নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

বিশ শব্দের গল্প-২

০২ রা জুন, ২০২১ দুপুর ১:২৩


১।
ছবি দেখে মেয়ে বলল - আব্বু, চলো আমরা সমুদ্রবন্দর দেখতে যাই
- কোথায় ?
- কুর্মিটোলায়
- ওখানে তো বিমানবন্দর
- জানোনা, গতকাল ওখানে সমুদ্রবন্দর হয়েছে ?

২।
কৃষকের ছেলে বড় জোর গাঁজা খেতে পারে। হাসানের বাবাও খেয়েছে। হাসান, চৌধুরীর ছেলে। তার LSD লাগে। বাবা ফ্যান্টাসির কি বোঝে?

৩।
ময়নার-মা গাভী পালে । স্বামী রিক্সা চালায় । রাতে মজা করে ঘুমায় ।

মনু মিয়ার সুখের শরীরেও ঘুম হয়না, ওদের দেখে হিংসা হয় ।

৪।
রুবিকে একটাই চিঠি দিয়েছিলাম । চিঠির কথা কেউ মনে রাখে ? আমার ফ্রেন্ডলিষ্টের চারজন রুবির একজনও মনে রাখেনি

আমি হুদাহুদি মনে রেখেছি ।


মন্তব্য ১৩ টি রেটিং +২/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০২ রা জুন, ২০২১ দুপুর ১:৩৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো

০২ রা জুন, ২০২১ দুপুর ১:৪১

সাইন বোর্ড বলেছেন: পড়া ও মন্তব্যের জন্য ধন্যবাদ ।

২| ০২ রা জুন, ২০২১ দুপুর ২:৩৬

মাহমুদুর রহমান সুজন বলেছেন: প্রতিটা গল্পই সুন্দর হয়েছে।

০৩ রা জুন, ২০২১ রাত ১০:০৪

সাইন বোর্ড বলেছেন: জেনে ভাল লাগল । অসংখ্য ধন্যবাদ ।

৩| ০২ রা জুন, ২০২১ বিকাল ৩:৩১

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
১ম গল্পেতো ২০ শব্দ নাই !!

ছবি দেখে মেয়ে বললো এই চার শব্দ গল্পের বাইরের

০৩ রা জুন, ২০২১ রাত ১০:০৩

সাইন বোর্ড বলেছেন: এই চার শব্দও গল্পের অংশ, এগুলো বাদ দেওয়া যাবে না ।

অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।

৪| ০২ রা জুন, ২০২১ বিকাল ৪:১৭

মরুভূমির জলদস্যু বলেছেন: আমার বাড়ির ভিরতটাও মাঝে মাঝে সমুদ্র বন্দর হয়।

০৩ রা জুন, ২০২১ রাত ১০:০২

সাইন বোর্ড বলেছেন: এসব নিয়েই আমাদের বসবাস ।

ধন্যবাদ, ভাল থাকুন ।

৫| ০২ রা জুন, ২০২১ সন্ধ্যা ৬:৫১

শাহ আজিজ বলেছেন: ক্ষুদ্র গল্পের সমাহার , ভাল লেগেছে ।

০৩ রা জুন, ২০২১ রাত ১০:০০

সাইন বোর্ড বলেছেন: অসংখ্য ধন্যবাদ, ভাল থাকুন ।

৬| ০২ রা জুন, ২০২১ সন্ধ্যা ৭:৪৫

শেরজা তপন বলেছেন: বেশ কঠিন এসব লেখালেখি-শব্দের দিকে বেশী খেয়াল হলে লেখার তাল কেটে যায়।
এরপরেও মুন্সীয়ানার ছাপ স্পষ্ট!!

০৩ রা জুন, ২০২১ রাত ৯:৫৬

সাইন বোর্ড বলেছেন: লিখতে গিয়ে আমিও সেটা টের পাচ্ছি, বিশেষ করে ভাবনায় গভীরতা আনতে গেলেই শব্দ সংখ্যা নিয়ে বেশি সমস্যায় পড়তে হচ্ছে ।

পড়া ও মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.