নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তপ্ত সূর্যের আলোয় এক টুকরো নীলাভ বরফ!!!

স্নিগ্ধ শোভন

ধূলোমাখা জানালা ছুঁয়ে যখন নির্লিপ্ত বোবা আলোটা আমার বন্ধ ঘরের দেয়ালে আঁচড়ে পড়ে তখন দীর্ঘশ্বাস গুলো শুধু দীর্ঘায়ত হয় এই ভেবে কেন আমি ঐ বোবা নির্লিপ্ত আলোটার মত না।

স্নিগ্ধ শোভন › বিস্তারিত পোস্টঃ

পরাবাস্তব তুমি আমার !

১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১:১৫



ব্যালকনিতে বসে আমি
স্মৃতির ভিড়ে একলা কাঁদি,
মনে আমার ভীষণ কষ্ট
অন্তরালে পুড়ি!

তোমায় নিয়ে গল্প লেখি
তোমায় নিয়ে স্বপ্ন গাঁথি,
তোমার জন্য মনের মধ্যে
বিশাল একটা নদী!
ভালোবাসার জল বয়ে যায়
সকাল সন্ধ্যা রোজ’ই।

তোমার জন্য হৃদয় মাঝে
ভালোবাসার গাছ রূপেছি!
সেই গাছেতে নানান রঙের
ভালোবাসার ফুল ফুটে রোজ’ই।

তুমিহীনা পোড়া মনে
জল শুকিয়ে নদী মরে,
পোড়া মনের তীব্র ধোঁয়ায়
রং হারিয়ে ফুল ঝরে যায় !

তবু আমি তোমায় পাওয়ার
নতুন একটা রাস্তা খুঁজি ।।


১৬/০৪/২০১৩
স্নিগ্ধ শোভন।


-------------------------------------------------------------------------
টাইটেল নিউরন
-------------------------------------------------------------------------

মন্তব্য ৭৬ টি রেটিং +২২/-০

মন্তব্য (৭৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১:২১

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
বাহ! দারুন...
মুগ্ধ হলাম।।

১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৩৪

স্নিগ্ধ শোভন বলেছেন:
ধন্যবাদ দুর্জয় ভাই।

আপনার আগমন আমার কাছে আনন্দময় ।

ভালো থাকুন নিরন্তর!!

২| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১:২১

একজন আরমান বলেছেন:
তুমিহীনা পোড়া মনে
জল শুকিয়ে নদী মরে,
পোড়া মনের তীব্র ধোঁয়ায়
রং হারিয়ে ফুল ঝরে যায় !

তবু আমি তোমায় পাওয়ার
নতুন একটা রাস্তা খুঁজি ।।


দুর্দান্ত লিখেছিস দোস্ত। :)

১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৩৭

স্নিগ্ধ শোভন বলেছেন:
ধন্যবাদ দোস্ত।

নতুন একটা রাস্তা দে ... :P ;)


৩| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৩৭

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: বাহ!!! অসাধারন!!!! অনেক ভালো লাগল পড়ে!!! এক কথায় মুগ্ধ পাঠ্য।

ছবিটাও ভালো লাগল।+++

১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪৬

স্নিগ্ধ শোভন বলেছেন:
আপনার কমেন্ট পেয়ে মুগ্ধ হলাম।

ধন্যবাদ ভাই।


৪| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৩৭

ফালতু বালক বলেছেন: purai osthir marka kabbo, khub valo lagse shovon vai...++

১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪৭

স্নিগ্ধ শোভন বলেছেন:
ব্লগে আপনার আগমন সুখময় !!!

ধন্যবাদ বালক।

৫| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৩৮

ফজলে আজিজ রিয়াদ বলেছেন: তোমায় নিয়ে গল্প লিখি
তোমায় নিয়ে স্বপ্ন গাঁথি,
তোমার জন্য মনের মধ্যে
বিশাল একটা নদী!




পরাবাস্তব ভালো'লাগা।

১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪৯

স্নিগ্ধ শোভন বলেছেন:

পরাবাস্তব ধন্যবাদ। :)


কৃতজ্ঞতা রইলো।


৬| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৪৪

*কুনোব্যাঙ* বলেছেন: ৪র্থ ভালোলাগা

১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৫২

স্নিগ্ধ শোভন বলেছেন:

ভালোলাগা কুড়িয়ে নিলাম।

ধন্যবাদ ব্যাঙ ভাই।

৭| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৫৪

মিষ্টি মেয়ে বলেছেন: ভালো লাগল। আপনার প্রোফাইলের লেখা গুলো একদম সত্য!
ভালো থাকবেন। :)

১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ২:২৯

স্নিগ্ধ শোভন বলেছেন:
আমার সবগুলো লেখাই নিজের জীবন থেকে লেখা তাই হয়তো একটু সত্য সত্য মনে হচ্ছে।

পাঠে কৃতজ্ঞ!

