নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

আংটি ও দাঁতের গল্প

১৯ শে এপ্রিল, ২০২১ সকাল ১০:৪৭


একজন উঠতি ধনী দামি পাথর বসানো স্বর্ণের আংটি পরে গেছে মাছের বাজারে । গিয়ে তার আংটি পরা আঙ্গুলটি উঁচিয়ে ধরে একজন মাছওয়ালাকে বলল, এই তোর মাছের দম কত ?

মাছওয়ালা লোকটা বেশ চালাক-চতুর একজন মানুষ ছিল । সেও চট করে ধরে ফেলল এই ব্যাটা আসলে মাছ কেনার বদলে আঙ্গুল উঁচিয়ে তার দামি আংটি প্রদর্শন করছে ।

তো মাছওয়ালা আবার কিছুদিন আগে তার মুখে একটা স্বর্ণের দাঁত লাগিয়ে এনেছিল । তাই, তৎক্ষনাৎ সে চিন্তা করল, দাঁড়া আমিও তোরে স্বর্ণ দেখাচ্ছি । সে মুখটা উঁচু করে ঠোঁট কেলিয়ে তার স্বর্ণের দাঁত দেখিয়ে বলল, আশি টাকা ।

বেচারা উঠতি ধনী ব্যক্তিটি এবার একটু লজ্জায় পড়ে গেল । তার এত দামি একটা আংটি আর সামান্য একজন মাছওয়ালা কিনা পাত্তই দিল না, বরং সে তার দাঁত কেলিয়ে স্বর্ণ দেখাল ?

চেতনার এই উঠতি বাজারে হঠাৎ চেতনা একটু মার খেলে কষ্ট লাগার'ই কথা

ওটা কিছু না !



মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে এপ্রিল, ২০২১ সকাল ১১:১২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: :D

১৯ শে এপ্রিল, ২০২১ সকাল ১১:১৫

সাইন বোর্ড বলেছেন: =p~

২| ১৯ শে এপ্রিল, ২০২১ দুপুর ১:১২

রাজীব নুর বলেছেন: পুলিশ ডাক্তার দুজনেই একটু সহনশীল এই ঘটনা ঘটতো না।

২২ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:২৫

সাইন বোর্ড বলেছেন: ক্ষমতা দুজনেরই আছে, কেন সহনশীল হবে ?

পড়া ও মন্তব্যের জন্য ধন্যবাদ ।

৩| ২০ শে এপ্রিল, ২০২১ সকাল ১১:৩৫

জুল ভার্ন বলেছেন: চমতকার উদাহরণ দিয়েছেন।

২২ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:২৫

সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.