নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
এখন বাড়িওয়ালারা যদি বলে- কোন লাভ নাই, বাসা খালি রাখব তবু এক মাসের ভাড়া মৌকুফ করব না ।
কেন করবে ?
গত বছরও এরকমটা শুনেছিলাম অমুক মন্ত্রী বাড়িওয়ালাদেরকে নির্দেশ নিয়েছে, তারা যেন ভাড়াটিয়াদের দুই মাসের বাড়িভাড়া মৌকুফ করে দেয় । পরে এসব নিউজের কোন সত্যতা পাওয়া যায়নি ।
অবশেষে তিন মাস পর ব্যাচেলর ভাড়াটিয়া গ্রাম থেকে ফিরে এসে দেখেছে বাড়িওয়ালা তার ঘরের সব আসবাবপত্র বিক্রি করে দিয়ে ভাড়া না পাওয়ার জ্বালা মিটিয়ে সে ঘরে নতুন ভাড়াটিয়া উঠিয়েছে । আর তার সারা জীবনের অর্জিত সাধের সার্টিফিকেটগুলো ময়লার ঝুড়ি থেকে চলে গেছে সিটি করপোরেশনের গাড়িতে ।
সেতো আর ঢাকা শহর ও তার আশেপাশের সব ময়লাপট্টিতে খুঁজে তার সাধের সার্টিফিকেটক গুলোকে ফিরে পাবে না: তাই কেঁদে-কেটে কোন এক অভাগা মিডিয়ার ক্যামেরার সামনে সে কথা বলেছিল ।
গতকাল পত্রিকায় দেখলাম 'ভাড়াটিয়া পরিষদ' নামের একটি সংগঠন এক মাসের বাড়িভাড়া মৌকুফ করার জন্য সরকার ও বাড়িওয়ালাদের প্রতি আহবান জানিয়েছে । এখন তারা মানবিক বিবেচনায় এটা বুঝলে তো বুঝপাতা আর না বুঝলে কিন্তু একেবারে তেজপাতা !
তাই ব্যাচেলর ভাইদের বলছি, গ্রামে যাওনের সময় আপনাদের সোনালি অর্জণটুকু মানে সার্টিফিকেট গুলোকে অন্তত যেন বগলদাবা করে নিয়া যাইয়েন ।
তা না হলে শেষে কিন্তু কেঁদে-কেটে চোখের জলে নাকের জলে করেও কোন উপায় থাকবে না; অভাগা মিডিয়াকেও তখন খুঁজে পাওয়া যাবে না আপনার আর্তনাদকে ফোকাস করার জন্য ।
১৩ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:২৭
সাইন বোর্ড বলেছেন: শোনে তবে ভাড়া কমানোর কথা শুনলেই কেবল কবি নিরব হয়ে যায় ।
২| ১২ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:৫৯
রাজীব নুর বলেছেন: সরকার কি এক মাস বিদ্যুৎ বা গ্যাস বিল নিবে না? না দেওয়ার কি কোনো অপশন আছে? তাহলে বাড়িওলা কেন মানবেন?
১৩ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:২৫
সাইন বোর্ড বলেছেন: বাড়িওলার মানার কোন দরকার নাই, শুধু ভাড়াটিয়ারা ঢাকা শহর ছেড়ে গেলেই তো হলো ।
প্রতি মাসে ছ্যাপ দিয়ে টাকা গোনা কি কম কষ্টের ?
৩| ১২ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:২৬
মরুভূমির জলদস্যু বলেছেন: রাজীব নুর ভাই কি বাড়ি ভাড়া পান নাকি!!!
সকলে ভুলে যায়, বাড়িওয়ালাদের খরচের খাত ভাড়াটিয়ার খরচের খাতের চেয়ে সংখ্যায় এবং আকারে বেশী ও বড় হয়।
১৩ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:২৪
সাইন বোর্ড বলেছেন: আপনার নুর ভাই ব্লগ লিখতে লিখতে কিবোডের ছাল-বাকলাও নাকি তুলে ফেলেছে, বাড়িভাড়ার মতো অলস টাকা না আসলে কি আর সেটা সম্ভব ?
ভাড়াটিয়া, বাড়িওয়ালা সবাই দুধে-ভাতে থাকুক । ধন্যবাদ ।
৪| ১২ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:৩২
সিগনেচার নসিব বলেছেন: জাতীয় ক্রাইসিস চলে, মানবতা বিপন্ন! কিসের কি? যে যার মতো ব্যবসা করে নিচ্ছে কার কথা কে শুনে
১৩ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:১৯
সাইন বোর্ড বলেছেন: সেটাই আর কি, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত, কেউ কারুর দিকে খেয়াল করার সময় নাই ।
৫| ১২ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৪৯
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
সকলের বাড়ি ভাড়া মাফ করা উচিৎ নয়। বরং, এটা ভুল হবে।
আমার মনে হয়, যাদের আয় নেই তাদের ভাড়া মাফ করা যেতে পারে।
১৩ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:১৮
সাইন বোর্ড বলেছেন: তাদেরকে তো বাড়িওলারা এমনিতে সু-নজরে দ্যাখে না, ভাড়া মাফ করবে ? মনে হয় না ।
৬| ১২ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:৩০
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লকডা্উনে ঢাকা টাউনে বাস ভাড়া বাড়ে
তরকারীর দাম, চাল ডাল নুন চিনির দাম
বাড়ে !! সবার দাম বাড়লে বাড়ি ভাড়া
কমবে্ কেন?
১৩ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:১৬
সাইন বোর্ড বলেছেন: বাড়ি ভাড়া কমানোর কোন দরকার নাই, ভাড়াটিয়ারা গ্রামে চলে যাবে ।
ভাড়াটিয়া নাই, ভাড়াও নাই, সবকিছু তখন ফকফকা
প্রতি মাসে ছ্যাপ দিয়ে টাকা গোনা কি কম কষ্টের ?
৭| ১৩ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:৩০
মরুভূমির জলদস্যু বলেছেন: লেখক বলেছেন: বাড়িওলার মানার কোন দরকার নাই, শুধু ভাড়াটিয়ারা ঢাকা শহর ছেড়ে গেলেই তো হলো ।
সেই ক্ষেত্রে অফিস, ব্যবসা প্রতিষ্ঠান ইত্যাদিও ঢাকা থেকে সরাতে হবে।
১৩ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:৩৭
সাইন বোর্ড বলেছেন: ছাড়বে কি আর ভাই অল্প সাধে ?
অফিস আদালত জায়গা মতোই থাকবে শুধু বেঁচে থাকাটাই মনে হয় আবারও খুব কঠিন হয়ে যাচ্ছে ।
পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১| ১২ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:৪৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
কার দাবী কে মানে !
বাড়িআলা কানে কম শুনে্ !!