নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
# নিদান বিরহ
অনেক হেঁটেছি আমি
জিরো পয়েন্ট থেকে কলাবাগান পর্যন্ত
লেকের নোংরা জলে সুগন্ধি মেখে
সেখানে ছিলাম আমরা
মুখোমুখি
তারপর অনেকটা সময় গেছে অপচয়ে
বুঝতে পারিনি
আমাদের আর দেখা হবেনা
ঘরবন্দী জীবনে
# দাঁতাল বাতাবি
আরেকটা কোপ দাও
তবু যুদ্ধক্ষেত্র থেকে পালাতে পারব না
বুক উঁচিয়ে দাঁড়িয়ে থাকব
তোমার নান্দনিক পতন দেখতে
২| ২০ শে এপ্রিল, ২০২১ বিকাল ৪:০৭
মা.হাসান বলেছেন:
মজা পাইসি।
অনেক ভালোলাগা।
৩| ২৭ শে এপ্রিল, ২০২১ সকাল ১০:২৭
খায়রুল আহসান বলেছেন: 'দাঁতাল বাতাবি' টা ছবিসহ দারুণ হয়েছে।
৪| ২৭ শে এপ্রিল, ২০২১ দুপুর ১২:০২
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো
©somewhere in net ltd.
১| ২০ শে এপ্রিল, ২০২১ দুপুর ১:১৪
রাজীব নুর বলেছেন: জিরোপয়েন্ট থেকে পায়ে হেঁটে কলাবাগান তো বেশ দূর।