ভালো থাকবেন সবসময়।

৮| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ২:০৬

শিপন মোল্লা বলেছেন: তুমিহীনা পোড়া মনে
জল শুকিয়ে নদী মরে,
পোড়া মনের তীব্র ধোঁয়ায়
রং হারিয়ে ফুল ঝরে যায় !
এই পুক্তিটা বেশি ভাল লাগলো।

১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৩১

স্নিগ্ধ শোভন বলেছেন:

ভালোলাগায়... :) :) :)


পাঠে কৃতজ্ঞ!!

ভালো থাকুন নিরন্তর।

৯| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৩৭

একজন আরমান বলেছেন:
ছিঃ ছিঃ ছিঃ
এইসব কথা আমাকে কেন? :-/ :-/ :-/ :P :P :P

১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৪৬

স্নিগ্ধ শোভন বলেছেন:

তোকে না বলে কি রাস্তার ফকিরেরে কমু ? ;)

১০| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৪৬

যুবায়ের বলেছেন: ভালোলাগা++

১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৪৮

স্নিগ্ধ শোভন বলেছেন:
ধন্যবাদ যুবায়ের ভাই।

ব্লগে শুভেচ্ছা।



নতুন বছর কাটুক আপনার মনের মত করে। শুভ কামনা রইলো।

১১| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৪৫

এম হুসাইন বলেছেন: ৭ম ভাললাগা।

চমৎকার হয়েছে।

১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:৫৮

স্নিগ্ধ শোভন বলেছেন:
ধন্যবাদ হুসাইন ভাই।


ভালো থাকুন সর্বদা।

১২| ১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪২

সেলিম আনোয়ার বলেছেন: ৯ম +ভাল লাগলো।

১৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৮

স্নিগ্ধ শোভন বলেছেন:
ধন্যবাদ কবি।

অনেক অনেক শুভ কামনা রইলো।

১৩| ১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪৭

কান্ডারি অথর্ব বলেছেন:

অনেকগুলো প্লাস +++++++++++++++++++++++++++++

১৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫০

স্নিগ্ধ শোভন বলেছেন:


থ্যাংকস কান্ডারী ভাই।
কৃতজ্ঞতা জানবেন।


১৪| ১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:০১

আজ আমি কোথাও যাবো না বলেছেন: দারুণ লিখেছেন ভাইডি! বানানে কিছু ভুল আছে কিন্তু ব্যাপারনা। দারুণ লাগলো! +++++++++++++++++++

১৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৩

স্নিগ্ধ শোভন বলেছেন:
পাঠে কৃতজ্ঞ!!! ধন্যবাদ জানবেন।

একটা বানান ভুল ছিল প্রথম থেকে ঠিক করে দিলাম। অন্য কোনটা চোখে পড়লে জানাবেন।

১৫| ১৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:২৬

shfikul বলেছেন: ভালো লেগেছে।

১৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৫

স্নিগ্ধ শোভন বলেছেন:
ভালো লাগায়.... :) :) :)


ধন্যবাদ শফিক ভাই।

১৬| ১৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২০

ৎঁৎঁৎঁ বলেছেন: ,
তোমার জন্য মনের মধ্যে
বিশাল একটা নদী!
ভালোবাসার জল বয়ে যায়
সকাল সন্ধ্যা রোজ’ই।


বেশ লিখেছ, বেশ হয়েছে কবি,
লিখে যাও তব স্নিগ্ধ যাতনা প্রেম,
শোভন কামনা,আকুল কবিতা,
লিখ শঙ্খ,লিখ শিমুল, লিখ সব'ই!

১৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪২

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ কবি।


যতদিন রবে বিষাদ ভরা এ মন
লিখে যাব তব স্নিগ্ধ যাতনা প্রেম কাব্য।।

১৭| ১৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৬

অপর্ণা মম্ময় বলেছেন: ব্যালকনি বানান টা দেখবেন।

কবিতার ভাবের সাথে নামকরণ টা ঠিক যুতসই লাগলো না !

১৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৫

স্নিগ্ধ শোভন বলেছেন:

ধন্যবাদ অপর্ণা আপু।

টাইটেল মাথায় আসছিলো না তাই ফ্রেন্ড এর সাহায্য নেই। তার দেওয়া নামটা পছন্দ হয় তাই দিয়ে দিলাম।


ভালো থাকবেন নিরন্তর!!!

১৮| ১৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫১

বটবৃক্ষ~ বলেছেন: বেলকনিতে বসে আমি
স্মৃতির ভিড়ে একলা কাঁদি,
মনে আমার ভীষণ কষ্ট
অন্তরালে পুড়ি!

