![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধূলোমাখা জানালা ছুঁয়ে যখন নির্লিপ্ত বোবা আলোটা আমার বন্ধ ঘরের দেয়ালে আঁচড়ে পড়ে তখন দীর্ঘশ্বাস গুলো শুধু দীর্ঘায়ত হয় এই ভেবে কেন আমি ঐ বোবা নির্লিপ্ত আলোটার মত না।
YOU'RE LOOKING AT ME BUT I'M LOOKING THROUGH YOU
"এই মেয়ে, ভিজে যাচ্ছি তো! কবি আর হাতের কদম ফুলটা অন্তত তোমার বুকের কোথাও লুকিয়ে রাখো লক্ষিটি!!! ওটা তোমার ই বন্ধু।
Welcome to the danger zone
Step into the fantasy
You are not invited to the other side of sanity
They callin' me an alien a big headed astronaut। "
“ অন্তরঙ্গ আলাপন” সাক্ষাতকার ভিত্তিক একটি নিয়মিত লাইভ আয়োজন। ব্লগারদের জানার আগ্রহের প্রেক্ষিতে আমি আপনাদেরকে স্বাগত জানাই বিশেষ ব্লগারদের নিয়ে লাইভ ধারাবাহিক “অন্তরঙ্গ আলাপনে”। এ পর্বের অতিথি ব্লগার এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা। তার সাথে আমাদের খোলামেলা আলোচনা হবে যার মাধ্যমে আমরা অন্বেষণ করবো তার একান্ত ব্যক্তিগত কিছু অনুভতি - দেশ নিয়ে, মানুষ নিয়ে, ধর্ম নিয়ে, তার ব্যাক্তিগত জীবন নিয়ে। আলোচনার ভাষা হতে হবে সংযত এবং অপ্রাসাংগিক বিষয়কে এড়িয়ে যেতে হবে সযত্নে। এ পর্যন্ত তার বিভিন্ন লেখালেখি সন্বন্ধে আমরা তার কাছে জানতে চাইবো। তবে কোন অনধিকার চর্চা বিষয়ক প্রশ্ন এখানে গ্রহণযোগ্য হবে না।
ব্লগার এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা আমেরিকার ভিসা জটিলতার কারণে আমাকে আমারিকার ভিসা না দিতে পারলেও অনলাইন এ আমার সাথে কফি আড্ডাই অত্যন্ত বিনয়ের সাথে সময় দিয়েছেন। আমার সাথে ব্লগার এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণার কথোপকথনের কিছু অংশ নিচে দেওয়া হল।
আপনি কেমন আছেন ? অন্তরঙ্গ আলাপনে এসে আপনার কেমন লাগছে?
- অনেক ভাল আছি। অন্তরঙ্গ আলাপনে এসে অনেক ভাল লাগছে, অনেক আনন্দিত কিন্তু একটু ভীত। আমি কঠিন প্রশ্নের উত্তর দিতে পারি না আমন্ত্রণের জন্য
অনেক অনেক ধন্যবাদ।
আপনি বর্তমানে কি করছেন?
- বর্তমানে লেখাপড়া করছি।
সামুর সাথে আপনার পরিচয় কিভাবে?
- যতটুকু মনে আছে একটা ফেইসবুক পেজের অ্যাডমিন সামুর ব্লগার ছিল, সে তার লেখা তার পেজে শেয়ার করত। সেখান থেকে সামুর সাথে পরিচয় হয়েছে।
আপনি কি এখানেই সেটেল হবেন নাকি দেশে ? আপনার কি ইচ্ছে?
- আমি এখানেই সেটলড, এখানেই থাকব।
আপনি অবসর সময়ে কি করতে পছন্দ করেন?
- অবসর সময়ে ব্লগ পড়ি, ছবি আঁকি, ছবি তুলি, ফিউচার প্লান করি।
আপনার প্রিয় লেখক ও কবি কে?
- আমি গল্প, উপন্যাস পড়িই না বলতে গেলে। সো প্রিয় লেখক নেই। প্রিয় কবি মনে হয় জীবনানন্দ দাস, নির্মলেন্দু গুণ, হেলাল হাফিজ।
আপনার প্রিয় ব্যক্তিত্ব কে?
-মনে হয় আমার বাবা, মা।
আপনার প্রিয় রং কি?
- লাল। কিন্তু এমন না আমি সবকিছু লাল চুজ করি। উলটো আমি অন্য রঙই বেশি চুজ করি, তবুও প্রতিবার কেন যেন বলি প্রিয় রঙ 'লাল'।
আপনার প্রিয় ফুল কি?
-কদম ফুল :!>
আপনার প্রিয় খাওয়ার কি?
- প্রিয় খাবার সব বিয়ে, দাওয়াত এসবের খাবার, বিরিয়ানি, চিকেন রোস্ট, পোলাউ, বোরহানী, চিজ কেক (কয়েকদিন আগে অনেক খেতে মন চেয়েছিল) ইত্যাদি
আপনার একটি মজার অভিজ্ঞতা শেয়ার করুণ?
- একদিন আম্মু আর আমি লন্ড্রি করতে গিয়েছে। আমি আম্মুকে কি যেন কিনে দিতে বললাম। আম্মু বলল যে টাকা খরচ করার দরকার নাই। লন্ড্রি শেষ প্রায় রাত ১২ টায়। আম্মু বলে, আব্বু নাকি বলেছে পাশের দোকানে মাত্র ৫ সেন্টে কফি বিক্রি করে। আমাকে আম্মু বলল, চল কফি খাই। আমরা কফি নিলাম। পে করার সময় দোকানদার বলল, কফির দাম টু ডলারস। আম্মু পে করল। বাসায় ফিরে আব্বুকে জিজ্ঞেস করলাম, কফির দাম নাকি ৫ সেন্ট? আব্বু বলে, কফি না, কপি ৫ সেন্ট। মানে কাগজ ফটোকপি
বর্তমান সময়ে সামু আপনার কাছে কেমন লাগছে?
- আমি তো এখন বেশি আসি না ব্লগে, সো সেরকম কোনো অবজারভেশান নেই। কিন্তু আগের থেকে ভাল মনে হচ্ছে।
কেউ যদি সামনাসামনি বলেন যে, আপনার হাসি আসলেই অনেক সুন্দর!!! আপনি এর প্রতি উত্তরে তাকে কি বলবেন?
- ধন্যবাদ দিব। :!>
আপনি কার বা কার কার গান শুনতে পছন্দ করেন?
-আমি অনেক সিঙ্গারের ও অনেক টাইপের গান শুনি। ব্লগের অনেকেই জানেন, আমার রবীন্দ্র সঙ্গীত পছন্দ। অনেক রবীন্দ্র সঙ্গীত শুনি। কিছু নির্দিষ্ট নজরুলগীতি শুনি। বাংলা প্রায় সব ধরনে আধুনিক গান শুনি। অনেক আগের মুভির গান থেকে শুরু করে লোকগীতি, লালন ও বিভিন্ন গান। ইংলিশ গান ফেভারিট বিভিন্ন গানসহ টপচার্টের গান শুনি। সব মিলিয়ে অনেক সিঙ্গার।
Extraterrestrial বলতে বহির্জাগতিক কোন কিছুকে বুঝায়। আপনি কি সত্যিই একজন এলিয়েন ব্লগার?
-অবশ্যই আমার এক্সট্রাটেরেস্ট্রিয়াল এক্টিভিটি যারা দেখেছে তারাই শুধু বুঝতে পারে যে আমি কত বড় এলিয়েন
#এখন আপনারা প্রশ্ন করবেন - উত্তর দেবেন ব্লগার এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা । পুরো ব্যাপারটাই লাইভ। আর আমি থাকবো কোন অনভিপ্রেত শব্দ বা প্রশ্নের উচ্চারণ ঘটলে সেটাকে গলা টিপে মারতে।
ব্লগার এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণার অনুমতি আমি প্রার্থনা করছি - তার অংশগ্রহণ নিশ্চিত করার জন্য।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৯
স্নিগ্ধ শোভন বলেছেন:
আমরা পোষ্ট চালিয়ে যাচ্ছি । আপনি নাকে তেল দিয়ে ঘুমান।
ধন্যবাদ পোষ্টে আপনার উপস্থিতির জন্য।
২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৪
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমার ব্লগের প্রোফাইলের বিবরণ একটু চেঞ্জ হয়েছে।
ভ...য় লাগে
এত কঠিন বিষয়ে আলোচনা হবে সেটা তো জানতাম না
অনেক ধন্যবাদ।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৮
স্নিগ্ধ শোভন বলেছেন:
সকাল বেলায় নেওয়া তাই চেঞ্জ চোখে পড়ে নাই।
ভয় পাওয়ার কিছু নেই আপু।
উপস্থিতি নিশ্চিত করার জন্য অনেক ধন্যবাদ।
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৩
স্নিগ্ধ শোভন বলেছেন:
"মনোযোগ দিয়া জল কল্ললে কান পাতিয়া থাকো, বহুদিনকার কত বিস্রিত কথা শুনিতে পাইবে।"
উপরের অংশের পরিবর্তে নিচের অংশটুকু আপডেট হয়েছে পরে পোষ্টে এড করে দিবো।
এই মেয়ে, ভিজে যাচ্ছি তো! কবি আর হাতের কদম ফুলটা অন্তত তোমার বুকের কোথাও লুকিয়ে রাখো লক্ষিটি!!! ওটা তোমার ই বন্ধু।
Welcome to the danger zone
Step into the fantasy
You are not invited to the other side of sanity
They callin' me an alien a big headed astronaut।
৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২০
সেলিম আনোয়ার বলেছেন: আপনি যে ছবিটি প্রোফাইল হিসেবে দেনএটি কার ছবি?এত মানুষআপনার পরবর্তী পোস্টের অপেক্ষায় থাকে আপনার পরবর্তী পোস্ট কবে পেতে পারি ।আমিআপনাকে নিয়ে অনেক গুলি কবিতা এতে কিআপনি কষ্ট পেয়েছেন। আপনা প্রকৃত নাম কি?
৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২০
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: স্বর্ণা আপনার এইজ কত?
৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৪
মামুন রশিদ বলেছেন: হ্যালো সিস.. কেমন আছেন ?
খুব একটা পাই না কেন ?
ভাল থাকুন । শুভ কামনা
৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৫
রাফি বিন তোফা বলেছেন: দেশ নিয়া চিন্তা ভাবনা কি আপু? কিছু করার ইচ্ছা?
