নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

মুভমেন্ট পাস

১৪ ই এপ্রিল, ২০২১ সকাল ১০:৪৩


খুব দ্রুত বেগে হেঁটে যাচ্ছিল হেকমত আলী, পুলিশ তাকে বাঁধা দিয়ে বলল - বাইরে কেন বের হইছিস ?
- শুকনামরিচ কেনার জইন্যে
- বাসায় কাঁচামরিচ নাই ?
- জ্বে, আছে
- তাহলে লকডাউনের মধ্যে কেন রাস্তায় বের হইলি ?
- স্যার (কাঁচুমাচু করে), আমার বউয়ের মুখে পাঁচ দিন হইল খাওয়ার কোন রুচি নাই । ও শুকনামরিচ দিয়া খুব ঝাল কইরা শুটকি ভর্তা খাইতে চাইছিল
- গতকাল কেন এনে রাখলি না ?
- বউ আমার সকাল বেলায় কইছে স্যার
- সব মিথ্যে কথা, সত্য বল, তা না হলে জরিমানা করব
- আমি হাচাই কইছি স্যার

এরমধ্যে হঠাৎ আরেকজন পুলিশ সদস্য অনেকটা চড়া গলায় বলল - এই ব্যাটা, মুভমেন্ট পাস দেখা, দেখা বলছি ?

একথা শুনে হেকমত আলী ঠিক বুঝে উঠতে পারল না হেইডা আবার কি জিনিস, সেতো বাবার জনমেও এরকম কিছুর নাম শোনেনি । তাই, পুলিশ সদস্যের মুখের দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল আর ভাবতে লাগল - পাঁচ দিন ধরে বউ আমার কিছু খাইতে পারেনা, ওর করোনা হয়নি তো !

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:১৯

জুন বলেছেন: আচ্ছা প্রিন্ট আউট করে যে নিবো তা সবার তো প্রিন্টার থাকে না , দোকান বন্ধ । কাল ভ্যাক্সিনের ডেট । ড্রাইভার দূরে থাকে সে আসবে কেমনে ? তাকে ম্যুভমেন্ট পাসের কথা বলা হলো যে তাকে আমাদের বাসায় আসতে একটা পাশ লাগবে নিজ বাসায় যাইতে একটা কিন্ত সে গর্দভের মত এক গাদা প্রশ্ন করলো । এদেশের আপামর জনগন এখনো এইসব ডিজিটাল কাজ কারবার শিখলো না আফসুস /:)

১৪ ই এপ্রিল, ২০২১ রাত ১০:০০

সাইন বোর্ড বলেছেন: দিন শেষে এই মুভমেন্ট পাসের খেলা লইয়া অনেকের অভিজ্ঞতার কথা জানলাম, প্রাইভেট গাড়ি নিয়া বেরুলেও নিস্তার নাই, খাড়ার উপর মামলা । এটাও এক ধরণের ধান্দাবাজি ।

দেখাযাক, আগামিকাল কী হয় ।
ধন্যবাদ ।

২| ১৪ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:৪৭

অক্পটে বলেছেন: মুভম্যান্টপাস কত কইরা বিক্রি হয়। এই জিনিস আনতে কত টেহা ঘুষ লাগে দয়া কইরা জানাইবেন।

১৪ ই এপ্রিল, ২০২১ রাত ৯:৫৬

সাইন বোর্ড বলেছেন: কোন টেহা লাগেনা, তই পুলিশের ওয়েবসাইটে ঢুইক্কা আবেদন করতে হয়, কিন্তুক সেহানে নাকি হকল সময় টেরাফিক জ্যাম লাইগগাা থাকে ।
ধন্যবাদ ।

৩| ১৪ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:৪৬

রাজীব নুর বলেছেন: ্মুভমেন্ট পাস জাস্ট ফাজলামো।

১৪ ই এপ্রিল, ২০২১ রাত ৯:৫৩

সাইন বোর্ড বলেছেন: বলা নেই কওয়া নেই, মুভমেন্ট পাস চাই । বাঙালি যেন এলিয়েন ।
ধন্যবাদ ।

৪| ১৪ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:৫৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
শুনেছি বাইরে যাবার বেলায় যেমন মুভমেন্ট পাসলাগে
তেমনি ফিরবার বেলায়ও লাগে। একটা যোগার করতেই
মাথার ঘাম পায়ে পড়ে সেখানে দুই দুইটা পাস !!
যাওয়ারটা আছে আসারটা নাই
কি যে হবে কত জানি বাঁশ খাই

১৪ ই এপ্রিল, ২০২১ রাত ৯:৫২

সাইন বোর্ড বলেছেন: সাথে প্রাইভেট গাড়ি থাকলেই মামলা, তারপর ফেলো কড়ি মাখো তেল ।
ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.