নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশা আছে বলে এখনো স্বপ্ন দেখি, নিজেকে নির্মাণ করার চেষ্টা করি প্রতিনিয়ত...

সাইন বোর্ড

সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...

সাইন বোর্ড › বিস্তারিত পোস্টঃ

তালেবানদের ক্ষমতা দখল অন্য সকল স্বৈরাচারী সরকারের জন্য একটা বার্তা

২৩ শে আগস্ট, ২০২১ সকাল ১০:২৬


সম্পূর্ণ সন্ত্রাসী কায়দায় তালেবানদের এই ক্ষমতা দখলকে অন্য অনেকের মতো আমিও সাপোর্ট করিনা। কিন্তু যদি বলি ঠিক একই কায়দায় আমেরিকাও বিশ বছর আগে তালেবানকে হটিয়ে আফগানিস্তানে একটা পুতুল সরকার প্রতিষ্ঠা করেছিল, সে সরকারের বৈধতা কতখানি ছিল? এবং সেই সরকারকে এতদিন টিকিয়ে রেখেছিল কারা?

অন্যায় দিয়ে কখনো আরেকটি অন্যায়কে প্রতিরোধ করা যায় না।

তাই, কথিত শান্তি প্রতিষ্ঠার নামে দেশে দেশে গণতন্ত্রের এসব ফেরি করতে গিয়ে আমেরিকা বিশ্বব্যাপি ধর্মীয় উগ্রবাদকেই উসকে দিয়েছে। এবং এরই বিরূপ প্রতিফলন ঘটেছে আফগানিস্তানে তালেবানদের ক্ষমতা দখলের মধ্য দিয়ে।

তবে অবৈধ, সন্ত্রাসি কায়দায় তালেবানদের এই ক্ষমতা দখল অসমর্থনযোগ্য হলেও বিশ্বের অন্য যেসব দেশে এখনো অনির্বাচিত, ভোটারবিহীন সরকার রয়েছে; যারা সাধারণ মানুষের কণ্ঠ রোধ করে তাদের টুটি চেপে ধরে জগদ্দল পাথরের মতো বছরের পর বছর বুকের উপর বসে রয়েছে; তালেবান কিছুটা হলেও তাদের ভিত কাঁপিয়ে দিয়েছে।

অন্যায় সব সময়ই অন্যায়, সেটা যে হাত দিয়ে কিংবা যে উপায়েই করা হোক না কেন।

মন্তব্য ২৮ টি রেটিং +০/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে আগস্ট, ২০২১ সকাল ১০:৩৫

নতুন বলেছেন: হুম বুঝলাম, আপনিও কি ছাত্রভাইদের সমর্থন করেন?

আফগানে কি নিবাচন দিয়ে তারা ক্ষমতায় আসতে পারতো না? তারা তো গনতান্ত্রিক পদ্বতীকেই মানে না। তাদের কাছে ক্ষমতায় আশার পথ অস্র নিয়ে যুদ্ধ করা। তাতে সাধারন মানুষ মারা গেলেও কিছু হয় না।

২৩ শে আগস্ট, ২০২১ সকাল ১০:৪৩

সাইন বোর্ড বলেছেন: সাধারন মানুষের কথা আমেরিকার পুতুল সরকারও ভাবেনি, যদি ভাবত তাহলে তালেবান কখনোই ক্ষমতা দখল করতে পারত না । সাধারন মানুষই তা প্রতিহত করত ।

২| ২৩ শে আগস্ট, ২০২১ সকাল ১০:৪৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: এ আর এমন কি?

২৩ শে আগস্ট, ২০২১ সকাল ১০:৪৯

সাইন বোর্ড বলেছেন: না, এমন কিছু না, খুব সাধারন কথা ।

৩| ২৩ শে আগস্ট, ২০২১ সকাল ১০:৪৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: আফগান জনগণ কাদেরকে ক্ষমতায় চায় বলে আপনি মনে করেন? তালেবানদেরকে নাকি আফগানে যে সরকার আগে ছিল তাদেরকে? অথবা অন্য কোন পক্ষকে?

