নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কিছুর উর্ব্ধে উঠা যায় না, তবু মাঝে মাঝে ইচ্ছে হয়...
এক বর্ষায় ফেলে এসেছিলাম পুকুর-পাড়
সেদিন বৃষ্টি ছিলনা, শরীরের ঘামে নোনতা স্বাদ
এখন মেঘ দেখলেই যত হা-পিত্যেশ
কলেজ নেই, করিডোর ছেড়ে কোথায় যাই ?
মহাখালি রেল লাইন । বাসের গেটে প্রচন্ড ভীড়
উঠতে গেলেই...
তুমি বন্ধ করে দাও সব দরজা
আমি উপযাচক হয়ে খুলতে যাব না
এই হাত পাথর ঘষে ছুঁয়ে দেবে আকাশ
সন্ধ্যামণির কাছে জমা আছে শেষ রঙ
বসন্ত এসে নির্মাণ করবে ফুলেল বাগান
কতটা গভীর হলে...
ক্লান্তিকে বলেছিলাম, এখনি চেয়োনা মখমল সুখ
আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমিয়ে থাক...
ঘর, দরজা, জানালা, পর্দা জুড়ে তখন বিরক্তির এক শেষ
পিতলের কলস-ভরা স্বর্ণমুদ্রা আমার কোন দিনই ছিলনা
তবু মাটি খুঁড়ে খুঁড়ে পেলাম...
টানা উত্তরে বাতাসেও যখন শীত লাগে না
তখন বুঝতে হবে ভেতরে ঝড় বইছে...
তিন দিন আগে যে দৃষ্টি মতিভ্রম
তাকে ভোলা এত সহজ নয়
অথচ বুক উঁচিয়ে কেউ বলতে পারছে না
ন্যাড়া আর বেল তলায়...
তোমার কপালে হাত রাখলেই একটা নদী
হারিয়ে যাওয়া যত বুনো ঢেউ...
হৃদয় খুঁড়ে পাওয়া কবিতার পঙক্তির মতো
আমাদের জোড়া মোমরাতের শীতল গল্প,
নিঃস্ব আদম যখন পৃথিবীকে পড়তে শিখেনি
হাওয়াকে খুঁজে পাওয়ার পর দ্যাখে
পিঁপড়েরা টেনে যায়...
বড় হতে হতে কিছু মহৎ
একই জমিতে লাঙ্গল ও বলদ...
কি হবে এত কর্ষণ করে ?
বীজেরও একদিন লাইফ সার্কেল শেষ হয়
তবু চোখ-দুটো যমুনাকে ছুঁতে চাইলেই
আকাশ থেকে খুলে পড়ে তারা
বালক সময় আর শেষ...
জানো তো, একটিও কলকাঠি নেই আমার; তাই
যাদুর পরশে ধরে আনতে পারিনা কবুতর-সুখ,
তবে ইচ্ছে করলেই আকাশের গায়ে
লিখে দিতে পারি কিছু চাঁদ-তারা ভাবনা
রাস্তাটা তো পড়েই আছে পোড়াবাড়ি চমচম...
শুধু কুয়োর ভেতরে তুমি আর...
আয়নায় পাকা দাড়ি, ধরে আনে বাইশ বছরের যুবক
হৃদয় খুঁড়ে যতই বের হোক ইতিহাসের স্বাক্ষী
স্নান শেষে কেউ কি হেঁটে যায় মোহনীয় ?
শাড়ীতে নদীর তরঙ্গ...
কাঁপা হাতে ঠিক মানায় না নাঙ্গা তলোয়ার
চাল তেল...
©somewhere in net ltd.