![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধূলোমাখা জানালা ছুঁয়ে যখন নির্লিপ্ত বোবা আলোটা আমার বন্ধ ঘরের দেয়ালে আঁচড়ে পড়ে তখন দীর্ঘশ্বাস গুলো শুধু দীর্ঘায়ত হয় এই ভেবে কেন আমি ঐ বোবা নির্লিপ্ত আলোটার মত না।
বিষণ্ণ ব্যাকুলতা!
ওহে দেহলতা তুমি কি জাননা সেই দীর্ঘ উড়ালের স্মৃতি?
লিখে চলেছি আমার সকল বিষাদ ঝরা উড়াল চিঠি!
আমার সকল শূন্যকরুণা
তোমার সেই নির্বাক আঁখিতারা
তোমার প্রতি সেই বোধের মূর্ছনা
আমি ফেলে এসেছি সেই হেমন্তের ঝরে যাওয়া কালে।
তুমি আজ চেতনার ডাল মেলে ঝাঁপসে উঠো ব্রহ্মলিপিনামায়
বলি ওগো কুহেলিলতা তোমার আর আছে কত ভার
আমাকে নির্মাণ করার কুহকী বিদ্যা!
লেখি তনুশূন্যতার কথা, বিষণ্ণ ব্যাকুলতা
হারানো মমতা মাখি সে ব্যথার চূর্ণপ্রাণে।
মহাকাল ঘষে ঘষে
তোমারি বুকে ধরি; রাত্রিকথা!
----------------------------------------------------------------------------------
বি.দ্রঃ- আমার এই পোষ্টে যে কমেন্ট করবেন সে ফিরতি একটি কমেন্ট পাবেন আমি একজন হিট সিকার
----------------------------------------------------------------------------------
১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:১৭
স্নিগ্ধ শোভন বলেছেন:
ধন্যবাদ সেলিম ভাই।
কথা রাখলাম
২| ১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:০৮
কান্ডারি অথর্ব বলেছেন:
কুনোব্যাঙ ভাইয়ের প্রতি পয়দা দিবসের শুভেচ্ছা রইল
১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:২৪
স্নিগ্ধ শোভন বলেছেন:
কথা রাখলাম
কবিতা কেমন হইলো বললেন না কিন্তু??
৩| ১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:১৮
এক্সপেরিয়া বলেছেন: শুভেচ্ছা রইল!
১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:২৭
স্নিগ্ধ শোভন বলেছেন:
ভাই কথা রাখতে পারলাম না। আপনি কমেন্ট অপশন বন্ধ করে রাখছেন
৪| ১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:২৬
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই অনেক ধন্যবাদ আপনি কথা রেখেছেন। আমার ব্লগে ফিরতি একটি কমেন্ট করেছেন।
কবিতা ভালো হয়েছে বেশ।
১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৩৩
স্নিগ্ধ শোভন বলেছেন:
ভাই আবার কমেন্ট করে বিপদে পেলেছেন
আবার কথা রাখলাম।
৫| ১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৪৩
তাসনুভা সাখাওয়াত বীথি বলেছেন: হ্যাপি বার্থডে *কুনোব্যাঙ*
১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৫০
স্নিগ্ধ শোভন বলেছেন:
কথা রাখলাম।
কবিতা কেমন হল বলনাই কিন্তু আপু
৬| ১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৪৭
স্বপ্নবাজ অভি বলেছেন: কুনোব্যাঙের জন্মদিনের শুভেচ্ছা , উনি কাল জলে থাকবেন নাকি স্থলে ?
১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৫৪
স্নিগ্ধ শোভন বলেছেন:
কথা রাখলাম
কবিতা কেমন হল বলনাই কিন্তু ভ্রাতা
৭| ১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৫২
নূর আদনান বলেছেন: কুনোব্যাঙ ভাইয়ে পয়দা দিবসে তাকে মাসরুমের শুভেচ্ছা...
(কুনোব্যাঙ কি মাসরুম বা ব্যাঙ-এর ছাতার নিচে থাকতে পছন্দ করে কিনা?)