(বড়ই সহজ প্রশ্ন)
৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৬
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
@সেলিম আনোয়ার,
প্রোফাইলের ছবি তো গুগলের। আগে অন্য একটা ছিল, সেটায় অনেকের অবজেকশান থাকায় পরে এটা দিয়েছি।
পরবর্তী পোষ্ট কবে দিব সেটা তো জানি না। আমি পড়ালেখার কাজে ব্যস্ত থাকি
আপনি আমাকে নিয়ে অনেকগুলো কবিতা লিখেছেন সেটা তো আমি জানি না
আমার প্রকৃত নাম স্বর্ণা।
৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৯
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
@প্লিওসিন অথবা গ্লসিয়ার,
টিনেজের শেষের দিকে
৯| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩১
*কুনোব্যাঙ* বলেছেন: আসলাম, দেখলাম, জয় করলাম। ব্লগে এসেই চমৎকার আন্তরিকতা ও খোলা মন দিয়ে সকলের মন জয় করে এখন ব্যাক্তিগত পড়াশুনার চাপে নিজেই ব্যাস্ত
আগে প্রশ্ন করে নেই,
প্রশ্ন১ঃ আপনাকে যদি বাংলাদেশ বাদে যেকোন একটি দেশ/শহর বা কোন স্থান ভ্রমণ করার সুযোগ দেয় তাহলে বেড়ানোর জন্য কোন জায়গাকে বেঁছে নিবেন?
প্রশ্ন২ঃ বেড়ানোর জন্য বাংলাদেশের কোন জায়গায় বেঁছে নিতে বললে কোন জায়গাটাকে বেঁছে নিবেন?
প্রশ্ন৩ঃ একটি বহুজাতিক শহরে থাকার সুবাদে ধারণা করি বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষকে দেখার এবং মেশার সুযোগ হয়েছে। এখন পর্যন্ত আপনার দেখা সবচাইতে ভালো জাতিগোষ্ঠী কোনটাকে মনে হয়েছে? (পক্ষপাতিত্ব দূর করার জন্য বাঙ্গালী বাদদিয়ে বলতে হবে)
১০| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩১
কান্ডারি অথর্ব বলেছেন:
আপু শুভেচ্ছা জানবেন। আগে আমার পোস্টে আপনার মন্তব্য পেলে অনুপ্রেরনা পেতাম। এখন আর পাইনা কেন ?
যাই হোক সকালে ব্রেকফাস্ট কি করেছেন ?
১১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩২
এহসান সাবির বলেছেন: শোভন ভাই এটা চমৎকার আয়োজন, ধন্যবাদ আপনাকে, এই সিরিজ টা চালিয়ে যান।
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণার কছে প্রশ্ন- আপনি আগে নতুন ব্লগারদের অনেক উৎসাহ দিতেন, এখন এটা তেমন দেখি না, কারন টা কি? সময় কম পাওয়া নাকি করো লেখা ভালো লাগে না?
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪০
স্নিগ্ধ শোভন বলেছেন:
ধন্যবাদ সাবির ভাই আলাপনের সাথে থাকার জন্য । অবশ্যই চালিয়ে যাওয়ার ইচ্ছে আছে।
১২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩২
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
@মামুন রশিদ,
হ্যালো। আমি অনেক ভাল আছি, আপনি কেমন আছেন?
পড়ালেখা নিয়ে ব্যস্ত
অনেক ধন্যবাদ, আপনার জন্যও শুভ কামনা।
১৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: আপনি তো সময়ের অন্যতম জনপ্রিয় ব্লগার ।বলতে গেলে তারকা। আমি অধমের উপর আপনার কোন রাগ বা গোস্বা আছে কিনা?
১৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৫
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
@রাফি বিন তোফা,
এটাই তো সবচেয়ে কঠিন প্রশ্ন। এই প্রশ্ন আগেও আমাকে করা হয়েছিল, আই কুডন্ট অ্যান্সার
আগে দেখি নিজে কি হতে পারি, সেটার উপর ডিপেন্ড করে দেশের জন্য অবশ্যই কিছু করব।
অনেক ধন্যবাদ।
১৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৭
দুঃস্বপ্০০৭ বলেছেন: স্বর্ণা আপনি কি মনে করেন ব্লগ এখন ছাগু মুক্ত ?
১৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৭
স্বপ্নবাজ অভি বলেছেন: আপনি আমাকে চিনেছেন ?
১৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪১
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
@*কুনোব্যাঙ*,
অনেক ধন্যবাদ।
১। প্যারিস/ইস্তানবুল।
২। কক্সবাজার (বাংলাদেশের কোনো জায়গা চিনি না )
৩। হোয়াইটস (জাতিগোষ্ঠী শব্দের অর্থ কি? ) সবাইকেই তো ভাল লাগে। তারপরও একটা চুজ করলাম।
১৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪২
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: আপনার বয়স কতো?
আর নতুন পোস্ট দেন।
১৯| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪২
আদনান শাহ্িরয়ার বলেছেন: @ এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা আপু, আমি মোটামটি নতুন ব্লগার , আপনার ব্লগ বাড়িতে এখনও ভ্রমন হয়নি , খুব শিগগিরই যাবো আশা করি । তাই লিখালিখি বিষয়ক প্রশ্ন করতে পারছি না, শুধু ব্যক্তিগত একটি প্রশ্ন ।
আপনি কেনও বিদেশে সেটল হতে চান ??
@শোভন ভাই, আপনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১২
স্নিগ্ধ শোভন বলেছেন:
ধন্যবাদ আলাপনের সাথে থাকার জন্য।
২০| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৪
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
@কান্ডারী অথর্ব,
অনেক ধন্যবাদ। এখন আর অনুপ্রেরণা পান না? অফলাইনে মাঝে মাঝে পড়ি, কমেন্ট দেয়া হয় না।
সকালে ব্রেকফাস্ট করা হয়নি, অনেক সকালে ক্লাস। ক্লাস শেষে খেলাম বেগেল উইথ ক্রিম চিজ।
২১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৭
আমিনুর রহমান বলেছেন:
স্বর্ণা মনি কেমন আছো?
২২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৮
কান্ডারি অথর্ব বলেছেন:
শুধু পড়লেই হবে, মন্তব্য না করলে অনুপ্রেরনা পাবো কিভাবে ?
আচ্ছা আপু এই বেগেল আবার কেমন খাদ্য ?
২৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৮
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
@এহসান সাবির,
অনেক ধন্যবাদ।
সময় নেই। অনেকের লেখা ভাল লাগে। বিভিন্ন সময় এই কমেন্ট দেয়া ও অন্যান্য বিষয় নিয়ে বিভিন্ন কিছু হয়েছে যেগুলোর জন্য আমি কমেন্ট দেয়ায় উৎসাহ হারিয়ে ফেলেছি
২৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫০
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
@সেলিম আনোয়ার,
জনপ্রিয়তা, তারকা এসব দিয়ে কি হবে......
আছে।
২৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫১
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
@দুঃস্বপ্০০৭,
ব্লগ ছাগুমুক্ত না। কিন্তু আগে থেকে একটু কমেছে। অথবা আমার ইনভল্ভমেন্ট কম তাই এমন মনে হয়।
ধন্যবাদ।
২৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫২
স্বপ্নবাজ অভি বলেছেন: আমার জবাব কই ?
২৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৩
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
@স্বপ্নবাজ অভি,
আমি আপনাকে চিনেছি। আপনার ফুলের ছবির ফেইসবুক পেইজ আমার সব মনে আছে। আপনি কি আমাকে চিনেছেন?
ধন্যবাদ।
২৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৪
এম মশিউর বলেছেন: স্বর্ণা আপু,
তোমার প্রোফাইল পিকচারের কদমগুচ্ছ যদি কাউকে দিতে বলা হয়, তবে তুমি ফুলগুলো কাকে দেবে??
২৯| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৪
সুমন কর বলেছেন: অনেক কিছুই জানতে পারলাম। নিজেকে নিয়ে এত সন্দেহ থাকাটা ঠিক নয়!! গল্প বা উপন্যাস কিছু পড়েন না শুধু কবিতা পড়েই এত সুন্দর লেখে যাচ্ছেন !! ভাল।
আপনার প্রিয় রং আর ফুলটা নিশ্চিন্তে বলে দিতে পারলেন কিন্তু প্রিয় ব্যক্তিত্বর সময় বললেন, মনে হয় আপনার বাবা, মা। সন্দেহ নিয়ে!! যেহেতু গল্প বা উপন্যাস কিছু পড়েন না, সেহেতু প্রিয় কেউ থাকবে না, এটা মেনে নেয়া যায়। কিন্তু আগেরটা না।
ভালো থাকবেন।
৩০| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: আজকে এই রাতে আমাকে আপনার গোস্বা অভিমান থেকে মুক্তি দেয়া যাবে? তাহলে আমি একটু হালকা হই । দিলে আরাম পাই।আপনি তো অনেক বড় তারকা ব্লগার তাই না?একটু বৃহত মনে যদি কনসিডার করতেন। খুব খুশি হতাম।
৩১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৫
স্বপ্নবাজ অভি বলেছেন: হুম , ওয়াচে থাকাকালীন আমার ব্লগে কমেন্ট করা একমাত্র ব্লগার ! আপনাকে মিস করি এখন ! আশা করি আবার পাবো নিয়মিত !
৩২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৫
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
@ইরফান আহমেদ বর্ষণ,
প্লিওসিন অথবা গ্লসিয়ারের প্রশ্নের জবাব দ্রষ্টব্য :#>
আমার সত্যি সময় নাই, আর আমি লিখতেও পারি না।
অনেক ধন্যবাদ। শুভ কামনা।
৩৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৫
শায়মা বলেছেন:
স্বর্নামনি!!!!!!!!!!!
কেমন আছো???
৩৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৭
এ্যংরি বার্ড বলেছেন: এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা @ কোনো ব্লগারকে কি তুমি মিস করো?
৩৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৭
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
@স্বপ্নবাজ অভি,
জবাব সিরিয়ালি দিচ্ছি। আপনার কাছে একটা প্রশ্ন আছে। আরেকদিন করব।
৩৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৮
দিকভ্রান্ত*পথিক বলেছেন: ইমোর পরিমাণ কম হইছে
৩৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৮
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
@এম মশিউর,
আমার প্রেমিককে
৩৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০০
জানতে চায় বলেছেন: আমার ব্লগের ১ম কমেন্টকারী আপনি , .....
চিনতে পেরেছেন ?
না চেনার ই কথা , কারন অনেকের ব্লগেই ১ ম কমেন্ট আপনি করতেন , .....
আপনি কি এখন ও ছবি আকেন ?
৩৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০১
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
@সুমন কর,
আপনার পর্যবেক্ষণ চমৎকার। আমি নিজেই উত্তরগুলো দেয়ার সময় ভাবছিলাম, আমি এত কনফিউসড কেন ব্যাক্তিত্ব বলতে কি বুঝানো হয়েছে সেটা আমি বুঝিনি, এজন্য কনফিউশানে থেকে উত্তর দিয়েছি
আমার মনে হয়েছে কেউ এই কথাটা বলবে
অনেক ধন্যবাদ, শুভ কামনা।
৪০| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০২
স্বপ্নবাজ অভি বলেছেন: হুম ! ভয় পাচ্ছি কি না কি জিজ্ঞেস করেন ! ভয় থেকে মুক্তি দেয়ার জন্য আজকেই করতে পারেন !
