নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তপ্ত সূর্যের আলোয় এক টুকরো নীলাভ বরফ!!!

স্নিগ্ধ শোভন

ধূলোমাখা জানালা ছুঁয়ে যখন নির্লিপ্ত বোবা আলোটা আমার বন্ধ ঘরের দেয়ালে আঁচড়ে পড়ে তখন দীর্ঘশ্বাস গুলো শুধু দীর্ঘায়ত হয় এই ভেবে কেন আমি ঐ বোবা নির্লিপ্ত আলোটার মত না।

স্নিগ্ধ শোভন › বিস্তারিত পোস্টঃ

ছবি ব্লগঃ দৃষ্টির প্রতিবিম্ব- ১

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৮





নীলিমার বুক জুড়ে একটি ঘাস।







অসীম দিগন্তে বিস্তৃত আকাশ।







সবুজ শ্যামলের প্রান্তর।







যেখানে আকাশ মাটি ও নদী মিলেমিশে একাকার ।









মন চাই হারিয়ে যায় দূর অজানায়।







অসিম বিশালতার মাঝের সমান্তরাল সবকিছুই ফাঁকা।







দূরে কোথাও মিলিয়ে গেছে সবুজ আর নীল আকাশ।







কুলে একলা বসে আছে শূন্য তরী।







অকুল দরিয়ার বিষম পাথারে শুন্য আমার জীবন তরী।



১০



তোর সুবাস মাখা ঘাসে অঙ্গ বুলাইরে।



১১



ছোট্ট সবুজ ঘাসের বাচ্চা যেন দুহাত মেলে দাড়িয়ে আছে।



১২



সূর্যের রেখে যাওয়া শেষ লালিমা।



১৩



সাঁজের বেলায় মনে হয় ঐ আকাশটা শুধু আমার।





--------------------------------------------------------------------------

উৎসর্গঃ শ্রাবণ জল

--------------------------------------------------------------------------



মন্তব্য ১১৬ টি রেটিং +৮/-০

মন্তব্য (১১৬) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৫

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ++++++++

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৪

স্নিগ্ধ শোভন বলেছেন:
প্লাসের জন্য ধন্যবাদ বর্ষণ ভ্রাতা। :)

২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৫

মোঃ খালিদ সাইফুল্লাহ্‌ বলেছেন: সুন্দর ছবি!!!

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৬

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ খালিদ ভাই।

৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫০

মৌন প্রতিজ্ঞা বলেছেন: শেয়ারের জন্য ধন্যবাদ ভাই।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৮

স্নিগ্ধ শোভন বলেছেন:

ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন। :)

৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৭

এম মশিউর বলেছেন: ৫ নং ছবিটা বেশি ভালো লেগেছে!

আর প্রকৃতি আমায় খুব টানে!

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৭

স্নিগ্ধ শোভন বলেছেন:
ধন্যবাদ এম মশিউর।

প্রকৃতি প্রেমে মুগ্ধ নহে এমন মানব খুঁজে পাওয়া বড় দায়।

৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১১

স্বপ্নবাজ অভি বলেছেন: খুব চমৎকার !

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩১

স্নিগ্ধ শোভন বলেছেন: থ্যাংকস গেলু ;)

৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৬

রাতুল_শাহ বলেছেন: সুন্দর ছবি।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩৩

স্নিগ্ধ শোভন বলেছেন:
ধন্যবাদ রাতুল ভাই।

ব্লগে আবার নিয়মিত আপনাকে দেখে খুব ভাললাগছে।
শুভ কামনা রইলো।

৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৭

পরিবেশ বন্ধু বলেছেন: আমার বাংলা জাগে নিত্য ভোরে
এত তার রূপ
কত অপরূপ
দেখার যেন নাই শেষ , তব নজরে ।।
বেশ সুন্দর
রূপে মনোমুগ্ধকর
বাংলার ছবি
তুলনা যে নাই , তারি ছায়ায় জুড়ায় অন্তর ।।
মন ভরে দেখি
আমার এ দেশ
সবুজ গালিছায় আঁকা
জেগে থাক হৃদয়ে , আমার বাংলাদেশ ।।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩৪

