নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

বিটিভিতে প্রথম একটা পরিপূর্ণ সিনেমা দেখা এবং নায়িকা কবরী

১৭ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:৫০


যখনকার কথা বলছি তখন আমাদের গ্রামে কোন টিভি ছিল না । হঠাৎ একদিন শুনলাম নাটনাপাড়ার জসিম উদ্দিনের বাড়িতে সাদাকালো একটা টিভি এসেছে এবং সেটি বার ভোল্টের ব্যাটারি দিয়ে চালাতে হয় । আর সেটা চার্জ দিয়ে আনতে হয় ৫/৬ মাইল দূরে বামুন্দি অথবা দৌলতপুর থেকে । একবার চার্জ দিয়ে আনলে আট থেকে দশ দিন পর্যন্ত টিভি চালানো যায় ।

তখন টিভি বলতে ছিল শুধু বিটিভি । তবে আমাদের গ্রাম ভারত সীমান্তের অনেকটা কাছাকাছি হওয়ায় কোলকাতার ন্যাশনাল টিভিসহ আরো কয়েকটা বাংলা চ্যানেল আসত । কিন্তু সেগুলো দেখার জন্য বার বার এন্টিনা ঘোরাতে হতো এবং সেটাও ছিল একটা মহা ঝামেলার কাজ । কারণ একজন এন্টিনার বাঁশ ঘোরাতে হতো আর আরেকজন টিভির পর্দার দিকে তাকিয়ে ছবি পর্যবেক্ষণ করে বাঁশ ঘোরানিওয়ালাকে চিৎকার করে বলতে হতো ছবি ঠিকঠাক মত আসছে কিনা ।

এভাবেই শুরু হয়েছিল একটা বিদ্যুৎহীন গ্রামে আমার প্রথম টিভি দেখা ।

তো সেই জসিম উদ্দীনের বাড়ি আমাদের বাড়ির কিছুটা কাছাকাছি হওয়ায় মাঝে মাঝে লুকিয়ে চুরিয়ে আমিও যেতাম সেখানে টিভি দেখতে । তখন আসলে টিভিতে কি অনুষ্ঠান হচ্ছে সেটা বড় কথা ছিল না, টিভিতে ছবি দেখছি, সেটাই বড় কথা ।

তারপর আস্তে আস্তে অনেকের মত আমারও বিটিভির অনুষ্ঠান সম্পর্কে একটা ধারণা আসল । জানলাম প্রতি মাসের সম্ভবত শেষ বৃহস্পতিবার রাত আট'টার বাংলা সংবাদের পর একটা করে বাংলা সিনেমা প্রচার করে এবং সে সিনেমা অসংখ্য এ্যাডের কবলে পড়ে শেষ হতে হতে রাত প্রায় বার'টা বেজে যায় । আমি ছোট মানুষ, রাত বার'টা পর্যন্ত বাড়ির বাইরে থাকা সম্ভব না । তাই, দশ'টার পর ইংরেজি সংবাদ শুরু হলেই আমাকে বাড়ি চলে আসতে হতো । কারণ ইতোমধ্যে বড় ভাই আমাকে কয়েকবার ওখান থেকে ধরে বাড়িতে নিয়ে এসেছে ।

এরকমই এক বৃহস্পতিবার রাতে সিনেমা দেখছিলাম । ছবির নাম সম্ভবত পিতাপুত্র । পারিবারিক কাহিনী, পিতাপুত্রের সম্পর্কের টানাপোড়েন, পুত্রের ভালোবাসাকে মেনে নিতে পারছে না পিতা । আর এই ছবিরই নায়িকা ছিল কবরী । প্রথম দেখায় অসম্ভব ভাল লাগা । সেই ছোট মনেও দাগ কেটে গেল । সেদিন সিদ্ধান্ত নিলাম আজ পুরো ছবি না দেখে বাড়ি ফিরব না । কিছু মানুষের চাপাচাপির মধ্যে ঘাপটি মেরে বসে রইলাম । এরমধ্যে একবার লক্ষ্য করলাম, বড় ভাই আমার নাম ধরে ডাকছে, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তাকে । কিন্তু কোন সাড়াশব্দ না দিয়ে চুপ করে বসে রইলাম । অবশেষে আমাকে না পেয়ে বড় ভাই চলে গেল । এই প্রথম আমি পুরো সিনেমা দেখে শেষ করলাম । এ যেন এক অন্য রকম অনুভূতি !