সত্য গুলো বলেই দিলেন তাহলে ??

খুব দারুন অকপট ....:)++++++ :)


নতুন রাস্তার খোঁজ পেলে আওয়াজ দিয়েন কিনতু!:):);)


১৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৭

স্নিগ্ধ শোভন বলেছেন:
ব্যালকনিতে বসে আমি
স্মৃতির ভিড়ে একলা কাঁদি,
মনে আমার ভীষণ কষ্ট
অন্তরালে পুড়ি!

সত্য গুলো বলেই দিলাম। :)

ধন্যবাদ বটবৃক্ষ।


ঠিক আছে নতুন রাস্তার খোঁজ পেলে আওয়াজ দিমু। ;)


১৯| ১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৭

নস্টালজিক বলেছেন: ভালো হইসে!

ভালোবাসার গাছ রূপেছি! - রুপেছি মানে বুঝিনি! রোপণ করা?


শুভেচ্ছা, শোভন!

১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৬

স্নিগ্ধ শোভন বলেছেন:
রূপেছি মানে রোপণ করেছি। অলংকারিক ভাবার্থে।


ব্লগে শুভেচ্ছা জানবেন।

পাঠে কৃতজ্ঞ !!!

২০| ১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৭

ঘুড্ডির পাইলট বলেছেন: অনেক অনেক প্লাস ++++++++++++++++++++++++++++++++++++++

১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫২

স্নিগ্ধ শোভন বলেছেন:
ধন্যবাদ পাইলট ভাই।


এত প্লাস পেয়ে খুশি হলাম। :) :)


ভালো থাকুন সবসময় শুভ কামনা রইলো।


২১| ১৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩১

সোনালী ডানার চিল বলেছেন:
চমৎকার একটা সহজিয়া ভাব কবিতাকে শোভিত করেছে।

শুভকামনা একরাশ.......

১৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:০৯

স্নিগ্ধ শোভন বলেছেন:

একরাশ ধন্যবাদ নিবেন কবি।

আমি আপনার কবিতার একজন নিরেট ভক্ত।



ভালো থাকুন নিরন্তর।

২২| ১৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৬

সায়েম মুন বলেছেন: ভাল লাগলো কবি। লিখতে থাকুন।

১৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮

স্নিগ্ধ শোভন বলেছেন:

ধন্যবাদ জানবেন কবি।

পাশে থাকবেন।



আপনার সকল পোস্ট পড়ার জন্য আসছি সহসা আপনার ব্লগ বাড়ীতে।

২৩| ১৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪২

ইখতামিন বলেছেন:
ভালো লাগা ছড়িয়ে দিলাম.

কেন যে বিরহের কবিতা লেখেন !!!

এই রকম কবিতা পড়লে ভালো লাগে না আমার :(

১৬ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫০

স্নিগ্ধ শোভন বলেছেন:
ভালো লাগা কুড়িয়ে নিলাম ।



কি করার ভাই বিরহ কবিতা ছাড়া মাথা থেকে কিছু বের হচ্ছেনা এই মুহূর্তে।

পাশে থাকবেন।

২৪| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৩৬

আশিক মাসুম বলেছেন: দারুন !!

ভাল লাগা যানিয়ে গেলাম।

১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১১

স্নিগ্ধ শোভন বলেছেন:

ধন্যবাদ মাসুম ভাই।

ভালোলাগায়.... :) :) :)


পাঠে কৃতজ্ঞতা জানবেন।

২৫| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০৭

রাতুল_শাহ বলেছেন: শোভন ভাই ভাল লাগলো।

১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:০২

স্নিগ্ধ শোভন বলেছেন:
ধন্যবাদ রাতুল ভাই।

শুভ কামনা সবসময়।

অনেক দিন যাবত আপনার কোন পোস্ট পাইনা। কারণ কি ?

২৬| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১১

জাকারিয়া মুবিন বলেছেন:
ভাল লেগেছে কবিতা।

১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:০৭

স্নিগ্ধ শোভন বলেছেন:
ধন্যবাদ জানবেন।

ব্লগে আপনার আগমন লেখার সাহস জাগায়।

ভালো থকবেন সবসময়।

২৭| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৫০

স্বপনবাজ বলেছেন: বাহ! দারুন...
মুগ্ধ

১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৩৬

স্নিগ্ধ শোভন বলেছেন:
ধন্যবাদ স্বপনবাজ ভাই।

নিয়মিত পোস্ট পড়াতে কৃতজ্ঞতা জানবেন।

২৮| ১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ২:১৪

অদ্বিতীয়া আমি বলেছেন: ++++++++

ভাল লাগা জানিয়ে গেলাম ।

১৭ ই এপ্রিল, ২০১৩ রাত ২:৪২

স্নিগ্ধ শোভন বলেছেন:
ভালো লাগা নিলাম। :)