৪১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৩
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
@সেলিম আনোয়ার,
এভাবে কথা বলা ভাল লাগে না।
অভিমান নেই।
৪২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৫
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
@শায়মা,
অনেক ভাল আছি, আপনি কেমন আছেন?
অনেক ধন্যবাদ।
৪৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৬
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
@এ্যংরি বার্ড,
অনেক ব্লগারকে করি
৪৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৭
এহসান সাবির বলেছেন: এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা ধন্যবাদ আপনাকে। সময় পেলে আবার লিখুন। শুভকামনা।
৪৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৭
এ্যংরি বার্ড বলেছেন: একজনের নাম বলো ?
৪৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৭
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
@দিকভ্রান্ত*পথিক,
আমাকে কষ্ট করে ইমো কপি পেস্ট করতে হয়েছে
নাহলে আর কম হত না
এত্তগুলো বেশি হত
৪৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:০৮
নীল জানালা বলেছেন: কিতা কৈন? কফির দাম পাচ পাই ঐলেই কি রাইত বারোডার সুমায় কফি খাইতে অয়? ঘুম হৈসিল ঐ রাইতে?
৪৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১১
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
@জানতে চায়,
আমি কাউকে ভুলি না, এটা আপনি জানেন না! আমি মাঝে মাঝে আপনার ব্লগে যাই, সেটা কি আপনি দেখেন না?
হ্যা, ছবি আঁকি টিস্যু পেপারের উপর
বাসায় ব্ল্যাঙ্ক পেপার নাই
৪৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১২
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
উপরের দুইটা কমেন্ট জবাব ভুলে দেই নি। দুঃখিত এখনই জবাব দিচ্ছি
৫০| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১২
সেলিম আনোয়ার বলেছেন:
খুব খুশি হয়েছি । ফুলেল শুভেচ্ছা স্বর্ণা । শুভ রাত্রি। বাই
৫১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৪
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
@আদনান শাহ্িরয়ার,
অনেক দুঃখিত। ভুলে আপনার কমেন্টটা স্কিপড হয়ে গিয়েছিল। তাই জবাব দিতে দেরি হয়েছে।
আমি আপনার ব্লগে কয়েকদিন গিয়েছি
আমার ফ্যামিলি বিদেশে থাকে।
অনেক ধন্যবাদ। অনেক শুভ কামনা। আমার ব্লগে স্বাগতম।
৫২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৬
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
@আমিনুর রহমান,
অনেক দুঃখিত, অনেক কমেন্টের মাঝে স্কিপ হয়ে গিয়েছিল তাই জবাব দিতে দেরি হল।
আমি ভাল আছি। আপনি কেমন আছেন? অনেক ধন্যবাদ।
৫৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৭
কাজী মামুনহোসেন বলেছেন: নতুন পোস্ট কবে দেবেন ?
(সবাই প্রশ্ন করতেছে, আমি বাদ যাব কেন ?)
৫৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৯
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
কান্ডারী অথর্ব,
দুঃখিত দেরি করে জবাব দেয়ার জন্য। কমেন্ট স্কিপ হয়ে গিয়েছিল।
আমার নিজেরই অনুপ্রেরণা হারিয়ে গেছে
এটা হচ্ছে বেগেল
৫৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২১
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
@স্বপ্নবাজ অভি,
না, আরেকদিন করব। নো ভয়।
৫৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২২
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
@এহসান সাবির,
অনেক ধন্যবাদ। আমার ব্লগে স্বাগতম।
৫৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৩
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
@এ্যংরি বার্ড,
একজনের নাম বললে অন্যরা রাগ করবে আই মিস হুএভার ইস মিসিং
৫৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৩
কান্ডারি অথর্ব বলেছেন:
আপু আপনার কাছে রিকুয়েস্ট থাকবে আপনি নিয়মিত হবেন সেই আগের মত প্রানবন্ত একজন এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা রূপে ।
৫৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৪
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
@নীল জানালা,
আমরা রাত ১২ টায় কফি খাই, চা খাই। ঘুম হয়
৬০| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৭
ভিয়েনাস বলেছেন: স্বর্ণা আপা লেখাপড়ার চাপ কমলে কি ব্লগে আবার একটিভ হবেন ?
৬১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৮
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
@সেলিম আনোয়ার,
শুভ রাত্রি। ধন্যবাদ।
৬২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩১
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
@কাজী মামুনহোসেন,
আমার সম্পর্কে সবাই অনেক কিছুই জানে, তাই কোনো প্রশ্ন নাই?
ভালই তো, আমি তো কঠিন প্রশ্নের ভয়ে ছিলাম
যেদিন লিখতে পারব, সেদিন এত্তগুলো পোষ্ট দিব
আমি আপনার ছোট
৬৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩৩
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
@কান্ডারী অথর্ব,
হুম, একসময় আবার হব। অনেক ধন্যবাদ।
৬৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৩৪
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
@ভিয়েনাস,
হ্যা, অনেক ধন্যবাদ। শুভ কামনা।
৬৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪৭
নিয়েল হিমু বলেছেন: এই পোষ্টে আপুকে এক্টিভ দেখে পুরোনো দিনের কথামনে পরে গেল । অনেক ভাল লাগতেছে । পোষ্টটাও ভাল লেগেছে নিশঃন্দেহে ।
৬৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫০
প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: মন পোড়ার গন্ধ পাইছি পোস্টে
৬৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫০
আদনান শাহ্িরয়ার বলেছেন: @স্বর্ণা আপু, আপনি আমার ব্লগে গিয়েছিলেন জেনে অবাক এবং ভালো লাগলো । কখনও লিখালিখি বিষয়ে কোনও উপদেশ, পরামর্শ বাঁ সমালোচনা করে আমার লিখালিখিকে সমৃদ্ধ করবেন এই আশা করি । ধন্যবাদ উত্তর দেওয়ার জন্য । আপনার ভালো থাকা কামনা করি ।
৬৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫৫
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
@নিয়েল হিমু,
অনেক ধন্যবাদ, মন্তব্যের জন্য। আমি আপনার কথা ভাবছিলাম, অনেকদিন কথা হয় না। আশা করি ভাল আছেন।
শুভকামনা, নিয়েল
৬৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫৭
কাজী মামুনহোসেন বলেছেন: যাক তাইলে একটা কঠিন প্রশ্ন করি।
ডিম আগে না মুরগী আগে ?
এতদিন ছোট ছিলাম কিন্তু, যেদিন আপনার কাছে সালামী চাইলাম, সেদিন থেকে বড় হয়ে গেলাম।
আপনি এত কিপটা, আগে জানতাম না।
৭০| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫৮
লিন্কিন পার্ক বলেছেন:
টিনেজের শেষের দিকে !
আমার সমসাময়িক :!> :#>
৭১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫৮
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
@প্লিওসিন অথবা গ্লসিয়ার,
কিভাবে?
'মন দিলো না, বধূ
মন নিলো যে শুধু,
আমি কি নিয়ে থাকি....."
৭২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০০
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
@আদনান শাহ্িরয়ার,
কয়েকদিনের মধ্যেই আবার যাব। আমি সমালোচনা করব? আমি নিজেই তো লিখতে পারি না
ভাল থাকবেন, অনেক ধন্যবাদ।
৭৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০২
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
@কাজী মামুনহোসেন,
মোরগ আগে
আমি সত্যি আপনার এত্তগুলো ছোট
৭৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০৬
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
@লিন্কিন পার্ক,
নাহ নাহ, একদম শেষ না
আমরা কি সত্যি সমসাময়িক? :!>
৭৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০৭
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: @স্নিগ্ধ শোভন গুড জব ব্রো কীপ ইট আপ
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০৯
স্নিগ্ধ শোভন বলেছেন:
ধন্যবাদ আলাপনের সাথে থাকার জন্য।
৭৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:১০
লিন্কিন পার্ক বলেছেন:
সম্ভবত !
আর না হলেও কাছাকাছি ! আগে জানলে আপনার পোস্টে গিয়ে আপু ডাকতাম নাহ
৭৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:১১
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: @কিউটি স্বর্ণাঃ অন্তরঙ্গ আলাপন কেমন উপভোগ করছ ? মানে অন্তরঙ্গ আলাপনে আজকের অতিথি হিসেবে তোমার অনুভূতি কী ?
৭৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:১২
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
@লিন্কিন পার্ক,
:#> :#> :#>
৭৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:১৫
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
@তাসনুভা সাখাওয়াত বিথি,
স্নিগ্ধ শোভনের পোষ্টে আপনার কমেন্ট দেখেই এখানে আসার উৎসাহ পেয়েছি। অনেক ধন্যবাদ।
অনেক ভাল লাগছে, এনজয় করছি। প্রথমে ভয় পেয়েছিলাম। আরেকজন ব্লগার আমাকে এরকম একটা বিষয়ে আসার প্রস্তাব দিয়েছিলেন, আমি ভয়ে যাই নি
স্নিগ্ধ শোভনকে অনেক ধন্যবাদ।
৮০| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:২৪
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
সম্ভবঃত আপনিই সেই বিরল ব্লগারদের একজন যারা সকল ধরনের পোস্টে আনন্দ পান। আপনাকে সাহিত্য, কপি-পেস্ট, ক্যাচাল সব পোস্টেই দেখেছি। যদিও একটা সময় মনে হলো, আপনি ব্লগ পাঠে একটা বৃত্ত মেনে চলেন। তবুও বলবো, এতো পড়ার আগ্রহ কিভাবে পান? প্রেরনার উৎস কি?
এবং আপনি আপনার অত্যধিক জনপ্রিয়তার পিছনে আপনার লেখালেখি কিংবা ব্লগীয় ব্যক্তিত্বের কোন বিষয়টিকে এগিয়ে রাখবেন?
৮১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:২৬
খাটাস বলেছেন: @ স্বর্ণা
কোন কারনে আপনার বিচরণ প্রত্যক্ষ করার সৌভাগ্য হয় নি। তবে আপনি যে সামুর অনেক বড় অনুপ্রেরনা বুঝতে পারছি। কি প্রশ্ন করব বুঝতে পারছি না। আচ্ছা আপনার আই কিউ কত? :#>
ভাল থাকুন আজীবন।
শুভ কামনা।
শোভন ভাই শো তে প্লাস কাউ রে দিয়ে এক কাপ কফি পাঠানো যায় না?