শুভ জন্মদিন
১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৫৯
স্নিগ্ধ শোভন বলেছেন:
কথা রাখলাম
কবিতা কেমন হল বললেন না
ব্লগার কুনোব্যাঙের দৃষ্টি আকর্ষণ করছি
৮| ১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৫৬
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই অনেক ধন্যবাদ আপনি কথা রেখেছেন। আমার ব্লগে ফিরতি একটি কমেন্ট করেছেন।
১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১:০৫
স্নিগ্ধ শোভন বলেছেন: ভ্রাতা আপনি আবার
আবার কথা রাখলাম
৯| ১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১:০৮
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই অনেক ধন্যবাদ আপনি কথা রেখেছেন। আমার ব্লগে ফিরতি একটি কমেন্ট করেছেন।
১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১:১৯
স্নিগ্ধ শোভন বলেছেন:
আবারও
আবার কথা রাখলাম
১০| ১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১:১০
ফালতু বালক বলেছেন: ব্যাং ভাই, শুভ জন্মদিন।
দিন গুলো কাটুক খুব ভালো।
১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১:১৫
স্নিগ্ধ শোভন বলেছেন:
কথা রাখলাম
১১| ১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১:১২
*কুনোব্যাঙ* বলেছেন: কবিতা পড়লাম। একটা মন্তব্য দিয়ে দীর্ঘদিন শেলফে পড়ে থাকা বাংলা অভিধানটির উপর জমে যাওয়া ধুলোর আস্তরণ অবশেষে পরিষ্কার করতে হবে দেখছি
অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা সেলিম ভাই।
২ ইন ১ উপহারের জন্য থ্যাঙ্কু কান্ডারী ভাই। উপহারের পাশাপাশি কালকের সালাদের শশা টমেটো কেনার খরচ বাঁচিয়ে দিলেন কিন্তু কমেন্ট ফিরতি কমেন্টের ব্যাপারে সবাই যদি পণ করে তাহলে এই অবিনাশী চক্রের ফলে সামুর কি অবস্থা হবে সেটাই ভাবছি
অনেক অনেক ধন্যবাদ এক্সপেরিয়া এন্ড তাসনুভা সাখাওয়াত বিথি
বিশেষ দিনে এত চমৎকার একটি কবিতা উপহার পাওয়া ঠিক কতটা আপ্লুত করে সেটা বোধহয় ভাষায় প্রকাশ করার মতো ভাষার ব্যকরণ এখনও আমরা তৈরী করতে পারিনি। শুধু ভালোলাগার বোধটার কথা বলতে পারি। ধন্যবাদ অনেক অনেক অনেক
১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১:২৬
স্নিগ্ধ শোভন বলেছেন:
বাংলা অভিধানটির উপর জমে যাওয়া ধুলোর আস্তরণ অবশেষে পরিষ্কার করে অবশেষে বলে জাবেন কেমন হল কবিতাটি
কথা রাখলাম
শুভ কামনা রইলো !! বেঁচে থাকুন আমাদের মাঝে আর অনেক অনেক বছর।
১২| ১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১:১৩
ড. জেকিল বলেছেন: শুভ জন্মদিন কুনোব্যাঙ।
কবিতা ভাল হয়েছে। যদিও কবিতা ভালো বুঝিনা :#>
১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১:৪১
স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ!!
কথা রাখলাম
১৩| ১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১:১৪
*কুনোব্যাঙ* বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয় বালক কবি কিন্তু বালক কবির অনুকাব্য আর ছোট আন্তরিক মন্তব্য এখন আর তেমন দেখাই যায়না কেন?
১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১:৪৮
স্নিগ্ধ শোভন বলেছেন:
সবার প্রথম কমেন্টের বিনিময়ে আরেকটি কমেন্ট করবো । পরের গুলোর জন্য না। তাই আর আপনার ব্লগ বাড়িতে গেলাম না
১৪| ১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১:১৫
ভারসাম্য বলেছেন: শুভ জন্মদিন কুনোব্যাঙ!!!
১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১:৪৬
স্নিগ্ধ শোভন বলেছেন:
কথা রাখলাম
নিচে দেখুন ...
১৫| ১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১:২৩
*কুনোব্যাঙ* বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ড. জেকিল আর কবিতা বোঝার জন্য আমার মতো অভিধানের সহযোগীতা নিতে পারেন
১৬| ১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১:২৪
*কুনোব্যাঙ* বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভারসাম্য ভাই
১৭| ১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১:২৭
*কুনোব্যাঙ* বলেছেন: অনেক ধন্যবাদ নূর আদনান সভ্যতার ক্রমবিকাশের সাথে সাথে ব্যাঙের বাসস্থানেও এসেছে আধুনিকতা
