নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

২০ শব্দের গল্প-৩

০৩ রা জুন, ২০২১ রাত ৯:৫১


ছিনতাই//

পাশের সিটের হোমরা দু'জন লোক মফিজের দিকে চেয়ে বলল - শুনেছেন মন্ত্রীর মোবাইল ছিনতাই ?

মফিজ চমকে উঠে ব্যাগটাকে বুকে চেপে ধরল ।

করোনাকাল//

স্বামী মৃত । কিন্ডারগার্টেনে পড়িয়ে কোনরকমে চলছিল সংসার, ছেলেমেয়ের লেখাপড়া । করোনায় স্কুল বন্ধ । গতকাল বাড়িওয়ালা বাসা ছাড়তে বলেছে ।

রাহেলার দু'চোখে অন্ধকার ।

চিরায়ত হিংসা//

শিলার হিজাব-খোলা মুখ দেখার পর বান্ধবী রিয়াকে বললাম - শিলা দেখতে সত্যিই অসাধারন । রিয়া বলল - ওর না একবার বিয়ে হয়েছিল ।

উষ্ণতার ছন্দপতন//

যতক্ষণ রিক্সায় ছিল ততক্ষণ সেজুতির মাজা চেপে ধরে আগলে রেখেছিল রতন । বাসে উঠার পর ওদের দু'জনেরই মন খারাপ হয়ে গেল ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০২১ রাত ১০:১৬

আহমেদ জী এস বলেছেন: সাইন বোর্ড ,





করোনাকালের ছন্দপতনে ছিনতাইয়ের গল্প। এমন করে গল্প লেখায় চিরায়ত হিংসা উছলে উঠলো বলেই আমিও ঠিক ২০ শব্দের মন্তব্য করে ফেললুম । :P

০৩ রা জুন, ২০২১ রাত ১০:৩৩

সাইন বোর্ড বলেছেন: কথায় বলে, ওস্তাদের মার শেষ রাতে । কিন্তু প্রথম রাতেই চন্দ্র বিজয়, বিশ শব্দের উত্তরে ঘ্রাণ, ভাললাগায় মন উচাটন । সাধু সাধু । :>

২| ০৪ ঠা জুন, ২০২১ রাত ১২:২৪

জহিরুল ইসলাম সেতু বলেছেন: সীমিত কথায় চমৎকার বুনন আপনার। সত্যি অনন্য!!!

৩| ০৪ ঠা জুন, ২০২১ রাত ১:১৪

রাজীব নুর বলেছেন: ভাল লাগলো পোষ্ট টি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.