২৩ শে আগস্ট, ২০২১ সকাল ১০:৫৯

সাইন বোর্ড বলেছেন: আমার মনে করায় আফগান জণগনের কিছু যায় আসেনা । তাদের ভালটা তারাই ঠিক করবে, দুদিন আগে না হয় পরে ।

৪| ২৩ শে আগস্ট, ২০২১ সকাল ১০:৫০

চাঁদগাজী বলেছেন:



কাবুল থেকে টাইপ করলেন নাকি?

২৩ শে আগস্ট, ২০২১ সকাল ১০:৫৫

সাইন বোর্ড বলেছেন: তৃতীয় নয়ন নাকি রুহানি কার্যক্ষমতা, কবে থেকে কার্যকর হলো ? প্রথম ও দ্বিতীয় নয়ন তো আগেই গেছে ।

৫| ২৩ শে আগস্ট, ২০২১ সকাল ১০:৫২

চাঁদগাজী বলেছেন:



আমেরিকা কোন অন্যায় করেনি, আমেরিকানরা মুরগীর বাচ্চা নয় যে, চিলে নিয়ে গেলে চুপ করে থাকবে; ওরা চিলকে কবর দেয়ার মতো জাতি।

২৩ শে আগস্ট, ২০২১ সকাল ১০:৫৭

সাইন বোর্ড বলেছেন: চুলকানি কি ইদানিং বেড়ে গেছে ?

আমেরিকার এই লেজ গুটানো পলায়ন বর্তমান প্রজন্মের দেখার দরকার ছিল ।

৬| ২৩ শে আগস্ট, ২০২১ সকাল ১১:০৪

চাঁদগাজী বলেছেন:


আপনি হচ্ছেন ইসলামিক চিন্তাবিদ, আপনার কথা কাজ করলে, বার্মার সামরিক জান্তা, মিশরের ডিক্টেটর ও বাশার আসাদ শেষ?

২৩ শে আগস্ট, ২০২১ রাত ৮:৫৩

সাইন বোর্ড বলেছেন: তৃতীয় নয়নের পর এবার মনে হচ্চে আপনার দর্শণের রত্ন-ভান্ডারও খুলে গিয়েছে ।

৭| ২৩ শে আগস্ট, ২০২১ সকাল ১১:০৭

চাঁদগাজী বলেছেন:



আমেরিকা লেজ গুটায়ে পালায়নি; আমেরিকার মানুষ চেয়েছে 'উইথড্র'; বাইডেন আফগানিস্তানে যুদ্ধ বন্ধ করার প্রস্তাব দিয়ে ভোটে অংশ নিয়েছিলো।

২৩ শে আগস্ট, ২০২১ রাত ৮:৫৮

সাইন বোর্ড বলেছেন: পরাজয়কে মানতে শিখুন এবং অন্যকেও মানাতে সহায়তা করুন । অব্শ্য এটাও ঠিক যে আমেরিকা আপনার রুটি-রুজির ব্যবস্থা করেছে, তাই এত সহজে তাদের পরাজয় মেনে নিতে পারার কথা না ।

৮| ২৩ শে আগস্ট, ২০২১ সকাল ১১:২০

সাড়ে চুয়াত্তর বলেছেন: আপনি এই বিষয়ে পোস্ট দিয়েছেন। অথচ আপনি কোন মতামত দিতে চাচ্ছেন না। পোস্ট দিলে প্রশ্ন আসবেই। পোস্টের বিষয়ে প্রশ্নের জবাব দেয়ার জন্য তৈরি থাকা উচিত।