স্নিগ্ধ শোভন বলেছেন:
ধন্যবাদ বন্ধু।


জেগে থাক হৃদয়ে, আমার বাংলাদেশ ।।

৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৯

খাটাস বলেছেন: গ্রামের প্রায় সব ছবি ই একই লাগে, সেটা হচ্ছে সুন্দর। ১, ৫, ৯ নং ছবিটা আপনার হাতের ভিন্নতা তুলে ধরেছে।
সুন্দর। প্লাস।
শুভ কামনা ভাই।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩৭

স্নিগ্ধ শোভন বলেছেন:

অনেক অনেক ধন্যবাদ প্রিয় খাটাস।

শুভ কামনা সবসময়। :)

৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩২

মিজান আনোয়ার বলেছেন: বাহ খুব সুন্দর লাগতেছে.।.।.।.।।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩৮

স্নিগ্ধ শোভন বলেছেন:
ধন্যবাদ ভ্রাতা।

ব্লগে শুভেচ্ছা।

১০| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩২

*কুনোব্যাঙ* বলেছেন: চমৎকার সব নৈসর্গিক ছবি।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩৯

স্নিগ্ধ শোভন বলেছেন:
ধন্যবাদ কুনো ভাই। :)

ভাললাগায় সুখী হলাম।

১১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪৬

শূন্যবতী বলেছেন: ++++++ সবগুলো :)

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩৮

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যযোগ। :)

১২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:১৭

বটবৃক্ষ~ বলেছেন: ব্যাপক হিংসার ইমো হবে!! X(( X(( X((

আমার ডিএসেলার লাগবে একটা!! :( :( :(( :(( :((

১১নাম্বার টা দেখে অনেক্ষন তাকিয়ে থাকলাম ! খুব বেশি সুইট হয়েছে ক্যাপশানটা! সত্যি!! খুব ভালো হয়েছে সবগুলাই!!
অভিনন্দন

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:০১

স্নিগ্ধ শোভন বলেছেন:
হিংসা করে লাভ নাই /:)

ডিএসেলার লাগলে কিনে ফেল একটা।

অনেক ধন্যবাদ।

আমার দেওয়া প্রথম ছবি ব্লগ হিংসা না করে একটু বাহ বাহ দে। ;)

১৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৩৯

বটবৃক্ষ~ বলেছেন: মেঘে....
জলে.....
ঘাসে....
রঙের খেলা খুব ভালো খেলেছিস!! থাম্বস আপ ভাই!!!! :)

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:০৪

স্নিগ্ধ শোভন বলেছেন:
মেঘ জল মাটি ঘাস এর খেলা সৃষ্টি করতা কি সুনিপুণ ভাবে খেলেছেন। আমি শুধু তা ধারণ করেছি তার কিছু মুহূর্ত। :)


আবারও ধন্যবাদ।

ছবি কি আসলেই বেশি ভাল হয়েছে? ;)

১৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৪৬

এই আমি সেই আমি বলেছেন: মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে ।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:৩০

স্নিগ্ধ শোভন বলেছেন:


ধন্যবাদ।



মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে

১৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:১৩

মামুন রশিদ বলেছেন: অসাধারণ ছবি ব্লগ :)


প্রতিটা ছবি আর ছবির শিরোনাম চমৎকার হয়েছে ।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪৮

স্নিগ্ধ শোভন বলেছেন:
অনেক ধন্যবাদ ভ্রাতা।
আমার হাতে তোলা ছবি গুলো যে এত ভাল হয়েছে তা জেনে খুশী হলাম। :)

১৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:০৫

এহসান সাবির বলেছেন: চমৎকার সব ছবি। একরাশ মুগ্ধতা......
+++++++++
ভালোলাগা।


কাল রাতই দেখেছিলাম কিন্তু সার্ভার ঝামেলা করতেছিলো......!!