এর অনেক বছর পর পাশের গ্রামে বন্ধুর বাড়িতে গিয়ে ওদের টিভিতে দেখলাম রাজ্জাক-কবরীর 'নীল আকাশের নিচে' ছবিটি । তখনো আমাদের গ্রামে বিদ্যুৎ আসেনি । তবে কেউ কেউ ব্যাটারি দিয়ে টিভি দেখা শুরু করেছে ।

এরপর নায়িকা কবরীর বেশ কয়েটা সিনেমা দেখা হয়েছে । ততদিনে জেনে গেছি মিষ্টি মেয়ে কবরী সম্পর্কে অনেক কিছু । শুধু জানা হয়েছিল না মিষ্টি মেয়ের এই নায়িকার জন্যে আমার ভেতরেও ভালবাসার একটা জায়গা ছিল । আজ ঘুম থেকে উঠে তার মৃত্যু সংবাদ পেয়ে সেটা উপলব্ধি করলাম ।

ওপারে ভাল থাকুক মিষ্টি হাসির প্রিয় নায়িকা ।







মন্তব্য ২৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:৫৮

শায়মা বলেছেন: ভালো থাকুক কবরী।

আমার ছোটবেলাতেও আমি তার সিনেমা দেখেছি। অনেকবার দেখাও হয়েছে সরাসরি তার সাথে। একে একে সবাই চলে যাচ্ছে। যেতেই হবে। তবে এইভাবে যাওয়াটাই কষ্টের।

১৭ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:০০

সাইন বোর্ড বলেছেন: সত্যিই কষ্টের, ভীষণ কষ্ট পেয়েছি আমি ।

ধন্যবাদ, ভাল থাকুন ।

২| ১৭ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:৫৯

রাজীব নুর বলেছেন: আমার মার সাথে কবরীর চেহার খুব মিল। বিশেষ করে কবরীর সাদা কালো সিনেমার সময়কার সময়।

১৭ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:০৪

সাইন বোর্ড বলেছেন: এ জন্যে আপনার চেহারও সুন্দর ।

এই করোনা কালেও নায়িকা কবরী অসংখ্য মানুষের ভালবাসা পাচ্ছে, এটা খুব ভাল লাগছে ।

ধন্যবাদ, ভাল থাকুন ।

৩| ১৭ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:১৪

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনি আমার সময়ের মানুষ।
কবরীর অনেক ছবি দেখেছি। উনার মৃত্যু সংবাদ শুনে কলিজায় মোচড় দিয়ে উঠলো। ওপারে ভাল থাকুন কবরী।

১৮ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:০১

সাইন বোর্ড বলেছেন: হ্যাঁ, দেখতে দেখতে বয়স তো আর কম হলো না ।

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৪| ১৭ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:১৫

মরুভূমির জলদস্যু বলেছেন: এমন অভিজ্ঞতা অনেকের ঝুলিতেই নেই।

১৮ ই এপ্রিল, ২০২১ সকাল ১১:০০

সাইন বোর্ড বলেছেন: আমারও মাঝে মাঝে এটা মনে হয় যে, আমরাই হয়ত শেষ প্রজন্ম, যারা এরকম অভিজ্ঞতাকে এখনো ধারণ করে আছি ।!

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৫| ১৭ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:১৯

নজসু বলেছেন:



কবরীর প্রথম ছবি দেখেছিলাম দর্পচূর্ণ। পরে আপনার মতোই নীল আকাশের নিচে। অনবদ্য অভিনয়, চাহনি আর মিষ্টি হাসি। আমাদের ছোটবেলাটা ছিলো শাবনুর, শাবনাজদের দৌরাত্ম। তখনও শুনতাম, দেখতাম তাদের দৌরাত্মে ঠিক রাজত্ব করে গেছে কবরী, ববিতা, শাবানারা।

আসলে কবরী, ববিতা, শাবানা এর চিরকালের সম্রাজ্ঞী।

কবরীর বিদেহী আত্মা শান্তি পাক। আপনাকে ধন্যবাদ এন্টেনা ঘোরাঘুরির সেই স্মৃতি মনে করিয়ে দেয়ার জন্য। ভালো থাকবেন।

১৮ ই এপ্রিল, ২০২১ সকাল ১০:৫৯

সাইন বোর্ড বলেছেন: আমাদের যুগেও মৌসুমী, শাবনুর'ই ছিল দাপুটে অভিনেত্রী । এদের ছবি সিনেমা হলে আসলেই মেস থেকে আমরা দল বেঁধে দেখতে যেতাম । কবরীর সিনেমা দেখা খুব ছোটবেলার স্মৃতি ।

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৬| ১৭ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:২০

নজসু বলেছেন:



কবরী, ববিতা, শাবানা এরা চিরকালের সম্রাজ্ঞী।

১৮ ই এপ্রিল, ২০২১ রাত ৮:৩২

সাইন বোর্ড বলেছেন: সেই সময়টাই ছিল আসলে বাংলা চলচিত্রের সোনালি যুগ ।

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৭| ১৭ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:১৮

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

চলচ্চিত্র অঙ্গনে জনপ্রিয় ও মেধাবী অভিনেত্রীু মিষ্টি মেয়ে
সারাহ বেগম কবরীর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত।
দক্ষ এই অভিনয় শিল্পী তার অসাধারণ অভিনয়ের জন্য দেশের
মানুষের কাছে অমর হয়ে থাকবেন কারন কবরী একজনই হয়।