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৪৫
স্নিগ্ধ শোভন বলেছেন:
ধন্যবাদ ভ্রাতা।
কফি পাঠানোর এখন উপায় নাই। কি করা যায় আর।
অন্য দিন দেখা হলে খাওয়াবো।
৮২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩৩
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
@আশরাফুল ইসলাম দূর্জয়,
আপাতত এই বৃত্তটা আর নাই। আগে ছিল, তখন অনেক ভাল লাগত। ব্যস্ততা অনেক কম ছিল, অনেক সময় ছিল। সবাইকে জানতে মন চাইত।
আমি তো লেখালেখি করতে পারি না। ব্লগীয় ব্যক্তিত্বও তো অতো ভাল না
ব্লগীয় ব্যক্তিত্বকে এগিয়ে রাখব।
অনেক ধন্যবাদ। শুভ কামনা।
৮৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩৫
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
@খাটাস,
আপনার প্রথম পোষ্টে মন্তব্য করেছিলাম, মনে আছে?
আই কিউ টেস্ট তো করি নাই, ডিসএপোয়েন্টেড হওয়ার ইচ্ছা নাই
অনেক ধন্যবাদ। আপনিও অনেক ভাল থাকুন।
৮৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩৬
নিয়েল হিমু বলেছেন:
৮৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৪০
খাটাস বলেছেন:
স্বর্ণা আপনার আই কিউ চেক করলে ডিসএপোয়েন্টেড হউয়ার কোন সম্ভাবনা নাই। অত দিন আগে আপনি আমার প্রথম পোস্টে কমেন্ট করেছিলেন, সেটা আপনার মনে আছে।
এটা অনেক বড় একটা ব্যাপার আমার জন্য আপু । তবে আমি খুব বেশি অনুভুতি দেখাইতে পারি না।
আপনার জন্য অনেক দোয়া থাকল আপু।
ভাল থাকবেন আজীবন।
৮৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৪৩
সায়েদা সোহেলী বলেছেন: হাই এলিয়েন
আমার প্রশ্ন টিনেজার একটা মেয়ে ব্লগিং এর মত একটা বিষয় এতটা সময় কি করে দিত? ???
এতটা শ্রম , উতসাহ প্রশংসার যগ্য । পোস্ট গুলোও অনেক ম্যাচুউরিটি রাখে !! ।রহস্য কি এলিয়েন ??
এবং কোথায় যেন বলেছিলে , ইউ নো মি বাট হাউ? ??
আপাতত এই সহজ প্রশ্নের উত্তর দাও পরে কঠিন প্রশ্ন করছি
৮৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৪৩
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
@নিয়েল হিমু,
৮৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৪৫
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
@খাটাস ,
জেনারেল হওয়ার পর প্রথম পোষ্ট। সেই পোষ্টে আপনি কিছু কমেন্টও ডিলিট করেছিলেন। কয়েকজন আপত্তিকর কমেন্ট দিয়েছিল।
আমিও অনুভূতি প্রকাশ করতে পারি না।
অনেক ধন্যবাদ।
৮৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৪৯
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
@সায়েদা সোহেলী,
আপনি হাই স্কুলের সিলেবাস দেইখেন, এত সোজা পড়ালেখা, কিছু পড়তেই হয় না
আর আমার বন্ধু বান্ধব নাই বললেই চলে, সো সময় দেয়ার মত অন্য কিছু ছিল না।
রহস্য জানি না
ফেইসবুকে দেখেছি
কঠিন প্রশ্নের অপেক্ষা করছি
অনেক ধন্যবাদ।
৯০| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৫৫
সায়েদা সোহেলী বলেছেন: বেস চটপট উত্তর! !
জ্যাকসন হাইটস যাচ্ছি একটু কাজ আছে , কঠিন প্রশ্ন সময় নিয়ে কঠিন ভাবে করতে হবে । এখন টাইম নাই
কফি খেতে চাইলে চলে আসো , ফাইফ সেন্ট লাগবে না সম্পুর্ন ফ্রী
৯১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:০৩
এহসান সাবির বলেছেন: আমি আছি..!!
অন্তরঙ্গ আলাপনঃ কফি উইথ ব্লগার এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা!
ভালো লাগছে...
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৩২
স্নিগ্ধ শোভন বলেছেন:
ধন্যবাদ! সাথেই থাকুন।
৯২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:০৩
ফজলে আজিজ রিয়াদ বলেছেন: শোভন আপনাকে ধন্যবাদ দিতেই হয় you must deserve it, লাইভ আড্ডা আয়োজন আসলেই ব্লগের ক্ষেত্রে দারুন ইউনিক আইডিয়া। আজই প্রথম আসলাম আপনার সিরিজে।
সরাসরি প্রশ্নে গেলাম,
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা কেমন আছেন? আপনি স্বাধীনচেতা দারুন পরিচিত স্বকীয় ব্লগার। ভালোই লেখেন। আপনার ব্লগে প্রায়ই যাই কিন্তু একটা জিনিস খেয়াল করলাম একদল ব্লগারের সাথে সবসময় আপনার অযাচিত খোঁচাখুঁচি লেগেই থাকে অথবা আপনার against comment করছে ইত্যাদি। আপনিও দারুন বিদ্রূপ বিরক্ত একবার আপনার এক পোস্টের কমেন্টে আপনিতো তাদের 'অবসেসিভ ইমপালসিভ ডিজওর্ডারে' আক্রান্ত বলে আখ্যায়িত করেছেন, দেখা যাচ্ছে ভীষণ রেগে আছেন। আমি আসলে জানতে চাচ্ছি এরা(ব্লগার) কেন আপনার সাথে এত ঠোকাঠুকি লেগে থাকে। আসলে তফাৎ কোথায় মতাদর্শে নাকি পক্ষপাতে? (এক)
আচ্ছা আপনার কি কোন সিন্ডিকেট maintenance আছে? (দুই)
সার-সংক্ষেপে জানাবেন। ভালো থাকবেন।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০১
স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ আপনাকে আলাপনে অংশগ্রহণ করার জন্য।
৯৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:১৯
আমি সাজিদ বলেছেন: প্রশ্ন করবো না শুধু মন্তব্য করার জন্য ব্লগে লগ ইন করলাম।
স্বর্ণা আবার নিয়মিত পোস্ট নিয়ে ব্লগে ব্যাক করবেন।আশা করি।
৯৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:২৭
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ফজলে আজিজ রিয়াদ,
অনেক ভাল আছি।
আপনি যে লিঙ্কটা দিলেন, সেটার যেই কমেন্টটার কথা বলেছেন সেই কমেন্ট আমি যাদেরকে নিয়ে করেছি তাদের সাথে আমার ব্লগে কথা হয়েছে ২/৩ বার। তাদের পোষ্টে আর আমার পোষ্টে। তাদের নিয়ে আমি ব্লগের কোথাও কখনও খারাপ কথা বলিনি। আমার এই কমেন্টেও আমি তাদের নাম উল্লেখ করিনি ও আমার নিজের ব্লগেই মন্তব্য করেছি। আর সেই ব্যক্তি/ ব্যক্তিরা ৩০/৪০/৫০ পোষ্টের কমেন্টে আমাকে নিয়ে সরাসরি কমেন্ট করেছে। আমি যেখানেই কমেন্ট দিতাম, ফিরে এসে দেখতাম তারা আমাকে নিয়ে খারাপ কথা বলছে। আমি সেখানে গিয়ে কিছু বলিনি। তারা জনে জনে গিয়ে আমাকে নিয়ে কথা বলেছে। আমি জানি না তারা কেন আমাকে অপছন্দ করে কারন আমার সাথে তাদের কখনও কোনো বিষয়ে প্রবলেম হয় নি। তারপরেও তারা কেন এমন করে আমার জানা নেই। তাদের মতাদর্শ আমি জানি না, জানতেও চাই না।
আপনি আমার ব্লগের কমেন্ট পড়লেই বুঝবেন আমার ব্লগে কত ধরণের ব্লগার কমেন্ট করে (এক্সেপ্ট ছাগু)। এত ধরণের সিন্ডিকেট কিভাবে মেইন্টেইন করে সেটা আমার জানা নাই। আমার 'অনুসারিত ব্লগ' পর্যন্ত নাই। আমি এপর্যন্ত কাউকেই অনুসরণ করি নি। কারণ আমি সামনে যে পোষ্ট থাকে ভাল মনে হলে পড়ি।
আপনিও ভাল থাকবেন।
৯৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:২৯
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
@সায়েদা সোহেলী,
আমার বাসা থেকে কফির দোকান ১ মিনিটের রাস্তা, জ্যাকসন হাইটস যাব কেন?
হ্যাপি জ্যাকসন হাইটস ভ্রমণ।
৯৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৩১
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
@আমি সাজিদ,
আপনার মত হতে চাই
অনেক ধন্যবাদ। শুভ কামনা।
৯৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৪৭
আমি সাজিদ বলেছেন: হ্যালো, আপনি কি আমার সাথে জোকস করছেন মিস ? হয়তোবা আমার কোন মন্তব্য কোনসময় আপনার ভালো লাগে নি তাই এমনটা না ? আমার পোস্টেও আপনি এভাবে কান্নার ইমো দিয়েছিলেন।কান্নার মানেটা বুঝি নি,এক্সট্রাটেরিস্ট্রিয়াল।
যাই হোক, প্রত্যেকেই নিজের মতো হয়।আপনিও আপনার মতো হবেন।আমি কেউ না।আমার মতো হওয়া নয় আপনি যেন আমাকেও ছাড়িয়ে যান। শুভকামনা রইলো।
৯৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৪৯
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
@আমি সাজিদ,
আমি জোক করিনি। আপনি তাহলে আমার কথা বুঝেন নি
দুঃখিত।
ভাল থাকবেন।
৯৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:১১
আমিই মিসিরআলি বলেছেন: স্বর্ণাপু,কেমন আছেন আপনি ?
১০০| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:১৩
ফজলে আজিজ রিয়াদ বলেছেন: এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা আপনাকে ধন্যবাদ। প্রশংসিত বিশ্লেষণ তবু ক্ষোভ স্পষ্ট।
এর কারণের উত্তরে আপনি বলেছেন, তারা জনে জনে গিয়ে আমাকে নিয়ে কথা বলেছে। আমি জানি না তারা কেন আমাকে অপছন্দ করে কারন আমার সাথে তাদের কখনও কোনো বিষয়ে প্রবলেম হয় নি। তারপরেও তারা কেন এমন করে আমার জানা নেই। তাদের মতাদর্শ আমি জানি না, জানতেও চাই না। আমার কথা হচ্ছে ঘটনাগুলোতো নিশ্চয় এমনি এমনি ঘটা শুরু হয়নি, আপনি বলেছেন জানেন না যা এড়িয়ে যাওয়া।
ধরুন আপনাকে কেউ যদি চড় মারে তবে আপনি নিশ্চয় জ্বলুনির অনুভুতিই পাবেন স্পর্শের নয়, যদিও যে চড় মারল সে আপনাকে স্পর্শ করলও বটে। তাই বলে আপনি চড়ের ব্যাখ্যা স্পর্শে দিতে পারেন না।
আমি নির্দিষ্ট কিছু বুঝাচ্ছি। হয়তো আপনি কিছু অনুমান করছেন কেন বিদ্বেষ কেন ইত্যাদি তাইকি অনুমান নির্ভর বলে কিছু এড়িয়ে যাচ্ছেন?