১৮| ১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১:২৮
কান্ডারি অথর্ব বলেছেন:
ভাই স্নিগ্ধ শোভন আমার পোস্টে আপাতত আর ফিরতি কমেন্ট করে আপনার মহানুভবতার পরিচয় না দিলেও চলবে। নতুবা বার বার এসে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করতে হবে এবং আপনাকেও কষ্ট করে আমার ব্লগে যেয়ে মন্তব্য করতে হবে তখন অন্যান্যরা হয়ত মন্তব্য পাওয়া থেকে বঞ্চিত হতে পারে। তবে আবারও ধন্যবাদ দিয়ে গেলাম মন্তব্য করার জন্য।
কুনোব্যাঙ ভাই আমি আপনার সালাদ আর টমেটোর কথা ভেবেই এই উচ্য মূল্যের বাজারে কিছুটা হলেও চেয়েছি আপনার খরচ বাচিয়ে দিতে। পয়দা দিবসের শুভেচ্ছা আবারও জানবেন।
গিভ এন্ড টেক কমেন্ট বিজনেস বা হিট সিকিং নামে যে রীতি চালু রয়েছে সেখানে অনেক ব্লগার কমেন্ট শূন্য হয়ে যেভাবে লজ্জা পাচ্ছেন তাতে করে সকলেই যদি কমেন্ট পেয়ে উৎসাহিত বোধ করে তার জন্য এটি একটি অভিনব পন্থা হতে পারে বলে আমি স্নিগ্ধ শোভনকে সাধুবাদ জানাই।
১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১:৫২
স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ ভ্রাতা আপনি বিষয়টি এত সুন্দর দৃষ্টিতে দেখার জন্য।
আমিও আপনার ব্লগে আসা যাওয়া করতে করতে ক্লান্ত হয়ে গেছি । তাই নতুন সিদ্ধান্ত নিম্নে দেয়া হল।
এই পোষ্টে যে কোন ব্লগারের ১ম মন্তব্যের বিনিময়ে আমি সেই ব্লগারের যে কোন পোষ্টে গিয়ে একটি কমেন্ট করবো।
১৯| ১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১:২৮
*কুনোব্যাঙ* বলেছেন: যেহেতু ব্যাঙরা উভচর তাই সর্বদাই তাদের জলে স্থলে বিচরণ সমান তালে @ স্বপ্নবাজ অভি
২০| ১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১:৪০
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
হ্যাপি বার্থডে!!!!!!!!!!!!!!!!!!!!!! এজন্যই তো বলি, আমাদের মধ্যে এত মিল কেন :#>
আজকে তো আমার একজন ক্লোজেস্ট মানুষেরও জন্মদিন!
১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ২:০২
স্নিগ্ধ শোভন বলেছেন:
কথা রাখলাম
কবিতা কেমন লাগল বললেনা আপু
২১| ১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১:৫৮
মাসুম আহমদ ১৪ বলেছেন: প্রথম প্যারাটা সুন্দর
লিখিয়া > লিখে । লিখিয়া কে লিখে করে নিয়েন।
কুনোব্যাঙ সাহেবের জন্মদিনে শুভেচ্ছা
১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ২:১০
স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ মাসুন ভাই।
ঠিক করে দিলাম।
কথা রাখলাম
নিজের জন্মদিনে একটু ব্যস্ত থাকাতে আপনার পোষ্টটি আগে পড়া হয়নি। দুর্দান্ত লিখেছেন।
২২| ১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ২:০৩
ডানাভাঙ্গা চিল বলেছেন: এত অল্প মানুষ শুভেচ্ছা জানায় কেনে ?
১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ২:১৪
স্নিগ্ধ শোভন বলেছেন: কেন তা বলতে পারছিনা।
কিন্তু আপনিও জানলেন না কেন তাও বুঝতে পারলাম না
কথা কিন্তু রেখেছি
২৩| ১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ২:০৯
ফালতু বালক বলেছেন: ব্যাং ভাই, পড়াশোনা নিয়া ঝামেলায় আছি তবুও ফাঁক পাইলেই ঢুঁ মারার ট্রাই করি......
২৪| ১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ২:১৯
মাসুম আহমদ ১৪ বলেছেন: আপনার কথা রাখার স্টাইলটা মজার
১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ২:২৫
স্নিগ্ধ শোভন বলেছেন:
উপরে কাণ্ডারি অথর্ব ভাইর কমেন্ট দেখলে কারণটা ক্লিয়ার হবেন
২৫| ১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৩:১৬
*কুনোব্যাঙ* বলেছেন: একটা কাল ছিলো যখন এলিয়েনরা ছিলো শুধু কল্পনায়। তারপর যুগ পাল্টালো এলিয়েনরা আসলো লেখা দিয়ে নিজের অবস্থান প্রকাশ করলো। আশা করা যায় পরবর্তী প্রজন্ম এলিয়েনদের বাস্তবে দেখতেও পাবে। কিন্তু ক্লোজেস্ট মানুষটা কে আশাকরি তাকেও *কুনোব্যাঙ* এর শুভেচ্ছা বার্তা পৌঁছে দিবেন।
এবং শুভেচ্ছা আর আমার ছবি সম্বলিত উপহারের জন্য তো আপনাকে ধন্যবাদ থাকলোই
@এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা
