নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানবীয় চিন্তায় মিলবে নির্বাণ। এ কামনায় থামতে চাইছি না

শখের চাওয়ালা

বোহেমিয়ান। ঘুম, ট্রাভেল আর পড়াশুনা। মাঝেমধ্যে শখের প্রোগ্রামিং। জীবনটা খারাপ না।

শখের চাওয়ালা › বিস্তারিত পোস্টঃ

শেষ কবে

০২ রা নভেম্বর, ২০১৯ রাত ৮:৩৭



শেষ কবে হেসেছিলে
দেখেছিলে স্বপ্ন
টুকরো টুকরো জমা করেছিলে কিছু মেঘ
মনে পড়ে?

রাঙ্গাচুড়ি পড়া সেই হাত
আলতো হাসি, চুলে মুক্ত বাতাস
এখনো কি তার হাতটা ধরে
ভালবাসতে ইচ্ছে করে?

ভোরের কুয়াশার ভেতর এক কাপ চা
ধোঁয়া উড়ানো নিকোটিনের ছাইগুলো দেখতে দেখতে
বালিকার বারান্দার সামনের বরই গাছটা
কি করে যেন এখন খুউব দূরে!

শেষ কবে খুন করেছিলে নিজের ইচ্ছা
বাক্সবন্দি ছেঁড়াপাতাভরা কবিতার লাইন...
কাফনের ভেতর জমানো স্মৃতি
এখনো কানে ফিসফিস গুঞ্জন তুলে?

আমার গল্প আর এগোয় না
যেমন এগোয় না জীবন
চাকাগুলো মন্থর, মৃত প্রেয়সী, থমকে গেছে কবিতা
তবুও আমার বিচরণ।


লিখতে জানি না। ভুলভ্রান্তি ক্ষমার চোখে দেখবেন আশা করছি :``>>

মন্তব্য ১২ টি রেটিং +৪/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০২ রা নভেম্বর, ২০১৯ রাত ৯:২৯

জি এইস মেহেদী বলেছেন: অনেক সুন্দর হয়েছে

০২ রা নভেম্বর, ২০১৯ রাত ১১:১০

শখের চাওয়ালা বলেছেন: ধন্যবাদ !

২| ০২ রা নভেম্বর, ২০১৯ রাত ১০:৪৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: এই যদি হয় লিখতে না পারার নমুনা ....... ++

০২ রা নভেম্বর, ২০১৯ রাত ১১:১২

শখের চাওয়ালা বলেছেন: স্কুল জীবনের শেষের দিকে থমকে গিয়েছিলাম। অনেকগুলো বছর লেখা হয় নি কিছু। ধন্যবাদ আপনাকে 8-|

৩| ০৩ রা নভেম্বর, ২০১৯ রাত ১২:৩৩

কিরমানী লিটন বলেছেন: খুব ভালোলাগা কবি- নান্দনিক.....

০৩ রা নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৬

শখের চাওয়ালা বলেছেন: কবি শব্দটা বেশিই হয়ে যাবে! তবে উৎসাহ পাচ্ছি ।

৪| ০৩ রা নভেম্বর, ২০১৯ সকাল ৯:৩৭

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।

০৩ রা নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৪

শখের চাওয়ালা বলেছেন: আপনার মন্তব্যের অপেক্ষায় ছিলাম দাদা। আপনার ভাল লেগেছে জেনে খুশি হলাম :)

৫| ১১ ই নভেম্বর, ২০১৯ রাত ১২:১৯

জুনায়েদ বি রাহমান বলেছেন: কবিতা খুব ভালো লেগেছে।

+

শুভকামনা সতত।

২৩ শে নভেম্বর, ২০১৯ রাত ১২:৪৬

শখের চাওয়ালা বলেছেন: ভালবাসা নিবেন ! :#P

৬| ২২ শে নভেম্বর, ২০১৯ রাত ১১:২৪

খায়রুল আহসান বলেছেন: ব্লগে সুস্বাগতম! শুভ হোক আপনার ব্লগযাত্রা, আনন্দময় হোক প্রতিটি ক্ষণ, যতটা সময় ব্লগে থাকেন।
"আমার গল্প আর এগোয় না" - প্রকৃতি শূন্যতা পছন্দ করে না। একসময় সবকিছুই এগিয়ে যাবে, এগিয়ে আসবে।
কবিতায় 'লাইক' + +।

২৩ শে নভেম্বর, ২০১৯ রাত ১২:৪৫

শখের চাওয়ালা বলেছেন: শূণ্যতায় অভ্যস্ত মানব হুমড়ি খাবে তখন, চারপাশের কাব্যরা যদি হারিয়ে যায় এই ভয়ে শূণ্যের নেশা খুঁজবে তখন। তবু আশাবাদের জন্য ধন্যবাদ !! :-B

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.