নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রথিক, অসীমের পানে যাত্রী\nগন্তব্যে পৌঁছাল নিবো অবসর।

মোঃ সোলায়মান হোসাইন

নামঃ- মো: সোলায়মান হোসাইন লিখতে ও পড়তে ভালোবাসি। কবিতা ও ছোট গল্প বেশি টানে। বর্তমানে মাসটার্সে অধ্যায়নরত।

মোঃ সোলায়মান হোসাইন › বিস্তারিত পোস্টঃ

উপলব্ধি

২১ শে আগস্ট, ২০২২ রাত ৩:০২

মানুষের অহংকার করার মত আসলেই তেমন কিছু নাই। ক্ষমতা, অর্থবিত্ত, রূপ, যৌবন সবই সময় সাপেক্ষ, যার কোনোটাই চিরস্থায়ী নয়। মানুষ ঘরবাড়ি উঁচু দালান কোঠা সযত্নে তৈরী করে, কিন্তু দিন শেষে থাকার স্থান হয় মাটির নিচে।বস্তুত্ব, মানুষের জীবনের সময় খুবই সংক্ষিপ্ত। এ সংক্ষিপ্ত সময়ে কেউ কেউ পৃথিবী ছেঁড়ে যেতে চায় না; আবার কেউ কেউ এই অতি স্বল্প সময়টাই শেষ করতে পারে না, আত্মহননের পথ বেঁছে নেয়! এ জন্য আমার আত্ম উপলব্ধি; মাঝে মাঝে হাসপাতাল আর কবর স্থানে যাতায়াত করা উচিৎ। তাহলে জীবনের মর্ম নতুন করে উপলব্ধি করা যাবে। কত ছোট ছোট কারণে মানুষ আত্মহত্যা করছে অন্যদিকে কত বড় বড় সমস্যা অসুস্থতা নিয়ে বাঁচার ভীষণ আকুতি প্রকাশ করছে । কারো হার্টের সমস্যা কারো বা কিডনি ড্যামেজ, কেউ আবার ক্যান্সারে আক্রান্ত। কিছু মূহুর্ত বেশি বাঁচার আশায় কত না আকুতি তাদের!
বেঁচে থাকার জন্য আসলে খুব বেশি কারণের দরকার পড়ে না। একটি সুন্দর সকাল, ভোরের সূর্য উদয়, একটি সুন্দর বিকাল, একটি চাঁদ রাত বা প্রিয়জনকে একবার দেখার জন্যও যুগ যুগ ধরে বেঁচে থাকা যায়।
২০.০৭.২২

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২১ শে আগস্ট, ২০২২ সকাল ৯:৪৮

রূপক বিধৌত সাধু বলেছেন: বেঁচে থাকতে টাকা দরকার ।

২| ২১ শে আগস্ট, ২০২২ দুপুর ১:০৭

ফুয়াদের বাপ বলেছেন: যথার্থ আত্মউপলব্ধি। স্বার্থান্বেষী মন তা মানেনা। "আরো চাই" মানসিকতা উপলব্ধি করতে দেয়না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.