অনেক অনেক ধন্যবাদ মাসুম আহমদ ১৪ ভাই
ঠাকুর সাব বলেছেন, ভালো অল্প বলেই তা ভালো নইলে সে নিজের ভীড়ের ঠেলায়ই হয়ে যেতো মাঝারি। অল্প হোক তবু এখানে ভালোবাসার পুর্ণতা আছে, এর চাইতে বেশী কিছুই হতে পারেনা @ ডানাভাঙ্গা চিল
বালক কবি পড়াশুনার চাপে থাকলে কোন কথা নাই, তবে পড়াশুনার চাপ কমলে তখন না পাইলে কথা অবশ্যই আছে
২৬| ১৫ ই নভেম্বর, ২০১৩ ভোর ৪:০৬
আমিনুর রহমান বলেছেন:
শুভ জন্মদিন মামুন
১৫ ই নভেম্বর, ২০১৩ ভোর ৫:৫৩
স্নিগ্ধ শোভন বলেছেন:
কথা রাখলাম
২৭| ১৫ ই নভেম্বর, ২০১৩ ভোর ৪:০৮
আমিনুর রহমান বলেছেন:
আমারে যদি কমেন্টস দিছোস তাইলে কইলাম খবর আছে তোর ধলু
১৫ ই নভেম্বর, ২০১৩ ভোর ৫:৫৫
স্নিগ্ধ শোভন বলেছেন:
ভাই দুঃখিত আমি আপনাকে কমেন্ট দেয় নাই দিয়েছি আপনার পোষ্টে
২৮| ১৫ ই নভেম্বর, ২০১৩ ভোর ৫:১২
ভাসা মেঘ বলেছেন:
শুভ জন্মদিন
১৫ ই নভেম্বর, ২০১৩ ভোর ৫:৫৭
স্নিগ্ধ শোভন বলেছেন: দুঃখিত দোস্ত কোন পোষ্ট না করার কারণে আমি তোমার ব্লগে কমেন্ট করতে পারিনাই
তবে তোমাকে জেনারেল মোবারক
২৯| ১৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:১৬
মামুন রশিদ বলেছেন: শুভ জন্মদিন কুনো..
তোমার জন্মদিনে আমার প্রিয় একটা গান
১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৩৭
স্নিগ্ধ শোভন বলেছেন:
কথা রাখলাম
কবিতা কেমন হল বললেন না ভ্রাতা।
৩০| ১৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:২৮
জুন বলেছেন: প্রিয় ব্লগার *কুনোব্যাঙ* কে জন্মদিনে একরাশ শুভেচ্ছা
১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৪৫
স্নিগ্ধ শোভন বলেছেন:
কথা রাখলাম আপু
কবিতা কেমন হল বললে না কিন্তু আপু
৩১| ১৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ৮:২৯
বৃতি বলেছেন: জন্মদিনের অনেক শুভেচ্ছা কুনোব্যাঙকে
আপনার কবিতা ভাল লাগলো স্নিগ্ধ শোভন, কুহেলিলতার বোধোদয় হোক ।
শুভকামনা ।
১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৫৫
স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ বৃতি ।
কথা কিন্তু রাখলাম
৩২| ১৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:০২
ধূর্ত উঁই বলেছেন: কুনোব্যাঙ ভ্রাতা কে জন্মদিনের শুভেচ্ছা । স্নিগ্ধ শুভন কে অভিনন্দন তার জন্মদিন উদযাপন করায় ।
১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:০২
স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ!
কথা রাখলাম
৩৩| ১৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৫
সায়েম মুন বলেছেন: কুনোব্যাঙকে জন্মদিনের শুভেচ্ছা জানাই।
১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:০৯
স্নিগ্ধ শোভন বলেছেন:
কথা রাখলাম ভ্রাতা
৩৪| ১৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৪
খাটাস বলেছেন: কবিতা ভাল হয়েছে। ব্যাঙ ভাই জন্মদিনের অন্তর স্থল নিহিত শুভেচ্ছা।
১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:১৩
স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ!
৩৫| ১৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১:৪৯
এহসান সাবির বলেছেন: শুভ জন্মদিন কুনোব্যাঙ!!!
কবিতায় +++++++
হিট সিকার বিষয়টা কি?
১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:১৯
স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ সাবির ভাই ।
কথা রাখলাম
কাণ্ডারি অথর্ব ভাইর ১৮ নম্বর মন্তব্য দেখুন ।
৩৬| ১৫ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৪০
অনাহূত বলেছেন:
ব্লগার কুনোব্যঙ কে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। কি সুন্দর উপহার!
কবিতা সুখপাঠ্য।
১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:২৬
স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ কবি।
কথা রাখলাম কবি
৩৭| ১৫ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ব্লগার *কুনোব্যাঙ’-কে উপহার দেয়া আপনার কবিতাটা অসাধারণ হয়েছে।
লেখি তনুশূন্যতার কথা, বিষণ্ণ ব্যাকুলতা
হারানো মমতা মাখি সে ব্যথার চূর্ণপ্রাণে।
মহাকাল ঘষে ঘষে
তোমারি বুকে ধরি; রাত্রিকথা!