১০১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:১৫
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
@আমিই মিসিরআলি,
অনেক ভাল, আপনি?
১০২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:২১
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
@ফজলে আজিজ রিয়াদ,
ক্ষোভ স্পষ্ট মানে? যে ব্যক্তি আমাকে নিয়ে এতগুলো পোষ্টে মন্তব্য করেছে তার উপর আমার ক্ষোভ থাকা কি অস্বাভাবিক?
আমি জানি না। জানলে আমি বলতাম।
১০৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:২৭
ফজলে আজিজ রিয়াদ বলেছেন: @এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা অনেক ধন্যবাদ শুভাশিস রইলো।
১০৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৩১
আমিই মিসিরআলি বলেছেন: জী ভালো
অনেকদিন পর দেখলাম আপনাকে স্নিগ্ধ শোভন'র বদৌলতে
পোষ্টে প্লাস +++
তবে সব্বাইকেই কমবেশি এখানে দেখলাম,কিন্তু বিশেষ একজন ব্যাক্তির অভাববোধ করছি
১০৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৩৮
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
@ফজলে আজিজ রিয়াদ,
ধন্যবাদ, শুভ কামনা।
১০৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৩৯
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
@আমিই মিসিরআলি,
আমিও মিস করছি
১০৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:৪১
প্রিন্স হেক্টর বলেছেন: শোভন ভাইকে ধন্যবাদ জানাই।
@স্বর্ণা, নিয়মিত হন। শুভেচ্ছা রইলো।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৫০
স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ হেক্টর।
১০৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:৫২
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
@প্রিন্স হেক্টর,
ধন্যবাদ। ভাল থাকবেন।
১০৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:৫৮
কলাবাগান১ বলেছেন: Thanks for the monumental compilation works done
during the Shabag movement.......... True patriotic works
১১০| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৩৫
নিমচাঁদ বলেছেন: ব্লগার স্বর্ণা, সামুতে এমন অনেক ব্লগার দেখা যায়,যারা বয়সে আমার অর্ধেক কিন্তু জ্ঞানে আমার চাইর ডবল।তাগো ব্লগ পড়লে বুঝা যায় , এরা এমন কিছু লিখে না যা পরিশ্রম সাধ্য না ,ঈশ্বর এগো মাথায় মেলা জিনিশ ই দিছেন ।তারা কীর্তিমান , মেধাবী এবং হিট লেস।কিন্তু সেই তুলনায় আপনার ব্লগীয় এচিভমেন্ট বেশী, পরিশ্রম সাধ্য রচনা কম কিন্তু অনুসারী বেশী।দেখা যাইতেছে, আপনার পদপ্রান্তে কেউ না কেউ নিয়মিত কাব্য রচনা করতেছেন ।লেখক সঞ্জীব বলেছেন ,'এসেছিস যখন দেওয়ালে ছাপ রেখে যা '
আমার প্রশ্ন হইলো , আপনি কি এখন পর্যন্ত দেওয়ালে ছাপ রেখে যাওয়ার মতোন কোন রচনা রচেছেন ?
আরেকটা কোয়েরী আছে , আপনার জন্য আগে অনেক পোড়া গন্ধ পাওয়া যেতো ব্লগে, এতো এতো অর্চনা পেয়ে আপনার কি কখনো নিজেকে দেবী দেবী মনে হয়েছে ? :#>
১১১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০৩
মিনেসোটা বলেছেন:
উনার একটা কবিতা হলে পোস্ট টা আরও সমৃদ্ধ হতো
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০২
স্নিগ্ধ শোভন বলেছেন:
বন্ধুর একটি কাব্যিক প্রশ্ন মিস করছি।
১১২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:১৭
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
@কলাবাগান১,
থ্যাংক্স। শুভ কামনা।
১১৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:১৮
চিরতার রস বলেছেন: সন্যা, যদি বলি আমি আপ্নের প্রেমে বেসম্ভব হাবুডুবু খাইতেছি, তাইলে আপ্নে কি করবেন ?
১১৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২২
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
@নিমচাঁদ,
তারা মেধা শো করে দেখে দেখেন, আমি শো করি না তাই দেখেন নাই হা হা হা
না, আমি দেয়ালে ছাপ রাখার মত কোনো রচনা করিনি, ইচ্ছাও ছিল না, চেষ্টাও ছিল না। আমার দায়িত্বশীলতা অনেক কম।
ওই পোষ্টটায় আসলে পোড়া গন্ধ ছিল না, ওইটা পুর্বের একটা বিষয়ের কন্টিনিউয়েশান ছিল। আপনি তার আগের পোষ্টগুলো দেখলে বুঝবেন। না, আমার দেবী মনে হয় নি।
অনেক ধন্যবাদ। শুভ কামনা।
১১৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২৪
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
@মিনেসোটা,
আমি উনার জন্য ওয়েট করছি। উনি আসেন না
১১৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২৬
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
@চিরতার রস,
বলব, আমার নামের বানান ঠিকভাবে আগে শিখে আসেন। তারপরে ভাবা যাবে প্রেম নিয়ে কি করা যায়।
১১৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২৯
সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: কেমন যেন কফির গন্ধ পাচ্ছিলাম । কফি খাওয়ার জন্য বড়ই মন আনচান করছে । দুর্ভাগ্যবশত আমি এখন যেখানে আছি এখানে ভালো কফি পাওয়া যাবে না ।
১১৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩২
চিরতার রস বলেছেন: @সন্যা: আমার কুনো দোষ নাই। নামটা আমি রাফাত ভাইয়ের কাছ থাইক্কা শিখছি। সব দোষ রাফাত ভাইয়ের। তয় আমার কাছে আরো ভাল ভাল নাম আছে। চাইলে ওই নামেও ডাকতে পারি।
বাই দ্যা ওয়ে, ছেলে হিসেবে কৈলাম আমি খারাপ নাহ
১১৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩৪
কয়েস সামী বলেছেন: হ্যাল্লো! কঠিন একটা প্রশ্ন করছি। আপনি যখন নিয়মিত ছিলেন, তখন সবার ব্লগেই আপনাকে কমেন্ট করতে দেখতাম। আমার ব্লগে কমেন্ট করেছেন মাত্র একটা কি দুটা! কোন বিশেষ কারন আছে কী?
১২০| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৩৯
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
@সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত,
আহারে
১২১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪১
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
@চিরতার রস,
না, আমার নাম অনেক সুন্দর
১২২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪৩
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
@কয়েস সামী,
না, আমি গল্প কম পড়ি। ধন্যবাদ।
১২৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১৭
মাহতাব সমুদ্র বলেছেন: বাহ! দারুন
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৫২
স্নিগ্ধ শোভন বলেছেন: আসলেই দারুণ?
আলাপনে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ।
১২৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২৮
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: আড্ডা কি শেষ নাকি এখনো প্রশ্ন করা যাবে........
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৫৩
স্নিগ্ধ শোভন বলেছেন: আপনার প্রশ্ন রেখে যেতে পারেন।
উনি লগইন করলে আশাকরি উত্তর দিয়ে জাবেন। আলাপনের সাথে থাকার জন্য ধন্যবাদ।
১২৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০৪
তন্দ্রা বিলাস বলেছেন: পরীক্ষা চলছে তাই সময়মত আসতে পারিনি। যাক শোভন ভাইকে অনেক ধন্নবাদ।
আপুর কাছে প্রশ্নঃ
*আপনার গ্রামের (দেশের) বাড়ি কোথায়?
*আপনার এইম ইন লাইফ কি?
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৬
স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ আলাপনের সাথে থাকার জন্য।
১২৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০৮
কয়েস সামী বলেছেন: আপনার জন্য তবে কী লিখতে পারি?
১২৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:২২
ইখতামিন বলেছেন:
ওরেরে... স্বর্ণাপু! আড্ডাটা মিস হয়ে গেল
আর হ্যাঁ.. দেশের জন্য কিছু করার আকাঙ্খা খুবই ভালো.. অবশ্যই আপনি দেশের জন্য কিছু একটা করতে পারবেন.. গণজাগরণের পোস্ট টা তাই প্রমাণ করে..
ভালো থাকুন.. শুভ কামনা করছি..
১২৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২১
আদম_ বলেছেন: স্বর্ণা, আপনি কোন রাশির জাতিকা ?
এই গ্রুত্ব পুর্ণ প্রশ্নটি বাদ পড়ার কারণে পুস্টে মাইনাচ।
ঝাটির পক্ষ থেকে গ্রুত্ব পুর্ণ প্রশ্নটি আমি করলাম, আশা করি উত্তুর পাবো।
১২৯| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২১
প্রোফেসর শঙ্কু বলেছেন: মন্তব্যগুলো পড়ে দেখি আগে।
১৩০| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৩
আমি ইহতিব বলেছেন: স্বর্ণা আপুকে অনেক দিন পর ব্লগে দেখে ভালো লাগছে। আগে প্রায় সবার পোস্টে স্বর্ণা আপুর মন্তব্য দেখা যেতো, যা দেখে অবাক হতাম যে একজন মানুষ কতজনের লেখা পড়তে পারে আর কতজনকে উৎসাহ দিতে পারে। এখন মাঝে মাঝে যেমন অবাক হই কান্ডারী ভাইয়ের মন্তব্য দেখে।
স্বর্ণা আপুর কি আগের মতো ব্লগে নিয়মিত হবার ইচ্ছা নেই? অনেকেই কিন্তু মিস করে আপনাকে, আমিও তাদের একজন।
শোভন ভাইকে ধন্যবাদ ব্লগে এমন লাইভ আড্ডার আয়োজনের জন্য।
২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১৭
স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ।
১৩১| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬
অচেনা কথা বলেছেন: ৫ বছর ব্লগ পড়ে আসছি, সময় পাই না তাই ব্লগ লেখাও হয় না। হঠাৎ আজ অনেকদিন পর লগ ইন করে দেখি আমি জেনারেল!!!!! আর তাই আমার জেনারেল হওয়ার পর এটাই প্রথম কমেন্ট, কেমন আছেন ???
১৩২| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮
ডট কম ০০৯ বলেছেন: শিপু ভাইয়ের প্রশ্নের উত্তর জানতে চাই।
১৩৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৩
এম ই জাভেদ বলেছেন: আপ্নার প্রপিকের কদম ফুল হাতে ধরা মেয়েটা কে ?
