নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
১)
হাত বাড়িও না, ধরতে পারব না
অপেক্ষা করো
নয়তো নক্ষত্র হয়ে যাব ।
২)
কাল সকালে বৃষ্টি হবে
তুমি গরমের নদীতে হাবুডুবু খাও
তবে সর্দিজ্বর বাঁধিও না ।
৩)
তোমাকে কি বেরুতেই হবে
ইটের বাগান পেরিয়ে
এই গনগনে রোদে ?
তারচেয়ে বরং আসোলেশন দীর্ঘ করো
মৃত চোখগুলো জেগে উঠুক কার্তিকের মাঠে ।
১৩ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:৩৩
সাইন বোর্ড বলেছেন: ঠিকই ধরেছেন, আবার সেই করোনা আবার সেই অখণ্ড অবসর । এর বাইরে আপাতত চিন্তা করা কঠিন ।
অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।
২| ১৩ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:০৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো
১৪ ই এপ্রিল, ২০২১ সকাল ১০:৫৯
সাইন বোর্ড বলেছেন: পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।
৩| ১৩ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:৪১
কবীর হুমায়ূন বলেছেন: ভালো লাগা। শুভ কামনা।
১৪ ই এপ্রিল, ২০২১ সকাল ১০:৫৯
সাইন বোর্ড বলেছেন: পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।
৪| ১৩ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:৫৪
রাজীব নুর বলেছেন: ভালো।
১৪ ই এপ্রিল, ২০২১ সকাল ১০:৫৮
সাইন বোর্ড বলেছেন: পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।
৫| ১৩ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:০১
মরুভূমির জলদস্যু বলেছেন: কাল সকালে বৃষ্টি হবে
তুমি গরমের নদীতে হাবুডুবু খাও
তবে সর্দিজ্বর বাঁধিও না ।
বেশ তো!!
১৪ ই এপ্রিল, ২০২১ সকাল ১০:৫৭
সাইন বোর্ড বলেছেন: পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১| ১৩ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:২৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন:
মৃত চোখগুলো জেগে উঠুক কার্তিকের মাঠে - খুব সুন্দর
প্রতিটার পেছনেই করোনা লুকানো আছে বলে মনে হলো।
ভালো লাগা রইল।