অতি চমৎকার।
*কুনোব্যাঙ* এবং আপনি দুজনই খুব প্রিয় ব্লগার, আমারও। ব্লগার *কুনোব্যাঙ*-কে জন্মদিনের শুভেচ্ছা।
আমার ব্লগে আপনাকে নিয়মিতই দেখি; অতএব পোস্টের নিচের অংশ আমার জন্য প্রযোজ্য নয়, আপনিই বরং আমার কাছে বাড়তি কমেন্ট পাওনা আছেন
শুভেচ্ছা।
১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৩৯
স্নিগ্ধ শোভন বলেছেন: প্রিয় কবি আপনার কমেন্টের অপেক্ষা করছিলাম।
কবিতা ভাল লাগায় খুবি আনন্দিত হলাম।
পোষ্টে কথা যখন দিয়েই দিয়েছি তাই রাখতে হল
যদিও কথা না দিলেও পোষ্টটি পড়া হত
৩৮| ১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:২৬
শায়মা বলেছেন: কুনোব্যাঙ ভাইয়াকে জন্মদিনের শুভেচ্ছা!
১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৪৫
স্নিগ্ধ শোভন বলেছেন:
কথা রাখলাম আপুনি
গিফট কিন্তু এখন পেলাম না
৩৯| ১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:৫৬
অদ্বিতীয়া আমি বলেছেন: শেষ চার লাইন অনেক চমৎকার লাগলো ।
কিন্তু বি.দ্রঃ এর ব্যাপার টা কি
কুনোব্যাঙ ভাইয়াকে শুভ জন্মদিন ।
১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৫৩
স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ
কথা রাখলাম
কাণ্ডারি অথর্ব ভাইর করা ১৮ নম্বর মন্তব্য দেখুন তাহলে ক্লিয়ার হবেন।
৪০| ১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:০৯
নূর আদনান বলেছেন: কবিতাও ভাল হইছে ভাই, কিন্তু গুনিন কবিদের বাক্য আমার আবার একটু মাথার ওপর দিয়া যায় তো....
তবে আমার পোষ্টে রিফ্লেক্ট মন্তব্য করার জান্য ধন্যবাদ, আপনি তো আমার শুকনা পোষ্টে পানি এনে দিয়েছেন।
১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৫৫
স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ ভ্রাতা
শুকনো পোষ্টে পানি আনার জন্যইতো আমার এই ছোট প্রচেষ্টা
শুভ কামনা রইলো।
৪১| ১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:২৪
গৃহ বন্দিনী বলেছেন: আপনের হিট সিকিং ট্রিক দেখে আমি হাসতেই আছি ।
কুনোব্যাং ভাইকে জন্মদিনের অনেক শুভেচ্ছা রইল।
১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১:০৮
স্নিগ্ধ শোভন বলেছেন:
হাসার জন্যই দিলাম আপু
কথা কিন্তু রাখলাম আপু
৪২| ১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৪৭
মামুন রশিদ বলেছেন: কবিতা কঠিন হইছে, মানে মাথার সামান্য একটু উপরে দিয়ে গেছে! হাল্কা হাল্কা ধরতে পারছি
অটঃ এর জন্য কষ্ট কৈরা আরেকটা কমেন্ট দিয়ে আসার দরকার নাই!
১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১:০৯
স্নিগ্ধ শোভন বলেছেন: হা হা হা
ধন্যবাদ ভ্রাতা
৪৩| ১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৩৩
এহসান সাবির বলেছেন: ভাই কমেন্টের এই আইডিয়া আপনি কি স্বপ্নে পাইছেন??
অনুরোধ: কষ্ট করে আরেকটা কমেন্ট দিয়ে আসার দরকার নাই!
১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১:১৩
স্নিগ্ধ শোভন বলেছেন:
কমেন্টের এই আইডিয়া হটাত করে ঘুমাতে গিয়ে কল্পনাতে আসে। ঘুমাতে গিয়েই যখন এসেছে আপনি এটাকে স্বপ্নে পাওয়াও বলতে পারেন
আপনি না বললেও করতাম না। কারণ পোষ্টে সকল ব্লগারের ১ম কমেন্টের বিনিময়ে তার পোষ্টে গিয়ে একটি কমেন্ট করবো
৪৪| ১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৫০
স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আপনার কবিতাখানি চমৎকার…
কথায় আছে বেশি ভালো ভালো না,
তাই চমৎকার কবিতাখানির পাশে
পঁচা কয়টা লাইন লিখলাম
*কুনোব্যাঙ* এর জন্মদিনে…
কুনোব্যাঙ কুনোব্যাঙ কাচ্চি খাবে নাকি..?
খেতে হবে পুরো বাটি, চলবে নাকো ফাঁকি !
খানা হবে পিনাও হবে, জমবে ব্লগার পার্টি…
থাকবে না কেউ নৃত্য রাতে,মনে যাদের ডার্টি…!