১৮ ই এপ্রিল, ২০২১ সকাল ১০:৫৪

সাইন বোর্ড বলেছেন: আসলে সে নায়িকা ছিল বাংলা চলচিত্রের সোনালি যুগে । সে সময় মেধাবি নির্মাতা যেমন ছিল তেমনি দর্শকদেরও একটা রুচি ছিল ।

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৮| ১৭ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:১০

অধীতি বলেছেন: মিষ্টি মেয়ের ছবি বুদ হয়ে দেখেছি অনেকদিন। পরোলোক গমনের কাতারে শামিল হয়ে গেলেন তিনিও।

১৮ ই এপ্রিল, ২০২১ সকাল ১০:৫২

সাইন বোর্ড বলেছেন: করোনা কালের এই মহামারিতে কে যে কখন চলে যাবে, বলা মুশকিল !

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

৯| ১৭ ই এপ্রিল, ২০২১ বিকাল ৪:৪৯

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: এই করোনা কালেও নায়িকা কবরী অসংখ্য মানুষের ভালবাসা পাচ্ছে, এটা খুব ভাল লাগছে ।
ধন্যবাদ, ভাল থাকুন।

এটা ভালো লক্ষন। সব মানুষ এখনও অমানবিক এবং নিষ্ঠুর হয়ে উঠেনি।

১৮ ই এপ্রিল, ২০২১ সকাল ১০:৫১

সাইন বোর্ড বলেছেন: এখানে একটা বিষয় খেয়াল করতে হবে, সেটা হলো যারা তাকে স্মরণ করছে তাদের প্রায় সকলেই কিন্তু একজন মিষ্টি হাসির জনপ্রিয় নায়িকার কথা ভেবে, রাজনীতিবিধ হিসেবে নয় । সেটা করলে এই হিসেবটা হয়ত অন্য রকম হতো ।

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

১০| ১৭ ই এপ্রিল, ২০২১ রাত ৮:২৭

নেওয়াজ আলি বলেছেন: ভালো থাকুক পরপারে

১৮ ই এপ্রিল, ২০২১ সকাল ১০:৪৭

সাইন বোর্ড বলেছেন: কারো মৃত্যুর পর মানুষের কাছ থেকে এটুকুই তার প্রাপ‌্য ।

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

১১| ১৭ ই এপ্রিল, ২০২১ রাত ৯:২৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: পুরানা স্টাইলে বলতে মন চাইলো - আয় বাভুল বুকে আয়

হায় জীবন! একে একে
এভাবেই নিভে যায় দেউটি
রয়না কিছুই সহায় সম্পদ
রয়ে যায় শুধু স্মৃতিটি।।

১৮ ই এপ্রিল, ২০২১ সকাল ১০:৪৫

সাইন বোর্ড বলেছেন: করোনা কালের এই মহামারিতে কে যে কখন চলে যাবে, বলা মুশকিল !

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

১২| ১৮ ই এপ্রিল, ২০২১ সকাল ৯:৫২

মুজিব রহমান বলেছেন: আমরাও তাকে ভালবেসেছিলাম ও শ্রদ্ধা করেছিলাম। তার মিস্টি হাসির কথা কয়েক প্রজন্মই মনে রাখবে। আমার বাংলাদেশের সিনেমার তিনি এক উজ্জ্বল তারকা। গভীর শ্রদ্ধা।

১৮ ই এপ্রিল, ২০২১ সকাল ১০:৪৩

সাইন বোর্ড বলেছেন: হ্যাঁ, অনেকটা অকালেই চলে গেল মিষ্টির হাসির এই প্রিয় নায়িকা ।

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

১৩| ১৮ ই এপ্রিল, ২০২১ দুপুর ১:১৭

এস সুলতানা বলেছেন: আমার ও খুব প্রিয় ছিলেন। জানি সবাইকে একদিন চলে।যেতে হবে কিন্তু এভাবে উনাকে ভাবতে পারিনি। আল্লাহ উনাকে বেহেশত নসিব করুন। আমিন

১৮ ই এপ্রিল, ২০২১ রাত ৮:৩৫

সাইন বোর্ড বলেছেন: হ্যাঁ, অনেকটা অকালেই চলে গেলেন উনি ।

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

১৪| ১৮ ই এপ্রিল, ২০২১ বিকাল ৩:৩১

সভ্য বলেছেন: সুন্দর লিখেছেন। আমাদের সবারই কম বেশী এমনি একপেরিয়েন্স.কবরী আপু ভালো থাকুক, শান্তিতে থাকুক তার আত্মা।

১৮ ই এপ্রিল, ২০২১ রাত ৮:৩৮

সাইন বোর্ড বলেছেন: আসলে একটা সময় এরকমই ছিল যখন বিটিভি ছাড়া আর কিছু দেখার মত ছিল না । আর ঐ সময়টাও ছিল বাংলা চলচিত্রের সোনালী যুগ ।

অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.