নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রথিক, অসীমের পানে যাত্রী\nগন্তব্যে পৌঁছাল নিবো অবসর।

মোঃ সোলায়মান হোসাইন

নামঃ- মো: সোলায়মান হোসাইন লিখতে ও পড়তে ভালোবাসি। কবিতা ও ছোট গল্প বেশি টানে। বর্তমানে মাসটার্সে অধ্যায়নরত।

মোঃ সোলায়মান হোসাইন › বিস্তারিত পোস্টঃ

তুমি মানেই পূর্ণতা

২০ শে আগস্ট, ২০২২ রাত ৯:৫০

বৃষ্টি হলেই ভিজতে হবে বিকাল হলে ছাদে
দিনের বেলায় অফিস শেষে ঘুরতে হবে রাতে
ডাক পড়লেই আসবো চলে থাকি যতই কাজে
ভালো সময় কাটাবো সব আমি তোমার সাথে।

ঘুরার সময় পরবে তুমি নীল রঙের শাড়ি
পরতে আমার ভুল হবে না সবুজ পাঞ্জাবি
আলতা রাঙা পা দুখানি মেহেদি রাঙা হাত
তাকিয়ে থেকে শত বছর পার হয়ে যায় যাক।

ঠোঁটে দেওয়া লিপিস্টিক চোখে দেওয়া কাজল
আমার কাছে তুমি যেন কঠিন কোনো পাজল
কপালে কালো টিপ আর হাতে কাঁচের চুরি
তোমার সাথে হয় না কভু অন্য কারো জুড়ি।

পায়ে দেওয়া নূপুর আর মাথায় দেওয়া ফুল
তোমায় দেখে আমি করি সব কিছুতে ভুল
এক জীবনে তোমায় পেয়ে পূরণ হলো শূন্যতা
তুমি মানে আমার কাছে সবকিছুতেই পূর্ণতা।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২০ শে আগস্ট, ২০২২ রাত ১০:১৪

জ্যাক স্মিথ বলেছেন: তুমি মানেই পূর্ণতা
এক কথায় সব হয়েছে বলা
দারুণ রোম্যান্টিক কবিতা।
B-)

বলছিলাম কি - যাকে কল্পনা করে কবিতাটি লিখলেন তার সাথে কি যোগাযোগ হয় নিয়মিত? নাকি কবিতা লিখা পর্যন্তই শেষ?

২| ২০ শে আগস্ট, ২০২২ রাত ১০:২৯

মোঃ সোলায়মান হোসাইন বলেছেন: এরকম কিছু নাই। কবিতার সাথে বাস্তব জীবনের মিল নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.