হ্যাপি……………………………………
১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১:২০
স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ ভ্রাতা। কবিতা ভাল লাগায় সুখী হলাম।
আপনার লিখা লাইনগুলো সুন্দর হয়েছে
কথা রাখলাম
কুনোব্যাঙ কুনোব্যাঙ কাচ্চি খাবে নাকি..?
খেতে হবে পুরো বাটি, চলবে নাকো ফাঁকি !
খানা হবে পিনাও হবে, জমবে ব্লগার পার্টি…
থাকবে না কেউ নৃত্য রাতে,মনে যাদের ডার্টি…!
৪৫| ১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১:৪১
মনিরা সুলতানা বলেছেন: শুভ জন্মদিন কুনো ব্যাঙ্গ...
১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১:৫৬
স্নিগ্ধ শোভন বলেছেন:
কথা রাখলাম আপু
৪৬| ১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ২:৩৩
মনিরা সুলতানা বলেছেন: হাহাহাহা ...............।
গল্প পড়েই কমেন্ট করেছ ভাইয়া নাকি ,কথা রাখবার জন্য ??
হাঁসতে হাঁসতে আমি শেষ ।
কমেন্ট এড় জন্য ধন্যবাদ ভাইয়া
১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ২:৪৫
স্নিগ্ধ শোভন বলেছেন: আপু তোমাকে সাম্প্রতিক ভিজিটর লিস্টে দেখেই আমি তোমার ব্লগে ঢুকে গেছি!! কারণ তুমি কমেন্ট করবা জানতাম।
আমি এখানে যতগুলো কমেন্ট করছি সবার পোষ্ট পড়েই কমেন্ট করছি। যে গুলো আগের পড়া সেগুলো কমেন্ট অন্যরকম ভাবে করছি।
আপনাদেরকে একটু হাসি দেওয়ার জন্যই আমার ছোট একটি প্রচেষ্টা !!!
৪৭| ১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ২:৩৬
*কুনোব্যাঙ* বলেছেন: থ্যাঙ্কস আমিনুর ভাই থ্যাঙ্কস ভাসা মেঘ
থ্যাঙ্কস মামুন ভাই, গানটা সত্যিই সুন্দর
প্রিয় জুনাপুকে আবারো ধন্যবাদ আরেকটি সুন্দর কেকের জন্য
আবারো ধন্যবাদ ধূর্ত উঁই, সায়েম মুন, খাটাস ও এহসান সাবির ভাই
শুভেচ্ছার জন্য অনেক ধন্যবাদ বৃতি , কবিতাটি আসলেই চমৎকার
৪৮| ১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ২:৪৩
*কুনোব্যাঙ* বলেছেন: আমার জন্য অনেক দুর্লভ উপহার এটি। শুভেচ্ছায় কৃতজ্ঞতা অনাহূত ভাই
অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ভাই
অনেক অনেক থ্যাঙ্কস শায়মাপু
@স্বপ্নচারী গ্রানমা, ছড়াটি চমৎকার। ছন্দ আঁকার ব্যাপারটা তেমন পারিনা বলেই হয়তো ছন্দ দেখতে বেশী ভালো লাগে। অনেক অনেক ধন্যবাদ চমৎকার ছড়া এবং শুভেচ্ছার জন্য
৪৯| ১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ২:৪৫
*কুনোব্যাঙ* বলেছেন: অনেক অনেক থ্যাঙ্কস প্রিয় মনিরা আপু। আর শোভন তো শুধু কমেন্টে দেয়ার কথা বলেছে পোষ্ট পড়ার কথা তো বলেনাই
১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ২:৫৩
স্নিগ্ধ শোভন বলেছেন: যদিও শুধু কমেন্ট করার কথা তবুও আমি সবার একটা করে পোষ্ট পড়ছি এবং যাদের পোষ্ট পড়া আছে তাদের পুরানো কোন পোষ্টে কমেন্ট করে আসছি ।
মোট কথা খুব কষ্ট করতে হচ্ছে ! অন্য একটা প্রবলেমও হচ্ছে নতুন কোন পোষ্ট পড়া হচ্ছে না তেমন
৫০| ১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ২:৪৮
*কুনোব্যাঙ* বলেছেন: @অদ্বিতীয়া আমি, বিশেষ দ্রষ্ট্রব্যের ব্যাপারটা মনেহয় গিভ এন্ড টেক প্রযুক্তি
শুভেচ্ছার জন্য অনেক অনেক ধন্যবাদ
৫১| ১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ২:৫১
*কুনোব্যাঙ* বলেছেন: @নূর আদনান, কবিতার ব্যাপারে আপনার কথা সত্যি হলে নিঃসন্দেহে আপনি আমার দলে
শুভেচ্ছার জন্য অনেক অনেক ধন্যবাদ গৃহ বন্দিনী ভাবছি আমিও এইরকম একটা গিভ এন্ড টেক সিস্টেমের পোষ্ট দিমু। সিস্টেমটা পছন্দ হইসে
৫২| ১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ৩:৫৫
বাগসবানি বলেছেন: যখনই ব্লগে ঢুকি, তখনই দেখি ব্লগার কুনোব্যাঙের কোন না কোনো পার্টি চলতেছে !!! ঘটনা কি?
