নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জন্মান্ধ

আমার জানা বলতে আমি কি বুঝি তাই জানি না।

মাত্রা আন্ধা

জন্মান্ধ হলে কেমন হতো আসলে তা জানিনা তাই না? কারণ আমি জন্মান্ধ না।

মাত্রা আন্ধা › বিস্তারিত পোস্টঃ

ব্লগের আকাশ কতদূর বিস্তৃত হলো গত ৬/৭ বছরে...

৩১ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৩:৫৮

সামহোয়্যার ইন ব্লগে প্রায় ৬বছর পর ঢুঁ মারলাম। সেই সময় দিনমজুর, আরিফ জেবতিক, শিমুল আরও অনেকেই ছিলেন নিয়মিত প্রসিদ্ধ লেখার মধ্যে। কিছুদিন পর ধীরে ধীরে শ্রেণী/শ্রেণীবিহীন লেখকের ভীড়ে সেই সময় পেরিয়ে আজ কতদুর বিস্তৃত হয়েছে এই ব্লগের চিত্র...
ফেসবুক তখন ফ্রান্সে/স্পেনে নিষিদ্ধ হচ্ছে আর আমাদের এখানে চালু হচ্ছে। আজ ফেসবুক ব্যবহার করেনা এরকম সংখ্যা অর্ধশিক্ষিত লোকের মধ্যেও খুব কম। মানুষ প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলেও নাকি সেলফিসহ জানিয়ে দিচ্ছে ফেসবুকে। ব্লগ লেখার প্যাটার্ন বা ক্ষেত্রটি ডাইভার্ট হয়ে গেলো সেখানে। এখন সেই দিনমজুর'রাও ফেসবুকের উপর অনেকটাই ঝুকে আছেন।

সেই সময় ব্লগে কখন একটা লেখা পোস্ট দিলে বেশী লোক পড়ার সময়(মধ্যরাতে না সকাল বা ছুটির দুপুরে) পাবে তা ভাবা হতো। এখন তা হয় ফেসবুকে।
সেই সময় যেকোনভাবে কপিপেস্টটাইপের ইস্যু দেখলে সাথে সাথে সমালোচনার ঝড় উঠতো। যেমন আমার আইডি ছিলো/আছে 'জন্মান্ধ'(অন্যদের মত নিয়মিত লেখক ত নই-ই লেখক নবিশ টাইপ ছিলাম/আছি আর কি!) আজ বহুদিন পর হঠাৎ দেখলাম লিঙ্কটাঃ Click This Link
ফেসবুকের আগে টুইটার লিঙ্কডিন এগুলোও ছিলো...
কবিতার বিষয়ে আমাদের বঙ্গদেশে প্রচলিত একটা কথা আছে যে জীবনে সবাই নাকি একবার হলেও কবিতা/ছড়া লিখেন/লিখতে চান...ফেসবুক আসার পর লেখালেখির যেকোন ক্ষেত্রেই ঐ রকম ঘটছে মনে হয়।
ইতিবাচক অবশ্যই কিছু দিক থেকে তো বটেই। মানুষ প্রাণ খুলে লিখুক জানুক বুঝুক দেখুক শিখুক...

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ৩১ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:০২

খেলাঘর বলেছেন:


"কিছুদিন পর ধীরে ধীরে শ্রেণী/শ্রেণীবিহীন লেখকের ভীড়ে সেই সময় পেরিয়ে আজ কতদুর বিস্তৃত হয়েছে এই ব্লগের চিত্র... "

-জগন্য মনোভাব, " শ্রেণী/শ্রেণীবিহীন লেখকের "

২| ৩১ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:০৭

খেলাঘর বলেছেন:



আপনি লিখেছেন:

"এখন সেই দিনমজুর'রাও ফেসবুকের উপর অনেকটাই ঝুকে আছেন। "

- আপনার খারাপ লাগছে দিনমুজুর টেকনোলোজী ব্যবহার করছে? জগন্য মনোভাব

৩| ৩১ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৩৯

মাত্রা আন্ধা বলেছেন: @খেলাঘর ১। শ্রেণী/শ্রেণীবিহীন লেখক বলাটা আপনার কাসে জগন্য>জঘন্য মনে হচ্ছে? কেনো?
২। দিনমজুর টেকনোলোজী ব্যবহার করছে বলে আমার খারাপ লাগছে এটা কোথায় বলেছি?
৩। নেতিবাচক অর্থে কোন চরিত্র বা বিষয় আমি উল্লেখ করিনি বা করতে চাইনি; তারপরও যদি তা মনে হয়ে থাকে সেক্ষেত্রে লেখার বাচন/প্রকাশভংগীর দূর্বলতা ধরে নিয়ে নিজেই দুঃক্ষিত হচ্ছি।

আমি বলতে চেয়েছি সবাই এগিয়ে যাচ্ছে যাক...আপনিও এগোন...

৪| ৩১ শে অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৫৯

রাজিব বলেছেন: বাংলা কমিউনিটি ব্লগ টিকে থাকবে, অন্তন সামু ব্লগ টিকে যাবে বলেই আমার বিশ্বাস। অবশ্য এখন অনেকেই ফেইসবুকে। আমি নিজেও তাই। ফেইসবুকে আমার লিস্টে ২০০ জন রয়েছে এবং তাদের অন্তত ১২০ জনকে আমি জিবনে দেখেনি, দেখবো কিনা তাও জানিনা। যে ফিল্ডে কাজ করি তাদের অনেকের সঙ্গে আমি যুক্ত। সামু ব্লগে যদি আলাদা আলাদা সেকশন থাকতো তাহলে বোধহয় এখানে আরও বেশি সময় দেয়া হত।

৫| ৩১ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৪০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: ওয়েল কাম ব্যাক সিনিয়র ।

৬| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৪২

মামুন রশিদ বলেছেন: আমাদের জাতিগত মানসিকতার ধরণ খুব ভাল রিফ্লেক্ট করে বলেই ফেসবুকের আধিপত্য থেকে যাবে । আর ঐ যে বললেন, প্রাণ খুলে লেখা জানা বুঝা দেখা শেখা- প্রভৃতি'র জন্য ব্লগও তার দ্যুতি ঠিকই ছড়াবে ।

শুভকামনা সিনিয়র :)

৭| ৩১ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৫৮

স্নিগ্ধ শোভন বলেছেন:


মামুন রশিদ বলেছেন: আমাদের জাতিগত মানসিকতার ধরণ খুব ভাল রিফ্লেক্ট করে বলেই ফেসবুকের আধিপত্য থেকে যাবে । আর ঐ যে বললেন, প্রাণ খুলে লেখা জানা বুঝা দেখা শেখা- প্রভৃতি'র জন্য ব্লগও তার দ্যুতি ঠিকই ছড়াবে





প্রকৃতি কখন শূন্যস্থান রাখেনা। ব্লগের খারাপ সময় ভালো সময় থাকবেই। কেউ চলে যাবে তার জায়গায় অন্য কেউ আসবে হয়তো তার মতনা। ভালো/খারাপ।

আমরা নিজেদের অজ্ঞতাকে স্বীকার না করে আমরা সময়কে দোষারোপ করি সবসময়।


শুভকামনা রইলো ভ্রতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.