২৩ শে আগস্ট, ২০২১ রাত ৯:১১

সাইন বোর্ড বলেছেন: দেখুন, যে সরকার এতদিন ক্ষমতায় ছিল তাদেরকে যদি আফগান জনগন চাইত, তাহলে তালেবান এভাবে সন্ত্রাসি কায়দায় ক্ষমতায় আসতে পারার কথা না; যে কথাটা আগেও বলেছি । যেহেতু এই মুহুর্তে তালেবান ছাড়া আফগান জনগনের আর কোন অপশন নাই, তাই তারা বিশ বছরের দূর্নীতিগ্রস্থ আমেরিকার পুতুল সরকারের চাইতে তালেবানকেই বেটার মনে করেছে । বলতে পারেন এটা আফগান জনগনের সাময়িক মুক্তি, ভবিষ্যতে বেটার কোন অপশন পেলে অবশ্যই তালেবানকেও তারা ছুড়ে ফেলে দিবে । এখানে আমার বা আমাদের পছন্দ-অপছন্দের কোন ব্যপার না । তবে একজন সচেতন মানুষ হিসেবে অবশ্যই গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত একটা সরকারকেই আমি সাপোর্ট করব । সেটা যে দল বা গোষ্ঠির সরকারই হোক না কেন ।

৯| ২৩ শে আগস্ট, ২০২১ দুপুর ১:৪১

তানভির জুমার বলেছেন: @চাঁদগাজী বলেছেন আমেরিকা কোন অন্যায় করেনি। জ্ঞানপাপী- কুলাঙ্গার, কঠোর নাস্তিক কাকে বলে আপনাকে না দেখলে বুঝতাম না। আমেরিকা যখন ইনভেন্ড শুরু করে ২০০১ সালের দিকে, নর্দান এলায়েন্স এর কুখ্যাত সন্ত্রাসী আব্দুর রশিদ দোস্তম কে দিয়ে তালিবানদের যুদ্ধাদের খবর দেয় তোমরা যদি আত্মসমর্পণ কর তাহলে তোমাদের অস্ত্র রেখে ছেড়ে দেওয়া হবে। আত্মসমর্পণ করার পর সন্ত্রাসী আমেরিকা আর দোস্তম তাদের সাথে কি করেছিল জানেন? ট্রান্সফারের কথা বলে বড় কন্টেইনারের ভিতর গাদাগাদি করে ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে লক করে দেয় এবং বড় লরিতে করে মরুভূমির উপর রোদের মধ্যে দিয়ে ঘুরায়। কিছুক্ষন পর তারা নিঃশ্বাস না নিতে পেরে, ঘামে ভিজে পানি আর অক্সিজের জন্য হাহাকার করতেছিল এবং কন্টেইনারে আঘাত করছিল তখন লরি থামিয়ে তাদের উপর নির্বিচারে গুলি চালিয়ে গণহত্যা করে এবং মরুভূমিতেই মাটি চাপা দেওয়া হয়। প্রায় ১০ হাজার তালিবানের উপর তারা এই নির্মম গণহত্যাটি চালায়। ইউটিউবের কিছু ভিডিও লিংক দিলাম নিজেই দেখে নিয়েন।

১০| ২৩ শে আগস্ট, ২০২১ দুপুর ১:৪৩

তানভির জুমার বলেছেন: https://www.youtube.com/watch?v=TWPDZhgISd

https://www.youtube.com/watch?v=2twF-DofuDw&t=222s

https://www.youtube.com/watch?v=FNAo6KwyVMs&t=149s

২৩ শে আগস্ট, ২০২১ রাত ৮:৪৯

সাইন বোর্ড বলেছেন: ভিডিওটা আর অপেন হয় না ।

১১| ২৩ শে আগস্ট, ২০২১ দুপুর ২:০৫

হাসান কালবৈশাখী বলেছেন:
ইনিয়ে বিনিয়ে তালেবানি তালিবালি চলছে।

২৩ শে আগস্ট, ২০২১ রাত ৮:৪৭

সাইন বোর্ড বলেছেন: আপনার কি ধারণা সবাই আপনার পছন্দমতো ভাববে?