১৩৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৫৩
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
কোন ইভটিজারকে আমি আমার আলোচনায় রাখতে চাই না। স্নিগ্ধ শোভন, আপনি দয়া করে আপনার ইমেইল অ্যাড্রেস চেক করেন।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:১০
স্নিগ্ধ শোভন বলেছেন: আমি মেইল চেক করছি।
দয়া করে অপেক্ষা করুণ।
১৩৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫১
হার্ট ব্রেকার বলেছেন: এলিয়েন ব্লগার। সুন্দর পোস্ট।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৫৩
স্নিগ্ধ শোভন বলেছেন:
ধন্যবাদ আলাপনের সাথে থাকার জন্য।
১৩৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৪২
the lady killer বলেছেন: স্বর্ণা আপনি যাকে ইভটিজার ইঙ্গিত করেছেন আমি তার পক্ষ হয়ে কোন কথা বলতে আসিনি। একজন ইভটিজার যিনি আবার ব্লগে প্রভাবশালী সিন্ডিকেট ব্লগিংও করে থাকেন তার বিপক্ষে আপনার সাহসী মন্তব্য সত্যিই প্রশংসনীয়। আমি যেটা বলতে এসেছি সেটা হল এই পোস্টে আরও একজন ইভটিজার এর উপস্থিতি লক্ষ্য করলাম। যদিও উনি মাল্টিতে আছেন, আপনি যদি বলেন যে আপনি সেটা জানেন না যে কে সে তবে বলবো আপনি জেনেও না জানার ভান করছেন। আমি যতদূর জানি আপনি সিন্ডিকেট ব্লগিং করেন না। কিন্তু ব্লগে তার সাথে আপনার সখ্যতাও লক্ষণীয় ! আশা করছি আপনি সব ধরনের সিন্ডিকেট ব্লগিং থেকে দূরে থাকবেন। ভালো থাকবেন। আপনার একজন শুভাকাঙ্ক্ষী।
১৩৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৪৩
দুঃস্বপ্০০৭ বলেছেন: @স্বর্ণা কুখ্যাত সামুকাল সাইটটির সাথে কারা জড়িত সেটা ইভটিজারের মন্তব্য দেখেই আশাকরি বুঝছেন । এরা পুরানো নারী নির্যাতনকারী । নারী নির্যাতন ও ইভ টিজিং এর জন্য এদের লিডারকে সোলেমানি ব্যান করা হয়েছিল।
ইভটিজারের মন্তব্য ইগনোর করে অন্তরঙ্গ আলাপন চালিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি ।
১৩৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৫৪
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
স্নিগ্ধ শোভন, থ্যাংক ইউ ভেরি মাচ।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:০০
স্নিগ্ধ শোভন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আলাপনে এখন সময় দিয়ে যাওয়ার জন্য।
১৩৯| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৫৫
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
@ইরফান আহমেদ বর্ষণ,
প্রশ্ন করতে পারেন
১৪০| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৫৭
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
@তন্দ্রা বিলাস,
অনেক ধন্যবাদ। আশা করি ভাল আছেন।
আমাদের গ্রামের বাড়ি ঢাকাতেই। আর কোনো গ্রাম নেই।
আর এইম ইন লাইফ অনেক বড় আপাতত অ্যাচিভের চেষ্টা করছি। আগে অ্যাচিভড হয়ে নিক, তারপর সবাই জানতে পারবে
১৪১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৫৮
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
@ইখতামিন,
আমি এখনও আছি। অনেক ধন্যবাদ। শুভ কামনা।
১৪২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:০০
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
@আদম_,
সবাইকে আদম_ এর সাথে পরিচয় করিয়ে দেই। উনি একজন স্করপিও ও উনার ধারণা আমি হিডেন স্করপিও। আমি হিডেন স্করপিও না
১৪৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:০১
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
@প্রোফেসর শঙ্কু,
ধন্যবাদ।
১৪৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:০৩
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
@আমি ইহতিব,
আমি পড়ালেখার মাঝে ব্রেক নিতে ব্লগে আসি
অনেক ধন্যবাদ। ভাল থাকবেন।
১৪৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:০৪
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
@অচেনা কথা,
আপনি আমার সাথে কথা বলতে চেয়েছেন, এজন্য আপনাকে জেনারেল করে দেয়া হয়েছে
অনেক অনেক ধন্যবাদ। আমি ভাল আছি, আপনি কেমন আছেন?
১৪৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:০৬
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
@এম ই জাভেদ,
অনেক ধন্যবাদ। ছবিটা গ্রামের একটা মেয়ের। গুগলে পেয়েছি।
১৪৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:০৬
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
@হার্ট ব্রেকার,
থ্যাংক্স, আমার ব্লগে স্বাগতম।
১৪৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:০৭
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
@the lady killer,
ধন্যবাদ। শুভ কামনা রইল।
১৪৯| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:০৮
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
@দুঃস্বপ্০০৭,
ওটা ডিফ্রেন্ট ইস্যু, ওটার সাথে এসবের সম্পর্ক নেই আমি জানি। ধন্যবাদ।
১৫০| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৩৮
এ্যংরি বার্ড বলেছেন: ডট কম ০০৯ বলেছেন: শিপু ভাইয়ের প্রশ্নের উত্তর জানতে চাই।
কমেন্ট কই গেলো?
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৪৭
স্নিগ্ধ শোভন বলেছেন:
বিশেষ কারণে কমেন্টটি মুছে দেওয়া হয়েছে।
ধন্যবাদ আলাপনের সাথে থাকার জন্য।
১৫১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:৫৮
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
@কয়েস সামী,
কমেন্ট স্কিপ হয়ে গিয়েছিল, দুঃখিত।
আমার জন্য কিছু লেখা লাগবে না, ধন্যবাদ।
১৫২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:৩৫
সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: কফি এখনো আছে ? কাপাচিনো কফি হবে ?
১৫৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:৩৮
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
@সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত,
আমি একটু আগে কফি খেয়েছি। কাপাচিনো কফি কি?
১৫৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:৫০
সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: আপু অন লাইন এ সার্চ দেন । কাপাচিনো কফি কাপে ফেনা তোলা এক ধরনের কফি ।
১৫৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:৫২
সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: [img|http://cms.somewhereinblog.net/ciu/image/150373/small/?token_id=bfdde3aeb46afbab340203267e8d6b54
১৫৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:৫৩
সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন:
১৫৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:৫৫
রাফা বলেছেন: "স্বর্ণা" কোন প্রশ্ন নয়- শুধু একটা কথাই বলছি।
সময় হয়েছে কিন্তু ব্লগে সক্রিয় হওয়ার।আমরা একটা টার্নিং পয়েন্টে এসে দাড়িয়েছি আবার।আমাদের যতটুকু অর্জন তা ধরে রাখতে হলে সক্রিয়তার বিকল্প নেই।প্রস্তুতি নিতে থাকুন।আমরা সবাই ফিরছি,সময়ের প্রয়োজনে।
ধন্যবাদ,ভালোথাকুন।
১৫৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:৫৬
রাফা বলেছেন: "স্বর্ণা" কোন প্রশ্ন নয়- শুধু একটা কথাই বলছি।
সময় হয়েছে কিন্তু ব্লগে সক্রিয় হওয়ার।আমরা একটা টার্নিং পয়েন্টে এসে দাড়িয়েছি আবার।আমাদের যতটুকু অর্জন তা ধরে রাখতে হলে সক্রিয়তার বিকল্প নেই।প্রস্তুতি নিতে থাকুন।আমরা সবাই ফিরছি,সময়ের প্রয়োজনে।
ধন্যবাদ,ভালোথাকুন।
১৫৯| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:০১
সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: রাফা বলেছেন: "স্বর্ণা" কোন প্রশ্ন নয়- শুধু একটা কথাই বলছি।
সময় হয়েছে কিন্তু ব্লগে সক্রিয় হওয়ার।আমরা একটা টার্নিং পয়েন্টে এসে দাড়িয়েছি আবার।আমাদের যতটুকু অর্জন তা ধরে রাখতে হলে সক্রিয়তার বিকল্প নেই।প্রস্তুতি নিতে থাকুন।আমরা সবাই ফিরছি,সময়ের প্রয়োজনে।
ধন্যবাদ,ভালোথাকুন।
লং মার্চের কথা বলছেন? সুন্দর বন রক্ষা্র আন্দলন ?
১৬০| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:১২
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
@সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত,
ক্যাপাচিনো কফিতে নাকি মিল্ক আর সুগারে ভরা, কফির টেস্ট তো পাওয়া যাবে না
১৬১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:১৬
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
@রাফা,
থ্যাংক ইউ ভেরি মাচ। আমি ব্যস্ততার মধ্যেও একটু থাকতে চেয়েছিলাম, কিন্তু কিছু মানুষ কখনও সেটা চায় নি। পড়ালেখার মাঝে মাঝে অফলাইনে পড়ি।
ভাল থাকবেন।
১৬২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৩৩
আমিনুর রহমান বলেছেন:
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
@রাফা,
থ্যাংক ইউ ভেরি মাচ। আমি ব্যস্ততার মধ্যেও একটু থাকতে চেয়েছিলাম, কিন্তু কিছু মানুষ কখনও সেটা চায় নি। পড়ালেখার মাঝে মাঝে অফলাইনে পড়ি।
কিছু মানুষ সবসময়ই থাকে যাদের কাজ অন্যদের পিছে লেগে থাকা। আর এদের জন্য যদি ব্লগিং অফ করে দেও তাহলে সেটা সত্যিই দুঃখজনক। আরো একটা বিষয় মানুষ কিন্তু কিছু বৃহদাংশ না তারা হাতে গোনা কয়েকজন। ভালো থেকো।
১৬৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৪১
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
@আমিনুর রহমান,
নো দুঃখ
আই ওয়ান্ট পিস। থ্যাংক্স। শুভ সকাল।
১৬৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৩১
নাসরীন খান বলেছেন: অাপনার কফির াড্ডা পড়ে কফি খেতে মন চাচ্ছে।যাক সাক্ষাতকার প্রানবন্ত হয়েছে ।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০৯
স্নিগ্ধ শোভন বলেছেন: আলাপনে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ।
১৬৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৪
শিপু ভাই বলেছেন:
কমেন্ট মুছে দেয়ায় দুক্ষু পাইছি!!! হাহাহাহাহাহ
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১২
স্নিগ্ধ শোভন বলেছেন:
বিশেষ কারণে আপনার কমেন্টটি মুছে দেওয়া হয়েছে।
শুভ কামনা রইলো।
১৬৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৪২
একজন আরমান বলেছেন:
স্বর্ণা আমার অনেক প্রিয় একজন ব্লগার। আমার ব্লগ জীবনের শুরুর দিকের তিনজন মানুষ হল স্বর্ণা, রাফাত ভাই আর মানিক ভাই।
স্বর্ণার কাছেঃ
খুব বেশি ব্যাস্ত নাকি আজকাল?
আমার ভুল কবিতা ধরিয়ে দেবার কেউ নেই !
মেইল অ্যাড্রেস আর ইয়াহু মেসেঞ্জার কি আগেরটাই আছে?
