশোর, তরুণ, তরুনি, যুবাদের মাঝে । তারা এই শব্দটিকে একেবারে লুফে নিয়েছে । কারণ বিগত এক বছরে কোন পড়াশোনা নেই, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ, বালিশে হেলান দিয়ে সারাক্ষণ মোবাইল চালানো কখনো গায়ে হাওয়া লাগিয়ে ইচ্ছে মত ঘুরে বেড়ানোর পরও বছর শেষে ফুলের মালা আর মিষ্টির প‌্যাকেট নিয়ে হাজির হয়েছে অটোপাশ । এই চেয়ে মজার আর কী হতে পারে !

তাই, করোনা ভাইরাস, আইসোলেশন, লকডাউন এসব শব্দগুলোকে ছাপিয়ে 'অটোপাশ' শব্দটিই এখন বেশি জনপ্রিয় এবং আদরনীয় শব্দ ।

সতর্কীকরণঃ এর সাথে কেউ যেন আবার ভোট ছাড়া অটো পাশের কথা ভাইবেন না । কারণ, ইতোমধ্যে বিএনপির আন্ধার ঘরে তেল ছাড়া বাতি রিজভি সাহেব আমাদের প্রধান মন্ত্রীকেও অটোপাশ প্রধান মন্ত্রী বলেছে ।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৪৯

অক্পটে বলেছেন: ১৯৭২ সালেও এমন এক অটোপাশ হয়েছিল।

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ২:৪৭

রাজীব নুর বলেছেন: খুব পরিশ্রম করেই লেখাপড়া করেছি। অটোপাশ আমার পছন্দ না।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:১০

সাইন বোর্ড বলেছেন: সবার কপালে কী আর অটোপাশ থাকে ? বেঁচে থাকার জন্য হলেও মাথায় কিছু মাল-মসলা দরকার, অটোপাশে তা পাওয়া যায় না । ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.