নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

বসন্ত একটা ঋতু কিন্তু বিশ্ব ভালবাসা দিবসে এসে ইহা একটি গুটি বসন্ত রোগও

১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৩৬


শহরে পাওয়া যাবে না বলে গ্রাম, পাড়া, মহল্লা ঘুরলাম । কোথাও শিমুল, পলাশ পেলাম না । মাঠে সর্ষে ফুলেও দানা এসে গেছে । চারিদিকে শুধু শুকনো পাতা ঝরার দিন ।

তবে, অবশেষে আমের মুকুলে এসে পেলাম বসন্ত । আহা, কী সুন্দর আমের মুকুল ! কিন্তু এগুলোও তো আরো আগে গাছে আসার কথা ছিল ! তার মানে আমের মুকুলও কি আর আগের মতো সময়ের জায়গায় নেই ?

এখন আমের মুকুল গুলোকেও আর বসন্তের মতো রঙিন মনে হচ্ছে না । মনে হচ্ছে এগুলো গুটি বসন্ত রোগের মতো । কারণ এর পরতে পরতে ঢুকে গেছে বিশ্ব ভালবাসা দিবসের নামে গুটি পোকা রোগ ।

দড়ি ছেঁড়া গরুর মতো অনেকেই হয়ত আজ বাইরে বেরিয়ে বেপরোয়া হয়ে উঠবে, চিঁপায় চাঁপায় ঢুকে শরীরের বাঁধনও খুলে দেবে, ডাহা ডাহা ভালবাসার সুধা পান করবে । সমস্যা নেই, তবে সাবধান সাথে হেলমেটও যেন থাকে !

গত সন্ধ্যার পর থেকে হাই স্পিডে ড্রাম বাজছে, একটা নয় তিনটা, ডিজে, ঝাকানাকা, তাহেরীর ও মুর্শিদ তোর লাইগারে । আমার খাটনির শরীর, কখন ঘুমিয়ে পড়েছি, মনে নেই । সকালে ড্রামের শব্দে ঘুম ভাংগল । বসন্তের প্রথম দিনে শুরু হলো ভালবাসার - প্রেমের আগুনে জ্বলে গেলাম স্বজনী গো, সেই আগুন চোখে দেখলাম না । অবশ্যই ডিজে মোডে ।

আমার বাসার চারদিকে দোয়েল, কোকিল, বাবুই আর শালিকের বাস । কিন্তু আজ সকাল থেকে ওদেরকেও খুব একটা চোখে পড়ছে না । কোন চিঁপা, চাঁপায় ঢুকে ওরাও আজ বসন্তের প্রথম দিনে বিশ্ব ভালবাসা দিবস পালন করছে কি না, কে জানে !

মন্তব্য ৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৫৩

এম. হাবীব বলেছেন: দোয়েল, কোকিল, বাবুইরাও আজ চিপা, চাপায় ঢুকে ভালোবাসা দিবস পালন করছে!! :D :D
ফাগুনের শুভেচ্ছা জানবেন।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:০৩

সাইন বোর্ড বলেছেন: পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:০২

পদ্মপুকুর বলেছেন: বড্ড বাইচ্যা গেছি, আমার বাসা এক মহল্লার শেষ মাথায়, তারপরেই লেক (বড় সাইজের নর্দমা)। সুতরাং ভালোবাসা তাই অন্যকোথাও চায়ের কাপে নিজের সাম্রাজ্য নিজেই গড়ছে...। এখানে ডিজে ফিজের সাউন্ড নাই।

১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:০৭

সাইন বোর্ড বলেছেন: আপনি ভাগ্যবান, তাই শব্দ দূষণ থেকে বেঁচে গেছেন ।

বসন্ত দিনের শুভেচ্ছা ও শুভ কামনা রইল ।

৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৩৮

নেওয়াজ আলি বলেছেন: কী বলেন গ্রামে শিমুল ফুল নাই। আমার এই দিকে এইটাকে তুলা ফুল বলে অভাব নাই । মাঠ ভরা সরিষাও আছে হিন্দু বাড়ি ভরা গেন্দা, জবা আরো আরো ফুল আছে

৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৩:৩৩

মপোতোস বলেছেন: গ্রামে গেলে বসন্তকে যথাযথভাবে উপলব্ধি করা যায়।

৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৪:৪৬

রাজীব নুর বলেছেন:

আপনার জন্য।

৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৩৮

মোঃ মাইদুল সরকার বলেছেন:
গুটি বসন্তের মত ইহা আমাদের তরুন-তরুনীদের গ্রাস করিয়াছে তাইতো এত উন্মাদনা আর চিপায়-চাপায় ভীর।

হইা থেকে বাচিবার উপায় বাতলানো আবশ্যক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.