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫০

স্নিগ্ধ শোভন বলেছেন:
অসংখ্য ধন্যবাদ ভ্রাতা।

সার্ভার সমস্যা অচিরেই ঠিক হয়ে যাবে সেই আশায় করছি।

১৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৪৬

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
আমাদের বাংলাদেশ।
ছবির শিরোনামও অনেক সুন্দর হইছে।
ছবিতো অতি অবশ্যই।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫২

স্নিগ্ধ শোভন বলেছেন:
ধন্যবাদ দূর্জয় ভাই।

আমাদের বাংলাদেশের রূপের কোন নাই যে শেষ।

১৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০৮

সায়েম মুন বলেছেন: সবুজ শ্যামলের প্রান্তরটা অসাধারণ। বাকীগুলোও সুন্দর।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:২৬

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ মুন ভাই। :)

১৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০৮

আমিনুর রহমান বলেছেন:




অসাধারণ ফটোগ্রাফি। আমি মুগ্ধ।


এমন স্নিগ্ধ নদী কাহার, কোথায় এমন ধুম্র পাহাড়!
কোথায় এমন হরিৎ-ক্ষেত্র আকাশ তলে মেশে!
এমন ধানের উপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:২৭

স্নিগ্ধ শোভন বলেছেন:
ধন্যবাদ ভ্রাতা । :) :)



এমন স্নিগ্ধ নদী কাহার, কোথায় এমন ধুম্র পাহাড়!
কোথায় এমন হরিৎ-ক্ষেত্র আকাশ তলে মেশে!
এমন ধানের উপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে।
---- ইহা আর কোথাও নই। আমার সোনার বাংলা দেশের।

২০| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২৭

অদৃশ্য বলেছেন:





অপূর্ব

ছবিগুলো দেখে মুগ্ধ গয়ে গেলাম... আপনার তোলা নিশ্চয়?


শুভকামনা...

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩০

স্নিগ্ধ শোভন বলেছেন: হুম ! ছবিগুলো আমার তোলা।


ভাললাগা ও শুভকামনার জন্য ধন্যবাদ জানবেন। :)

২১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: ছবিতা। ভাল লাগলো । :)

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩১

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ কবি। :)

২২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩১

আদনান শাহ্‌িরয়ার বলেছেন: দুরন্ত ! দুরন্ত ! নীলিমার বুক জুড়ে একটি ঘাস চোখে লেগে থাকলো !

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩২

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ!ধন্যবাদ! শাহরিয়ার ভাই।
কমেন্ট পড়ে মন ছুঁয়ে গেলো।

২৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০৬

সোহানী বলেছেন: দারুনননননননন...অসাধারন...................

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩৩

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ সোহানী।

ব্লগে শুভেচ্ছা ।

২৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:১৬

রমাকান্তকামার১১০১১৪৫ বলেছেন: ছবিগুলো দেখে বেশ শান্তি শান্তি লাগলো....

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩৫

স্নিগ্ধ শোভন বলেছেন:
আসলেই শান্তির একটি জায়গা।
ছবি দেখে যে শান্তি পেলেন তার চেয়ে অনেক বেশি পাবেন। :)


ধন্যবাদ।
ব্লগে শুভেচ্ছা।

২৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১৯

ভিয়েনাস বলেছেন: প্রতিটা ছবিই চমৎকার হয়েছে।ক্যাপশন গুলোও সুন্দর। সব মিলিয়ে দারুন পোস্ট।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩৬

স্নিগ্ধ শোভন বলেছেন:
অনেক ধন্যবাদ ভিয়েনাস। :)

ভাল থাকুন নিরন্তর।

২৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪৬

ৎঁৎঁৎঁ বলেছেন: দারুন! অদ্ভুত সুন্দর সব ছবি! চোখ জুড়িয়ে গেল!

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৫০

স্নিগ্ধ শোভন বলেছেন:
ধন্যবাদ ইফতি ভাই।

এই সুন্দর জায়গায় যাওয়ার দাওয়াত রইলো। :)

২৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব চমৎকার।! হাতিয়া তো এমনই সুন্দর! সরকার চাইলে এই জায়গাটা অনেক ভালো পর্যটন কেন্দ্র হতে পারত। !