ব্যই দ্য ওয়ে, কুনোব্যাঙকে কেকের শুভেচ্ছা । আর আপনাকে অশেষ ধন্যবাদ । আমার আবার কারো জন্মদিন মনে থাকে না
১৬ ই নভেম্বর, ২০১৩ ভোর ৪:১৯
স্নিগ্ধ শোভন বলেছেন:
কথা রাখলাম
৫৩| ১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ৩:৫৭
বাগসবানি বলেছেন: ব্যই দ্য ওয়ে, পোস্টখানা আমার আগে পড়া উচিত ছিল । তইলে আর কমেন্ট পাইতেন না
১৬ ই নভেম্বর, ২০১৩ ভোর ৪:২২
স্নিগ্ধ শোভন বলেছেন:
কেন কমেন্ট পাইতাম না ?????
ঝাড় ফুঁক কিছু দিয়ে যেতেন নাকি??
৫৪| ১৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:১১
একজন আরমান বলেছেন:
অস্থির কবিতা।
ব্যাঙ ভাইকে জন্মদিনের বাসি শুভেচ্ছা।
তোর বিঃ দ্রঃ এর লেখাটা আমার পছন্দ হইছে। স্যাটায়ার হইলেও ভালাই হইছে। মানে দিয়া মার্কেটিং ও হইলো আবার বাঁশও হইলো।
বি.দ্রঃ- আমার পোষ্টে যে কমেন্ট করবেন সে ফিরতি একটি কমেন্ট পাবেন আমি একজন হিট সিকার
১৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৫
স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ দোস্ত!!!
হা হা হা
কথা কিন্তু রাখলাম
৫৫| ১৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৪:৪২
আমি ইহতিব বলেছেন: *কুনোব্যাঙ* ভাইকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।
গিভ এন্ড টেক কমেন্ট এর অভিনব পন্থা দেখে মুগ্ধ হলাম শোভন ভাই।
১৭ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:০১
স্নিগ্ধ শোভন বলেছেন:
হা হা হা
কথা কিন্তু রাখলাম
৫৬| ১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৪৯
মোঃ ইসহাক খান বলেছেন: কবিতা বেশ হয়েছে।
জন্মদিনের শুভেচ্ছা দিয়ে গেলাম।
১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১১:৫১
স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ ভ্রাতা
কথা রাখলাম
৫৭| ১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৫৯
চাঙ্কু বলেছেন: কুনোব্যাঙকে জন্মদিনের শুভেচ্ছা ।
কবিতা ধূয়ামিত হইছে
১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:২৩
স্নিগ্ধ শোভন বলেছেন: কবিতা ধূমায়িত লাগায় ধন্যবাদ।
কথা কিন্তু রাখলাম
৫৮| ২০ শে নভেম্বর, ২০১৩ রাত ১:৫২
অদ্বিতীয়া সিমু বলেছেন: ++
২০ শে নভেম্বর, ২০১৩ রাত ২:০১
স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ !!!
কথা রাখলাম
৫৯| ২০ শে নভেম্বর, ২০১৩ রাত ২:২৬
*কুনোব্যাঙ* বলেছেন: আর বইলেন্না, কবি বলেছেন অধিক সৌজন্যতার আদান প্রদানে বহু সত্য গোপন থাকিয়া যায় তবে শুভেচ্ছায় ধন্যবাদ
@বাগসবানি
আপ্নেরেও বাসী ধন্যবাদ আর নাফিস ইফতেখার বলেছেন, হিট একটি ব্লগীয় ব্যাধি
@একজন আরমান
শুভেচ্ছায় অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা @আমি ইহতিব @ মোঃ ইসহাক খান @ চাঙ্কু @ অদ্বিতীয়া সিমু
৬০| ২০ শে নভেম্বর, ২০১৩ সকাল ৯:৫৪
কাগজের নৌকা (রাসেল হোসেন) বলেছেন: কবিতাটা খুব সুন্দর হইছে।
শুভ জন্ম দিন
কুনোব্যাঙ
২০ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪
স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ ভ্রাতা
কথা রাখলাম
৬১| ২০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৩৪
মাহমুদ০০৭ বলেছেন: হাহাহ , আপনার পোস্টে মজা পেয়েছি ভাই । কমেন্ট গুলা পড়লাম । হেডলাইনে
ব্লগার কুনোব্যাঙ ভাইয়ের নাম দেখে পোষ্টে ইন হলাম । । কূনো ভাইকে ভাল লাগে ,
এই ব্লগের একজন মেধাবি ব্লগার , আমার প্রিয় ।
