![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপনাদের একটু সাহায্য-সহযোগিতায় হয়তো বেচে যেতে পারে শিশু ওয়ালিদ মোরছালিন মন এর জীবন। হৃদযন্ত্রে ফুটো হয়ে জীবন প্রদীপ নিভতে বসেছে দেড় বছরের শিশু ‘ওয়ালিদ মোরছালিন (মন)’ এর। রংপুর মেডিকেল কলেজের নবজাতক ও শিশু কিশোর বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডা: মো: জাহিদুল ইসলাম জানিয়েছেন, মন এর দ্রুত অপারেশন করা না হলে নিভে যেতে পারে তার জীবন প্রদীপ।
এই মুহুর্তে তার দ্রুত ওপেন হার্ট সার্জারী করা প্রয়োজন। এতে প্রায় ৪ লাখ টাকার প্রয়োজন বলে জানিয়েছেন মেডিকেল কর্মকর্তারা। মন এর হতভাগ্য পিতা নাগেশ্বরী পৌরসভার ২নং ওয়ার্ডের রেজাউল করিম লাবুর পক্ষে এত টাকা ব্যয়ের সামর্থ্য নেই।
নিজের একমাত্র সন্তানকে বাঁচাতে সমাজের হৃদয়বান মানুষের কাছে আবেদন জানিয়েছে। সবার আর্থিক সহযোগিতায় 'মন' হয়তো ফিরে পেতে পারে তার জীবন প্রদীপ, হাসি ফিরে আসতে পারে একটি পরিবারে, বুকের মানিককে ফিরে পাবেন তার হতভাগ্য পিতা-মাতা। প্রিয় সন্তানের জীবন বাঁচাতে প্রতিনিয়ত পাগলের মতো মানুষের দাড়ে দাড়ে ঘুরছেন তার হতভাগ্য পিতা-মাতা।
ওয়ালিদ মোরসালিন (মন)কে সাহায্য পাঠানোর ঠিকানা- সোনালী ব্যাংক, নাগেশ্বরী শাখা, সঞ্চয়ী হিসাব নং ৩৪১২৭৯৪৩। এছাড়াও ০১৭১৭৭৪৩২২৩ এই নম্বরে বিকাশ করে টাকা পাঠানো যাবে।
©somewhere in net ltd.
১|
২৪ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৫১
স্নিগ্ধ শোভন বলেছেন:
কর্তৃপক্ষ এবং সহব্লগারদের দৃষ্টি আকর্ষণ করছি ।