অনেক অনেক শুভকামনা রইলো প্রিয় স্বর্ণার জন্য।
আর পোস্টদাতাকে ধন্যবাদ।
২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১১
স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ আরমান অনেক ব্যস্ততার মাঝেও আলাপনে যোগ দেওয়ার জন্য।
১৬৭| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
@একজন আরমান,
আপনিও আমার অনেক প্রিয়।
নিজে তো জব পেয়েছেন, আমার জবের কি হবে? তাই পড়ালেখা করছি।
দেখেন না কবিতায় কমেন্ট দেয়ার পর কমেন্ট আসে, এই মেয়েটা সব জায়গায় গিয়ে এই করে সেই করে.......
হুম, আগেরটাই।
অনেক ধন্যবাদ। অনেক শুভকামনা রইল।
১৬৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:২৮
দায়িত্ববান নাগরিক বলেছেন: দেরিতে দেখলাম ! কোন প্রশ্ন করতে আসিনি। শুধু বলতে এলাম উনি আসলেই এক্সট্রাটেরিস্ট্রিয়াল
স্বর্নার কথা মনে থাকবে সর্বদা।
১৬৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:৩৮
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
@দায়িত্ববান নাগরিক,
এই একজনই শুধু আমাকে বুঝতে পারল
দায়িত্ববান নাগরিক,
আপনি অনেক অনেক অনেক ভাল
১৭০| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:৫৮
দায়িত্ববান নাগরিক বলেছেন: থ্যাংকু স্বর্না :!>
১৭১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:১০
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
@দায়িত্ববান নাগরিক,
ইউ আর ওয়েলকাম, দায়িত্ববান নাগরিক :#>
১৭২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৫৫
আরজু পনি বলেছেন:
কোন প্রশ্ন নয়...
স্বর্ণার ধৈর্য্য প্রশংসনীয় ।
শুভকামনা রইল স্বর্ণার জন্যে ।।
তবে কী কফি দিয়ে স্বর্ণাকে আপ্যায়ন করা হচ্ছে জানতে ইচ্ছে করছে @শোভন
০১ লা অক্টোবর, ২০১৩ সকাল ৯:২৭
স্নিগ্ধ শোভন বলেছেন: কফির নামটা গোপনীয়ই থাক
নাম শুনলে আবার অনেকে খাওয়ার জন্য লাইনে দাড়িয়ে পড়বে
ধন্যবাদ আপু আলাপনে যোগ দেওয়ার জন্য।
১৭৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:১০
সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: তাহলে কি কফির স্বাদ পেতে কফির বয়ম থেকে ১ চামচ কফি পানি ছাড়াই খেয়ে দেখবো ?
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
@সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত,
ক্যাপাচিনো কফিতে নাকি মিল্ক আর সুগারে ভরা, কফির টেস্ট তো পাওয়া যাবে না
১৭৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৪৯
আমি তুমি আমরা বলেছেন: একজন ব্লগার সম্পর্কে জানতে পারলাম।ভাল লাগল।
০১ লা অক্টোবর, ২০১৩ সকাল ৯:২৮
স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ আলাপনে যোগ দেওয়ার জন্য।
১৭৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩৯
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
@আরজুপনি,
অনেক ধন্যবাদ। শুভকামনা।
১৭৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪২
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
@সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত,
বাংলাদেশে নেসক্যাফে কফিতে কফি মেট মিশানো থাকত, সেটা আমি পানি ছাড়াই খেতাম
১৭৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪৪
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
@আমি তুমি আমরা,
ধন্যবাদ।
১৭৮| ০১ লা অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪৯
অ্যানোনিমাস বলেছেন: মন্তব্য করার লোভ সামলাতে পারলাম না
হাই স্বর্ণা
১৭৯| ০১ লা অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৭
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
@অ্যানোনিমাস,
হাই। কেমন আছেন?
থ্যাংক্স।
১৮০| ০৪ ঠা অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: Sob proshno ,uttor porlam . Comotkar ayojon .
০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৪৮
স্নিগ্ধ শোভন বলেছেন:
ধন্যবাদ লিটন ভাই।
১৮১| ০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩৯
অদৃশ্য বলেছেন:
'' কিছু শব্দ শুনতে পাই শূন্যের ভেতরে
কিছু সুর শুনতে পাই শূন্যের ভেতরে
কাঙ্খিত অথবা
অনাকাঙ্খিত
জাগতিক অথবা
বহির্জাগতিক ''
_______________________ স্বর্ণাদি ও শোভনের জন্য শুভকামনা...
০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:৪৯
স্নিগ্ধ শোভন বলেছেন:
ধন্যবাদ প্রিয় অদৃশ্য।
ভাল থাকুন নিরন্তর!
১৮২| ০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:০২
নিক নূরুল বলেছেন: ভাই ভাল আইডিয়া। ক্যারি অন।
০৮ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:০৯
স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ ভ্রাতা ।
১৮৩| ০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:০৩
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
@গিয়াসলিটন,
অনেক ধন্যবাদ।
১৮৪| ০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:০৩
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
@অদৃশ্য,
অনেক ধন্যবাদ, শুভ কামনা।
১৮৫| ০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:১০
বৃতি বলেছেন: স্বর্ণাকে আমি কোন প্রশ্ন করছি না । শুধু বলব, শাহবাগ আন্দোলনের ক্ষেত্রে ব্লগে আপনার ভূমিকা ভালো লেগেছে । এছাড়া গান আর কবিতার প্রতি আপনার ফ্যাসিনেশান দেখে বোঝা যায় আপনার একটা কোমল মন আছে । শুভেচ্ছা থাকলো স্বর্ণার জন্য ।
১৮৬| ০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:১২
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
@বৃতি,
এই কথাটা আমাকে আরো কয়েকজন বলেছে। কিন্তু আমার মন খুবই কঠিন....
অনেক ধন্যবাদ। শুভ কামনা রইল।
১৮৭| ১৩ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৩০
ইনকগনিটো বলেছেন: ইউ আর এক্সট্রাটেরেস্ট্রিয়াল। ইন্টারেস্টিং। টেল মি, হাউ ডু ইউ ফিল ইন দিস আর্থ?
১৮৮| ১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪২
আরজু পনি বলেছেন:
স্বর্ণাকেতো বটেই ...
শোভন, ঈদের অনেক শুভেচ্ছা রইল
২৩ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:১৯
স্নিগ্ধ শোভন বলেছেন:
ধন্যবাদ পনি আপু।
১৮৯| ০৯ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:০৫
হৃদয় রিয়াজ বলেছেন: প্রশ্ন করার লোভ সামলাতে পারলাম না। উত্তর পাব কিনা যদিও জানি না। বাই দ্যা ওয়ে, প্রশ্নটাই করি।
দেশকে নিশ্চই মিস করেন। কেমন মিস করেন স্বর্ণা আপু ???
১৯০| ০৯ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:৪৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ভালো লাগলো খুব।
এক্সট্রা টেরেস্ট্রিয়াল হওয়ার অনুভূতিটা কেমন? কেন এক্সট্রা টেরেস্ট্রিয়াল হতে ইচ্ছে করে? মানুষ হওয়ার চেয়ে কি এই অনুভূতিটা বেশি সুখকর?
কোথায়, কী বিষয়ে লেখাপড়া করছেন? কবে নাগাদ শেষ হবে?
বাংলাদেশে সেটেলড হবার ইচ্ছে কি একেবারেই নেই?
আপুর প্রতি এ প্রশ্নগুলো রেখে গেলাম।
মূল পোস্টে আপনার বুদ্ধিদীপ্ত প্রশ্ন ও আলোচনা খুব ভালো লেগেছে।
শুভ কামনা।
১৯১| ০৯ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:০০
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: এত কঠিন নাম রাখলেন কেন?
এমন আরো ব্লগার আছেন যাদের নাম দাঁতেই আটকে যায় অর্ধেক। আমি যতবার বলতে চাই ততবার একটা হয়ে যায় প্লুসারিন গ্লুসারিও। আরেকজন আছেন ইনগিনিটো আর আপনারটা বলার সময় হয়ে যায় এক্সেট্রিয়াল স্বর্ণা।
১৯২| ১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:৪৯
সাদা মনের মানুষ বলেছেন: এমন একটা লাইভ আড্ডা আসলেই খুব মজার, প্রথম আলো ব্লগে এমন একটা লাইভ আড্ডা হয়, প্রায় প্রতি সপ্তাহে, অবশ্য ইদানিং হচ্ছে না, প্রিয় ব্লগারদের জানার আর বুঝা এবং মজা করার জন্য ইহা আমাকে খুবই টানে, হয় ব্যাপক বিনোদন।
১৯৩| ১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:৫৭
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
@ইনকগনিটো,
ব্যাড, হাউ আর ইউ? থ্যাংক্স।
১৯৪| ১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:৫৮
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
@আরজুপনি,
অনেক ধন্যবাদ।
১৯৫| ১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:০০
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
@হৃদয় রিয়াজ,
আমি দেশকে অনেক মিস করি, অনেক অনেক বেশি, ক্যান্ট বি এক্সপ্রেসড হাউ মাচ।
অনেক ধন্যবাদ। ওয়েলকাম টু মাই ব্লগ।
১৯৬| ১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:০৫
সাদা মনের মানুষ বলেছেন: ১। মিডিয়া হিসেবে ইন্টারনেটকে আপনার কাছে কেমন মনে হয়?
২। কোন্ মিডিয়াকে আপনি বেশী প্রাধান্য দেন? সংবাদ পত্র, টেলিভিশন, ইন্টারনেট, রেডিও নাকি অন্য কিছু?
৩। আপনার দৃষ্টিতে সমাজের প্রতি কোন্ মিডিয়ার দায় দায়িত্ত বেশী বলে মনে হয়?
৪। সংবাদপত্রের স্বাধীনতা বলতে আপনি কি বুঝেন?
৫। সংবাদপত্রের উপর বিভিন্ন সরকারী বিধিনিষেধ কি বাক-স্বাধীনতা পরিপন্থী বলে মনে হয়?
৬। রাষ্ট্রীয় নিয়ন্ত্রন বিহীন মিডিয়া একটা স্বাধীন দেশের জন্য কতটুকু কল্যানজনক বলে মনে হয়?
৭। রাষ্ট্র এবং সমাজে সংবাদপত্র সহ সমস্ত ইলেক্ট্রনিক মিডিয়া কি কি পজেটিভ অবদান রাখতে পারে বলে আপনি মনে করেন?
৮। আপনার দৃষ্টিতে বাংলাদেশের বিভিন্ন মিডিয়া দেশের প্রতি কতটুকু দায়িত্ত পালন করছে? তারা কি ব্যাবসায়ীক সফলতার পাশাপাশি সামাজিক দায়িত্তগুলোর প্রতি সচেতন বলে মনে হচ্ছে?
৯। 'বদলে যাও বদলে যাও' স্লোগানের সাথে একাত্নতা প্রকাশ করে কি আমরা বদলাতে পেরেছি? কতটুকু বদলেছি?
১০। দেশের সুষম উন্নয়নের জন্য সর্বপ্রথম কোন কোন বিষয়গুলো বদলানোর প্রয়োজন বলে আপনি মনে করেন?