ধন্যবাদ জানবেন।

২৯| ১৭ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:১৪

s r jony বলেছেন: কবিতা গুল ভাল লাগছে,
আইজ থেকে আপনে আমার অনুশারিত লিস্টে।

১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৪

স্নিগ্ধ শোভন বলেছেন:
অনেক ধন্যবাদ জানবেন ।

আপনিও আমার অনুসারিত দেখা হবে।


শুভ কামনা সবসময়।

৩০| ১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১৫

একজন আরমান বলেছেন:
সেইজন্য এই বাজে কথা আমারে? /:) /:) /:)

১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩১

স্নিগ্ধ শোভন বলেছেন: আমি আবার বাজে কথা কইলাম কবে?

দোস্তর কাছে একটা আবদার করলাম না রাখতে পারলে বলবে । তাই বলে এত গুলো কথা শুনাইবে। :(
ব্যাপক হতাশার ইমু হবে। ;)

৩১| ১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৩

একজন আরমান বলেছেন:
অন্য কিছু চাইতি !
এইটা কেমন আবদার ! :(

১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৭

স্নিগ্ধ শোভন বলেছেন:

ভালোবাসার মানুষকে পাওয়ার একটা নতুন রাস্তা চাইছি, নতুন ভালোবাসার মানুষ না। ;) পারবিনা যখন এই টপিকস বাদ!!!! :(




শুভ কামনা সবসময়।

৩২| ১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৭

একজন আরমান বলেছেন:
আচ্ছা। এই কথা।
আমি তো উলটা বুঝছি।

আমার মাথায় ভালো বুদ্ধি নাই। তবে আমার কোন বুদ্ধি যদি তোর কাজে লাগে তবে অবশ্যই হেল্প করার জন্য প্রস্তুত আছি সব সময়। :)

১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৮

স্নিগ্ধ শোভন বলেছেন:

বলি এক কথা তুই বুঝস আরেক কথা। তোর যে কি হইলো।
মনের ভিতর শুধু কু-চিন্তা। ;)



হেল্প করার জন্য রাজি হওয়ায় ধন্যবাদ। :)

৩৩| ১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৫১

একজন আরমান বলেছেন:
মাথাটা কয়েক দিন ধইরা ঠিক নাইরে। :(

১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ২:২১

স্নিগ্ধ শোভন বলেছেন:
তোর আবার কি হইলো ? :(


সমস্যার সমাধান তাড়াতাড়ি হোক সেই কামনা করছি।

৩৪| ১৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:৪০

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভালো লাগলো।।

১৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৫২

স্নিগ্ধ শোভন বলেছেন:
আবারও ধন্যবাদ জানবেন। :)

৩৫| ০৩ রা মে, ২০১৩ দুপুর ১:০১

প্রিয়তমেষূ বলেছেন: সুন্দর কবিতা

০৭ ই মে, ২০১৩ রাত ১২:০৪

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ প্রিয়তমেষূ ।

আগমনে সুখী হইলাম। :)

৩৬| ১৫ ই মে, ২০১৩ বিকাল ৫:০৯

আমিনুর রহমান বলেছেন:

ভালো লাগা রইল +++

১৫ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯

স্নিগ্ধ শোভন বলেছেন:
ধন্যবাদ ভাই । :)

পাঠে অনেক অনেক কৃতজ্ঞতা জানবেন।

৩৭| ২৯ শে মে, ২০১৩ রাত ১০:৪২

ফারজানা শিরিন বলেছেন: ব্যালকনিতে বসে আমি
স্মৃতির ভিড়ে একলা কাঁদি,
মনে আমার ভীষণ কষ্ট
অন্তরালে পুড়ি
___ আওড়ে চলেছি ।

৩১ শে মে, ২০১৩ রাত ২:৩১

স্নিগ্ধ শোভন বলেছেন:
ধন্যবাদ আপু।

আমিও কবিতাটিতে একটু গানের সুর দিয়েছি নিজে নিজে। :p আমি গায়ক হলে হইত হিট একটি গান হিসবে চালিয়ে দিতে পারতাম। :)


অনেক অনেক কৃতজ্ঞতা জানবেন আপু। সত্যি বলতে আমি একটি গান লিখার অপচেষ্টাই করেছিলাম।

৩৮| ০৩ রা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১১

ফারজানা শিরিন বলেছেন: গলা ভালো হলে শুভকামনা রইলো ভাইয়া । ঃ)

০৩ রা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭

স্নিগ্ধ শোভন বলেছেন:

গলা তেমন একটা ভালোনা আপু। হোমসিঙ্গার আরকি :)

আবার ধন্যবাদ জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.