১২| ২৩ শে আগস্ট, ২০২১ দুপুর ২:৫৯

রানার ব্লগ বলেছেন: আপনি এক কাজ করেন প্লেনের টিকিট কেটে আফগানিস্থান চলে যান, আমার মনে হচ্ছে এই দেশে আপনার দম বন্ধ হয়ে আসছে সাথে করে তানভির জুমার কে ও নিয়ে যান কারন আফগানিস্থাননের স্থানীয় বাসিন্দারা দেশ ছাড়ছে ফলে ব্যাপক জায়গা খালি পরে আছে আপনারা কোন একটা ভাল ঘর দেখে বসে যাবেন চাইলে যারা সময় ও অর্থাভাবে যেতে পারবে না তাদের মধ্য থেকে কচিকাচা ও বেছে নিতে পারবেন। আফগানিস্থান এখন তো তালেবান নামক মানুষিক বিকারগ্রস্থ সন্ত্রাসীদের হাতে।

২৩ শে আগস্ট, ২০২১ রাত ৮:৪৬

সাইন বোর্ড বলেছেন: চুলকানিটা যদি মগজের মধ্যে হয়ে থাকে তাহলে চিকিৎসায় কোন কাজ হবেনা, তারপরও পাবনার হেমায়েতপুরেে এসে একবার ট্রাই করে দেখতে পারেন।

১৩| ২৪ শে আগস্ট, ২০২১ রাত ১২:০৫

রাজীব নুর বলেছেন: আফগানিস্তানে ভবিষ্যৎ শান্তি বা অশান্তি যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ কর্মকাণ্ডের উপর নির্ভর করবে। তালেবান যুক্তরাষ্ট্রের কথা মত চললে যুক্তরাষ্ট্র কোন ঝামেলা নাও করতে পারে। তালেবানদের নিয়ন্ত্রণ করতে হলে তাদের অর্থনৈতিক ও অস্ত্রের সচ্ছলতা এবং বহির্বিশ্বে তাদের জনসমর্থনকে ধ্বংস করতে হবে।

১৪| ২৪ শে আগস্ট, ২০২১ সকাল ১১:০০

মোঃ মাইদুল সরকার বলেছেন:
তালেবানকে ২০০১ সালে আমেরিকা যে অন্যায় যুদ্ধে ক্ষমতাছাড়া করেছে তা যে ২০ বছর ধরে কোন কাজের কাজ নয় তাই প্রমাণ হলো।

১৫| ২৪ শে আগস্ট, ২০২১ দুপুর ১২:০৯

হাসান রাজু বলেছেন: আফগানিস্থানের জনগণ কি চায়?
আফগানিস্থানে তালেবানরা স্বৈরাচার কি না ?
আফগানিস্থানের জনগণ কেন নিজেদের বাঁচাতে তালেবানদের বিপক্ষে দাঁড়াল না ?


আহারে কত শত প্রশ্ন। নিজের দেশের খবর কি? জনগণের চাওয়া পাওয়া, গণতন্ত্র, মতামত ঠিকঠাক চলছে তো?

১৬| ২৪ শে আগস্ট, ২০২১ দুপুর ১:২৩

বিটপি বলেছেন: রানার ব্লগ আর নতুন,

আমেরিকা আফগানিস্তানে যখন ইনভেড করেছিল, তারা কি নির্বাচন দিয়ে তালেবান সরকারকে হটিয়েছিল?
টুইন টাওয়ারে হামলার পর জোর করে দায় তালেবানের উপর চাপিয়ে এক মাসেরও কম সময়ের মধ্যে একটা বলতে গেলে নিরস্ত্র বাহিনীর উপর অত্যাধুনিক যুদ্ধাস্ত্র নিয়ে জানয়ারের মত ঝাঁপিয়ে পড়া কি খুব মানবতার কাজ হয়েছে? কাদের বাঁচাতে এবং কি রক্ষা করতে তারা ঐ সময় আফগানিস্তানে এসেছিল? টুইন টাওয়ারে তালেবানের হামলার কোন প্রমাণও তো তারা ২০ বছরে দেয়নি।

১৭| ১১ ই মে, ২০২২ বিকাল ৫:৪২

বিজন রয় বলেছেন: আপনি কেমন আছেন?

অনেক দিন কোন পোস্ট দিচ্ছেন না।

আপনার ব্যতিক্রম বিষয় নিয়ে লেখা কবিতাগুলো মিস করছি।

চলে আসুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.