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৫৬

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ কা_ভা ভাই।

সরকার চাইলেই পারে। নিঝুম দ্বীপকে করার ঘোষণা দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। কিন্তু তার কোন কার্যকলাপ এখন চোখে পড়েনি।
জলদস্যুদের দ্বারা হাতিয়ার দক্ষিণ অঞ্চল খুব ভয়াবহ অবস্থার সম্মুখীন। সরকার গত দুই মাসে কিছুটা নিধন করতে পারলেও তার ভবিষ্যৎ কি হয় তা নিয়ে সঙ্কিত মানুষ। আশাকরি এ ব্যাপারে সরকার একটি সুন্দর সমাধান রাখবেন।

২৮| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:০৯

নেক্সাস বলেছেন: চমৎকার। শোভন এগুলো কি আপনি তুলছেন। অনেক সুন্দর হইছে।
আমার একটা ডিএসএলআর-এর সখ। কেউ যদি গিফট করতো আহারে। আলাউদ্দিনের চেরাগ পাইলে সবার আগে ডিএসএলআর চাইবো... B-) B-) B-) B-)

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:০১

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ নেক্সাস ভাই। ছবি গুলো আমার তোলা।

আপনার শরীরের কি অবস্থা এখন?? আশাকরি সুস্থ আছেন।



একটা ডিএসএলআর এর সখ আমারও । চেরাগ যদি পান তাহলে ১ম বার ২তা একটা ডিএসএলআর চাইয়েন। :)

২৯| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৭

আমি ময়ূরাক্ষী বলেছেন: মন ভালো করা ছবিগুলি।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:১৩

স্নিগ্ধ শোভন বলেছেন:
ধন্যবাদ ময়ূরাক্ষী। :) মন ভাল করতে পেরে সুখী হলাম।

৩০| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫০

শূন্য পথিক বলেছেন: অসাধারণ!

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:১৪

স্নিগ্ধ শোভন বলেছেন:
ধন্যবাদ পথিক। :)

৩১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫৭

প্রোফেসর শঙ্কু বলেছেন: ছবিগুলো দারুণ।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:১৪

স্নিগ্ধ শোভন বলেছেন:
ধন্যবাদ ভ্রাতা। :)

৩২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:১৭

রহস্যময়ী কন্যা বলেছেন: চমৎকার সব ছবি ভাইয়া :)
খুব সুন্দর

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:১৫

স্নিগ্ধ শোভন বলেছেন:
ধন্যবাদ আপুনি। :)

ভাল লাগায় আনন্দিত হলাম।

৩৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৬

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: অস্থির !

নদী কি ব্রহ্মপুত্র নাকি ??

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:১৭

স্নিগ্ধ শোভন বলেছেন:
একি মন্ত্রী মহোদয় নাকি? :-B


মেঘনা নদী।

ভাললাগায় আনন্দিত হলাম।

ধন্যবাদ মন্ত্রী সাহেব। :)

৩৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫১

একজন আরমান বলেছেন:
দুর্দান্ত সব ছবি !

অফ টপিকঃ
দোস্ত তোর সাথে কিছু কথা আছে। ফেবুতে বা ফোনে নক করিস ফ্রি হলে।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:১৮

স্নিগ্ধ শোভন বলেছেন:
থ্যাংকস আরমান।



৩৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩৫

শ্যামল জাহির বলেছেন: সুন্দর ছবিদৃশ্য আরো অসাধারণ লাগছে প্রত্যেকটি ছবির পাশাপাশি সুন্দর বর্ননার কারণে। :)

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:১৯

স্নিগ্ধ শোভন বলেছেন:
অনেক ধন্যবাদ জহির ভাই।

ব্লগে অভিনন্দন। :)

৩৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:২৭

শ্যামল জাহির বলেছেন: আমার নামের 'জ' এর সাথে 'আকার' টাকে আপনার ব্লগে অভিনন্দন করবেন না? :-B

২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৪০

স্নিগ্ধ শোভন বলেছেন: B-) B-) B-)
:P

অভিনন্দন জাহির ভাই।
একটু মিস্টেক হইয়া গেছে। /:)

মাপ করে দিবেন প্লিজ।

৩৭| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৮

লাবনী আক্তার বলেছেন: প্রতিটা ছবি আমার কাছে খুব ভালো লেগেছে। খুব সুন্দর।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:২৪

স্নিগ্ধ শোভন বলেছেন:
ধন্যবাদ আপু।
ভাল লাগায় আনন্দিত হলাম। :)

৩৮| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০২

কান্ডারি অথর্ব বলেছেন:

নাইস পোস্ট +++++++

২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:২৫

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ ভ্রাতা।

এত গুলো প্লাস পেয়ে হাওায়ায় উড়ছি। :)

