নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের স্রোতে ভেসে বেড়াচ্ছি

সময়ের স্রোতে ভেসে বেড়াচ্ছি

বিশ্বাস০০৭

একদিন সত্যিই আমার সপ্নগুলু ডানা মেলে উড়বে। আমার ক্ষমতাকে আমি সম্পূর্ণ উপলব্ধি করতে চাই । তাই তো বেঁচে আছি এই পৃথিবীতে না হলে কবেই চলে যেতাম এই নিষ্ঠুর পৃথিবী থেকে।MBA করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। জীবনে অনেক বড় হতে চাই। নতুন কিছু সৃষ্টি করতে চাই।

বিশ্বাস০০৭ › বিস্তারিত পোস্টঃ

শাহবাগ স্কোয়ার

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৩

মন্তব্য ২১ টি রেটিং +৯/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৭

অপূর্ণ রায়হান বলেছেন: ++++++++++++++++++্

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৮

অজানাবন্ধু বলেছেন: সাথে আছি।

সবাই এক সাথে আওজ তোলেন।

সকল রাজাকারদের ফাসি চাই।

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৯

খুব সাধারন একজন বলেছেন: সবাই শুধু মনে রাখবেন, শাহবাগ কোন দলীয় আন্দোলনের জায়গা নয়।

৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩০

দেশপ্রেমিক পোলা বলেছেন: এদের কি খেয়ে দেয়ে কাজ নেই?? সরকার কি বিচার করবে সেটা জানা আছে, নিজেদের পিঠ বাচাতেই সরকার রাজাকারদের বিচার করতে পারবে না। গাধারা সারাদিন ঐখানে বসে কি আকাম করে?? সব কয়টা ছাগল। এমন একটা ভাব দেশের নিয়ম নীতি নতুন করে বানিয়ে রায় আবার পরিবর্তন করতে হবে। না হলে ওরা না খেয়ে মরছে।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২১

বিশ্বাস০০৭ বলেছেন: ওমা !! রাজাকারে দেখি দেশ ভরে গেছে

৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৮

রিয়াদ চৌধুরী বলেছেন: দেশপ্রেমিক পোলা একটা পাকি জারজ

৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫৪

সাদা রং- বলেছেন: অফিসের কারনে আসতে পারি নি। চালিয়ে যান, সাথি আছি।

৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৫

দেশপ্রেমিক পোলা বলেছেন: রিয়াদ চৌধুরী বলেছেন: দেশপ্রেমিক পোলা একটা পাকি জারজ । যাদের সমস্যা আছে তারাই অন্যদের সমস্যাযুক্ত মনে করে B-)) B-)

৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৯

চারশবিশ বলেছেন: খুব সাধারন একজন বলেছেন: সবাই শুধু মনে রাখবেন, শাহবাগ কোন দলীয় আন্দোলনের জায়গা নয়।

৯| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৮

মামুন রশিদ বলেছেন: বাংলা মায়ের বসন্ত আবাহন : বাংলা বসন্ত ।

১০| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫০

মাক্স বলেছেন: ++++++++++

১১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৩

টেকনিসিয়ান বলেছেন:

চট্টগ্রাম থেকে একাত্নতা প্রকাশ করছি........

ইস্ এভাবে যদি আমরা সবাই, সব জেলাই, একই দিনে, একই সময়ে ......
* সাগর-রুণির হত্যাকান্ডের বিচার চাইতে পারতাম
* বিশ্বজিত হত্যার বিচার ও ময়না তদন্ত পরিবর্তনকারী ডা. এর বিচার
* পদ্মা সেতুর দূর্ণীতির জন্য প্রতিবাদ করতে পারতাম
* তাজরীন গার্মেন্টস ১১০ জন সহ পূর্বে আগুনে পোড়ার জন্য গা. ব্যবসায়ীদের বিচার চাইতে পারতাম
* সোনালী ব্যাংকের ