![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেকে হয়তো ট্যাটু খুব পছন্দ করেন আবার ট্যাটু নিজের দেহে আঁকতে ভালবাসেন। এরকম ট্যাটু প্রিয় ব্যক্তিদের জন্য সুখবর। ট্যাটু দিয়ে স্মার্টফোনের লক খোলা যাবে। শখ করে শরীরের বিভিন্ন জায়গায় ট্যাটু বা উল্কি আঁকেন অনেকেই। আর এই ট্যাটুকে কাজে লাগিয়েই স্মার্টফোন আনলক করা যাবে।
ট্যাটুর সামনে স্মার্টফোন ধরলেই অনায়াসে লক খুলে যাবে। তবে যেকোনো স্মার্টফোনে নয়, কেবল মটো এক্স স্মার্টফোনে মিলবে এ সুবিধা। এ জন্য বিশেষ ধরনের স্টিকারযুক্ত এ ডিজিটাল ট্যাটুও তৈরি করেছে মটরোলার এটিএপি ল্যাবের 'ভিভালিংক'। শরীরে লাগানোর পর পাঁচ দিন পর্যন্ত ট্যাটুটি ব্যবহার করা যাবে। এ সময় ব্যবহারকারীরা গোসল ও ব্যায়ামও করতে পারবে। অভিনব এ ধরনের ১০টি ট্যাটুর দাম প্রায় ৮০০ টাকা
হাতে সমায় থাকলে ঘুরে আসতে পারেন বাংলায় ব্লগ ওয়েবসাইট থেকে
©somewhere in net ltd.