৩৯| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৯

জুন বলেছেন: অনেক সুন্দর প্রতিটি ছবি স্নিগ্ধ শোভন সাথে ক্যাপশনগুলোও :)
+

২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:২৬

স্নিগ্ধ শোভন বলেছেন: অনেক ধন্যবাদ আপু। :)

৪০| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৫৪

রাসেলহাসান বলেছেন: অসাধারন সব ছবি!! আর কথা গুলোও দারুন! +++++ দিলাম। :)

২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:২৮

স্নিগ্ধ শোভন বলেছেন:
আপনার দেওয়া প্লাস পেয়ে অনেক খুশী হলাম। :) :)

অনেক ধন্যবাদ ভ্রাতা।

৪১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৭

ভারসাম্য বলেছেন: ছবিগুলো কি হাতিয়া-মনপুরা এলাকার?

খুব সুন্দর! ক্যাপশন গুলোও বেশ। এর পরের ফটোব্লগে দু'লাইন করে ক্যাপশন দেবেন। আরও ভাল লাগবে।

+++++++++++

২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৫২

স্নিগ্ধ শোভন বলেছেন:
ধন্যবাদ ভারসাম্য। :)

ছবিগুলো হাতিয়া থেকে তোলা।


পরামর্শের জন্য কৃতজ্ঞতা জানবেন।
এতগুলো প্লাস পেয়ে আনন্দিত হলাম।

৪২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২৩

শ্রাবণ জল বলেছেন: অনেক সুন্দর ছবি গুলো।
কার ক্যামেরায় তোলা? নাকি মোবাইলে ??

উৎসর্গে নিজের নাম দেখে খুব ভাল লাগল।
থ্যাংকস।

ভাল থেকো।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১২

স্নিগ্ধ শোভন বলেছেন:
ধন্যবাদ শ্রাবণ।

:)
ছবিগুলো মোবাইলে তোলা।

শুভকামনাই সুখী হলাম।
ভাল থেকো নিরন্তর।

৪৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২২

ইমরাজ কবির মুন বলেছেন:
খুব চমৎকার।
কোন মোবাইল দিয়ে তুলসিলেন ?

২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০৫

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ মুন ভাই।

|||SAMSUNG galaxy nexus|||

৪৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৯

প্রত্যাবর্তন@ বলেছেন: খুবই সুন্দর ছবিগুলো ।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৯

স্নিগ্ধ শোভন বলেছেন: অনেক ধন্যবাদ !! :)

৪৫| ২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:১৯

আরজু পনি বলেছেন:

৩, ৬, ১৩ একটু বেশিই ভালো লাগলো ...বাকীগুলোও অনেক সুন্দর ।

শ্রাবণজলকে ব্লগে ইদানিঙ কম দেখা যায় ...আশা করি উনি শিগগীরই নতুন লেখা নিয়ে হাজির হবেন ব্লগে ।
শুভেচ্ছা রইল শোভন ।।

২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:২৪

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ আপুনি :)


আশাকরি শ্রাবণ ব্যস্ততা কাটিয়ে আবার নতুন লিখা নিয়ে আমাদের মাঝে হাজির হবে।

ভাল থাকুন নিরন্তর!

৪৬| ২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৯

গোর্কি বলেছেন:
ছবি এবং ক্যাপশন - অসাধারণ এলবাম! মুগ্ধ!!

২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:০৩

স্নিগ্ধ শোভন বলেছেন:
ধন্যবাদ!
ভাললাগায় আনন্দিত হলাম।

শুভেচ্ছা !!!

৪৭| ২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৫১

নিঃসঙ্গ অভিযাত্রিক বলেছেন: প্রথম ও চতুর্থ ছবিটা সবচেয়ে ভালো লেগেছে।

২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৫৪

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ জানবেন।

ভাললাগায় সুখী হলাম :)


ব্লগে শুভেচ্ছা।

৪৮| ০৭ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪

শাহেদ খান বলেছেন: চমৎকার সব ছবি, আকাশের রং !

ভিন্ন আবেশ তৈরি হল মুহুর্তেই।

খুব সুন্দর। শুভকামনা, শোভন !

০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:৫২

স্নিগ্ধ শোভন বলেছেন:
ধন্যবাদ কবি!!!

শুভ কামনা নিরন্তর!!!

