![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একাত্তরে তর্জনী উঠালা
এলো মোদের স্বাধীনতা
তখন মাঠের নায়ক ছিল
স্বাধীনতা বার্তা বাহক মজিব মোদের নেতা!
আবার আমরা তর্জনী উঠাবো
বল হাতে মাঠ কাপাবো
বিশ্ব জয়ের তর্জনী উঠাবো
দেখবে বিশ্ববাসি!
ষোল কোটি মানুষ বিজয় উল্লাসে
বিজয় চিহ্ন দেখাবে দেখবে বিশ্ববাসি
মোরা এগার জন ষোল কোটি
মানুষের উল্লাসের চালিকাশক্তি!
©somewhere in net ltd.