এর আগে একজনের পোষ্টে উনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছি ,
এখানেও দিয়ে গেলাম । উনার জন্য সবসময়েই আন্তরিক শুভকামনা থাকবে ।
কবিতা মোটামুটি লেগেছে । আর হ্যা , সৌজন্যমূলক ফিরতি কমেন্ট করার প্রয়োজন নেই ,
আমি জানি আমার লিখা ভাল লাগলে আপনি এম নিতেই আপনার প্রতিক্রিয়া
জানাবেন ।
ভাল থাকুন শোভন ভাই , শুভকামনা রইল আপনার প্রতি ।
২০ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৭
স্নিগ্ধ শোভন বলেছেন: ধন্যবাদ ভ্রাতা
পোষ্টে কথা দেওয়ার কারণে কমেন্ট করে আসলাম। আপনার ইলিশ গল্পটি চমৎকার হয়েছে।
৬২| ২১ শে নভেম্বর, ২০১৩ রাত ২:১৮
পরিবেশ বন্ধু বলেছেন: ব্রেকিং নিউজ ধা কুনুব্যাং
ভিজিট +
২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৫৩
স্নিগ্ধ শোভন বলেছেন:
৬৩| ২১ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:৫৪
অদৃশ্য বলেছেন:
প্রিয় শোভন
লিখাটি পোষ্টের আগেও আমি আপনার ব্লগ ঘুরে গেছি... অথচ পোষ্ট করবার পর এখনই মাত্র এলাম...
দুর্দান্ত কবিতা... দারুন এক অনুভূতি তৈরী করলো ভেতরে... আসলেই লিখাটি অত্যন্ত সুন্দর হয়েছে...
কুনোব্যাঙের সৌভাগ্য বলতে হয়... তাকে আগেই আমি শুভেচ্ছা জানিয়েছি অন্য কারো ব্লগে...
শুভকামনা...
২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:০৪
স্নিগ্ধ শোভন বলেছেন:
প্রিয় কবি আপনার ভাল লাগায় অনেক খুশী হলাম।
কখন আসলেন কখন আসলেন না তা বড় ব্যাপার না। আপনি সময় করে এসে আমার পোষ্ট পড়েন সেটাই আমার জন্য অনেক বড়। আপনাদের উৎসাহ পেয়ে একটু সেকটু লিখার চেষ্টা করি। ধন্যবাদ ও শুভ কামনা রইলো।
৬৪| ২৪ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৯
আমি ময়ূরাক্ষী বলেছেন: কুনোব্যাঙকে জন্মদিনের লেইট শুভেচ্ছা।
২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:০৩
স্নিগ্ধ শোভন বলেছেন:
৬৫| ২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:১০
শ্রাবণ জল বলেছেন: ব্যাঙ ভাই ব্লগে কি করে!! উনার তো শীতনিদ্রার সময় এখন!!
দেরি হয়ে গেল, তবু জন্মদিনের শুভেচ্ছা ব্যাঙ ভাইকে।
হিট সীকার!! হে হে! আমার একই পোস্টে আর কত কমেন্ট দিবা?? লাগবেনা কমেন্ট
২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:০৮
স্নিগ্ধ শোভন বলেছেন:
হা হা হা
কথা দিলাম বিধায় রাখলাম
কবিতা কেমন হইলো কইলিনা কিন্তু
৬৬| ২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:১০
স্নিগ্ধ শোভন বলেছেন:
এখন থেকে কেউ কমেন্ট করলে কমেন্টের বিনিময়ে ফিরতি কমেন্ট করা হবে না। টাইম ওভার !!!!
৬৭| ২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:৪২
শ্রাবণ জল বলেছেন: কবিতা সুন্দর হয়েছে।
ঝাঁপসে শব্দের মানে কি??
২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১:১৬
স্নিগ্ধ শোভন বলেছেন:
এখানে ঝাঁপসে শব্দটা ব্যাবহার করা হয়েছে ঝাঁপিয়ে পড়া বা আচ্ছন্ন করে রাখা অর্থে।
ভাল লাগায় খুশী হলাম
৬৮| ২৯ শে নভেম্বর, ২০১৩ ভোর ৪:০০
রহস্যময়ী কন্যা বলেছেন:
২৯ শে নভেম্বর, ২০১৩ ভোর ৪:৪৮
স্নিগ্ধ শোভন বলেছেন: হাসার কি আছে? :#>
৬৯| ২৯ শে নভেম্বর, ২০১৩ ভোর ৬:৫১
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা জানাই।
©somewhere in net ltd.
১|
১৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:০৫
সেলিম আনোয়ার বলেছেন: কবিতা সুন্দর হয়েছে। কুনোব্যাঙের জন্মদিনে তার প্রতি শুভেচ্ছা থাকলো ,থাকলো শুভকামনা। কবিতা সুন্দর হয়েছে।