৪৯| ১২ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৪০

স্বজন হায়দার বলেছেন: অসাধারন।

১২ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:১৮

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্নবাদ ভ্রাতা।
ব্লগে শুভেচ্ছা!!!

৫০| ১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১:১২

একজন আরমান বলেছেন:
শুভ জন্মদিন দোস্ত।


অনেক অনেক শুভকামনা। :)

১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১:১৭

স্নিগ্ধ শোভন বলেছেন:
ধন্যবাদ দোস্ত!!! :)

ভাল থাকা হোক নিরন্তর!!

৫১| ১৩ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:০০

মহামহোপাধ্যায় বলেছেন: চমৎকার সব ছবি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাই।


জন্মদিনের শুভেচ্ছা রইল :)

১৩ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৩

স্নিগ্ধ শোভন বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ ভ্রাতা। :)

ভাল থাকুন নিরন্তর!!!!!

৫২| ১৪ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:২৮

শ্রাবণ জল বলেছেন: tomar birthday chilo!!! ami to janina.

phone kore bolo nai ken, wish kortam! :P

Anyway, jonmodin toh cholei gelo.
Ekhon ar happy birthday bole lav nei.

Aro 100 ta birthday palon korar ayu n toufiq din tomake Allah. :D

Valo theko.

১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:০৯

স্নিগ্ধ শোভন বলেছেন:
হা হা হা

তোর কথা মতে আমি সবাইকে ফোন করে করে বলতে হবে আজকে আমার জন্মদিন তোমারা আমাকে wish কর ;) :)

শুভ কামনায় খুশী হলাম। একটু দেরি হলেও wish করতে পারতি :P

৫৩| ১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:০৪

অদ্বিতীয়া আমি বলেছেন: অনেক সুন্দর ! ভাইয়া আপনি তো অনেক সুন্দর ছবি তুলেন ।

১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১:২৫

স্নিগ্ধ শোভন বলেছেন: অনেক ধন্যবাদ।
ভাল লাগায় আনন্দিত হলাম :)

ভাল থাকুন নিরন্তর!!!

৫৪| ১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:২৭

নূর আদনান বলেছেন: ৩ নং ছবিটা বেশি ভাল্লাগছে, আর ৮ নং ছবিটাতে সবুজ-প্রন্তর বা ল্যন্ড আরেকটু বেশি জায়গা জুরে থাকলে অনেক ভাল লাগতো বলে মনে হয়েছে।

এছাড়াও সবগুলো ছবিই ভাল হয়েছে ;)

১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১:২৭

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ ভ্রাতা :)

আর একটু বেশি ল্যন্ড নিয়েও ছবি আছে । সামনের পোষ্টে পাবেন ;)

৫৫| ২১ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:৪৫

সাচৌ বলেছেন: সুন্দররররররররর !!!

২১ শে নভেম্বর, ২০১৩ রাত ১:২২

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ!!! :)

৫৬| ২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ২:৪৩

শায়লা িসিদ্দক বলেছেন: অনেক সুন্দর ছবি :)

২৮ শে নভেম্বর, ২০১৩ ভোর ৪:৩২

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ আপু:)
আমার ব্লগে শুভেচ্ছা !

৫৭| ২২ শে জুন, ২০১৪ রাত ১২:০১

লিরিকস বলেছেন: +

২২ শে জুন, ২০১৪ বিকাল ৩:১২

স্নিগ্ধ শোভন বলেছেন: প্লাসের জন্য ধন্যবাদ!! :)

৫৮| ০৪ ঠা জুলাই, ২০১৪ দুপুর ১২:১৬

আহমেদ জী এস বলেছেন: স্নিগ্ধ শোভন ,



আকাশ আর মাটির প্রতিবিম্ব যেন অবিকল আপনার চোখের রেটিনায় ।

সুন্দর । তবে ক্যাপশানগুলো আরো কাব্যিক করা যেতো ।

শুভেচ্ছান্তে ।

০৫ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৫০

স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ ভ্রাতা। ক্যাপশন দেয়ার সময় যতটুকু সম্ভব সহজ ভাবে দিতে চেয়েছিলাম। কাব্যিক ক্যাপশন দেয়ার কথা মাথায় ছিলো না।

ভালো থাকুন নিরন্তর!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.