১১। কোন্ জায়গা থেকে আমাদের বদলানো শুরু করা প্রয়োজন?
১২। সংবাদপত্র খোলেই আপনি কোন খবরগুলো আগে পরেন?
১৩। নিগেটিভ নিউজগুলো আপনার মনে কি ধরনের প্রতিক্রিয়ার সৃষ্টি করে?
১৪। পজেটিভ নিউজ পড়ে নিজের মনের উপর কি কোন গর্বের ছায়া পড়ে?
১৫। সংবাদপত্রের পুরো পেজ জুড়ে বিভিন্ন কোম্পানীর কালার এডগুলোকে আপনি কিভাবে মুল্যায়ন করেন? এটা কি অপচয়, বিলাসিতা নাকি বাজারনীতি বলে মনে করেন?
১৬। যুব সমাজের চরিত্রগঠনে মিডিয়ার কোন ভুমিকা আছে কি?
১৭। ইলেক্ট্রনিক মিডিয়াগুলো কি কি ভুমিকা নিলে যুব সমাজকে ধংসের হাত থেকে রক্ষা করা সহায়ক হবে বলে মনে করেন?
১৮। আমাদের সরকার কাঠামোতে কি কোন পরিবর্তনের প্রয়োজন আছে? নাকি যে রকম আছে সেরকমই দেশের উন্নয়নের জন্য যথেষ্ট?
১৯। সরকারী কার্ক্রক্রমে কচ্ছপ গতিকে আপনি কিভাবে মুল্যায়ন করেন? এ থেকে উত্তরনের উপায়গুলো কি কি হতে পারে?
২০। যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যাবস্থা চালু হলে দেশের উন্নয়নে কতটুকু ভুমিকা রাখতে পারবে বলে মনে হয়? এটা কি দেশের ভাবমুর্তিকে কট্টরপন্থী হিসেবে চিহ্নিত করতে পারে?
১৯৭| ১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:০৭
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
@সোনাবীজ; অথবা ধুলোবালিছাই,
অনেক দুঃখ।
পড়ালেখা করছি ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার, নিউইয়র্কে। কি সাবজেক্ট পরে জানতে পারবেন আমি ফেমাস হয়ে নেই প্রথম পার্ট শেষ হবে ৪ বছর পরে, পরের পার্ট এর পরের ৬ বছর পরে।
আমার সবসময় বাংলাদেশে থাকতে মন চায়, কিন্তু সব কিছু তো আর চাইলেই হয় না। আমার ফ্যামিলি, রিলেটিভ সবাই আমেরিকায় থাকে। আমি তো একা বাংলাদেশে থাকতে পারব না।
অনেক ধন্যবাদ। শুভ কামনা।
১৯৮| ১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:০৯
সাদা মনের মানুষ বলেছেন: একটা কপি পেষ্ট মারছিলাম, সবগুলো লিখা কেনো জানি আসে নাই, সুতরাং থুক্কু, উপরে করা আমার কমেন্টটা বাতিল ঘোষিত হইলো
১৯৯| ১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:১৩
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
@জুলিয়ান সিদ্দিকী,
আমার একটা মানসিক ব্যাপার আছে। কোন কিছু আমার নিজের কাছে পারফেক্ট মনে না হলে সেটা করতে পারি না। নিক খুলার আগে অনেকদিন ভেবেছি কি নাম দেয়া যায়। অনেক ভেবে চিনতে এটা বের করেছি। এটাই কারণ, এটাই আমার পারফেক্ট মনে হয়েছে। আর কারণ জানিনা।
অনেক ধন্যবাদ।
২০০| ১১ ই নভেম্বর, ২০১৩ সকাল ৯:১৫
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
@সাদা মনের মানুষ,
ধন্যবাদ, প্রশ্নগুলো খুবই কঠিন, আমি কয়েকটা শব্দের অর্থও জানি না।
২০১| ১১ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৮
মামুন নজরুল ইসলাম বলেছেন: স্বর্ণা আপু কেমন আছেন? আপনার লেখাগুলো পড়তে খুব ভাল লাগে।
আমার আগের আইড়িতে সমস্যা হওয়ার কারনে নতুন আইড়ি খুলতে হয়েছে এবং এটাতে জেনারেল হলাম আজ ৫দিন হল। আশাকরি এখন নিয়মিত হব।
আর নতুন ব্লগার হিসাবে আমাকে কিছু টিপস দিয়ে ধন্য করন।
শোভন ভাইকে অনেক অনেক +
২০২| ১১ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:২৭
মামুন নজরুল ইসলাম বলেছেন: স্বর্ণা আপু কেমন আছেন? আপনার লেখাগুলো পড়তে খুব ভাল লাগে।
আমার আগের আইড়িতে সমস্যা হওয়ার কারনে বেশ কিছুদিন সামুতে ছিলাম না। এরপর নতুন আইড়ি খুললাম এবং এটাতে জেনারেল হলাম আজ ৫দিন হল। আশাকরি এখন নিয়মিত হব।
আর নতুন ব্লগার হিসাবে আমাকে কিছু টিপস দিয়ে ধন্য করুন।
শোভন ভাই আপনাকে এত সুন্দর পোষ্ট এর জন্য অনেক অনেক +
১৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫১
স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ ভ্রাতা
২০৩| ১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:১২
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
হ্যাপি বার্থডে
১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:২০
স্নিগ্ধ শোভন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ স্বর্ণা আপু
২০৪| ১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৩১
ভারসাম্য বলেছেন: একবার এসে ঘুরে গিয়ে দেখলাম জন্মদিনের বেলুন নাই। রাত ১২ টার পরেই দেখেছিলাম। ক্যাশে আগের পেইজ রয়ে গিয়েছিল হয়তো। এখন দেখছি অবশ্য।
শুভ জন্মদিন!
১৩ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৩৮
স্নিগ্ধ শোভন বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ ভ্রাতা।
জন্মদিনের বেলুনের নিচে একটা অপশনে ক্লিক করার পর সবাই দেখতে পায় । আমি একটু দেরিতে লগইন করাতে ক্লিক করতে দেরি হয়েগেছে।
২০৫| ১৩ ই নভেম্বর, ২০১৩ ভোর ৫:৪৯
প্রতিবাদীকন্ঠ০০৭ বলেছেন:
১৩ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৩
স্নিগ্ধ শোভন বলেছেন:
২০৬| ১৩ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:১৮
অদৃশ্য বলেছেন:
জন্মদিনের শুভেচ্ছা
ও
শুভকামনা...
১৩ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৩
স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।
২০৭| ১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:২২
নূর আদনান বলেছেন: ইসসস্ রে আমি তো মিস করে ফেলেছি....
যা হোক আপুনি কেমন আছেন আপনি?
২০৮| ১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১:৩৭
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
@মামুন নজরুল ইসলাম,
আমি ভাল আছি, আপনি কেমন আছেন? আমার লেখা ভাল লাগে, খুবই অবাক করা ব্যাপার।
আগের আইডি কোনটা?
আমি টিপস দিব? আমি তো কিছু জানি না।
অনেক ধন্যবাদ। শুভ কামনা।
২০৯| ১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১:৩৮
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
@নূর আদনান,
আমি ভাল, আপনি কেমন আছেন? গলার ব্যথা ঠিক হয়েছে?
২১০| ১৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:২০
বোকা ছেলে ৯৮৯ বলেছেন: আপু গন জাগরন মঞ্চের সময় দীর্ঘ দিন আপানার পোস্ট নির্বাচিত পাতায় ছিল। তখন ব্লগে আইডি না থাকায় ওখানে কমেন্ট করতে পারিনি। কিন্তু প্রতিদিন একবার হলেও আপডেট নিতাম আপনার পোস্টে। যেহেতু কমেন্ট করছি বুঝতেই পারছেন আইডি Approve হয়ে গেছে। আর এখন আপনার সাথে কফি খাচ্ছি ।
ভালো থাকবেন।
২১১| ১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:০৫
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
@বোকা ছেলে ৯৮৯,
নির্বাচিত পাতায় না, স্টিকি ছিল।
থ্যাংক্স ইউ ভেরি মাচ। ওয়েলকাম টু মাই ব্লগ। গুড উইশেস।
২১২| ০৫ ই ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫৬
ক্ষয়ে যাওয়া মনের দরজা খোলা আছে বলেছেন:
অনেক পরে এলাম।
০৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩২
স্নিগ্ধ শোভন বলেছেন: হুম!
কি করার পরের নতুন পর্বের অপেক্ষাই থাকুন মাসের শেষ বৃহস্পতিবার।
নিজেও প্রস্তুত থাকুন নিজের সাক্ষাৎকার দিতে। যে কোন সময় আপনাকেও ডাকা হতে পারে।
২১৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:৩৯
ঘাষফুল বলেছেন: আরে....দারুণ সব আড্ডা জমেছে দেখছি এখানে......মিস করে গেছি....
হাই..
লাইভ পড়তে ভাল লাগছে।
০৪ ঠা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০০
স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ।
২১৪| ০৯ ই মার্চ, ২০১৪ রাত ১২:১৬
পরিবেশ বন্ধু বলেছেন: জমজমাট আড্ডা , শুভকামনা
০৯ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:১৭
স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ। আপনার জন্যেও শুভকামনা।
২১৫| ০১ লা আগস্ট, ২০১৪ রাত ১২:৩৯
বিভ্রান্তকারি বলেছেন: কিছু বলার নাই । অনেক দিন পর কেমন যেন বিরহ বিরহ লাগছে
০২ রা আগস্ট, ২০১৪ দুপুর ১:০৯
স্নিগ্ধ শোভন বলেছেন: হুম!!!
ধন্যবাদ মনকে মন খারাপ করার জন্য
২১৬| ০২ রা আগস্ট, ২০১৪ দুপুর ১:১২
লিখেছেন বলেছেন: এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা - খুব ভাল ব্লগার
০২ রা আগস্ট, ২০১৪ দুপুর ১:১৭
স্নিগ্ধ শোভন বলেছেন: হুম!!! ভালো ব্লগার অবশ্যই।
ধন্যবাদ লিখেছেন।
২১৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:১০
পরিবেশ বন্ধু বলেছেন: স্বর্ণা তোমাকে ছাড়া ব্লগ টা খালি খালি লাগে
২১৮| ১৮ ই এপ্রিল, ২০১৫ দুপুর ২:৫৯
মায়াবী রূপকথা বলেছেন: অনেকদিন পর এই পোষ্ট চোখে পড়লো। স্বর্না আপুর সাথে শাহবাগের ব্যাপারে অনেক কথা হত। যদিও আমি কিছুদিন পর শাহবাগের আন্দোলনকে আর ভালো কিছু ভাবতে পারতামনা একটা পয়েন্টের জন্য। সেটা ব্যক্তিগত ব্যাপার।
©somewhere in net ltd.
১|
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:১১
মোমেরমানুষ৭১ বলেছেন: হুম তাইলে বুঝি এতদুর......।
ভালই চালায়া যান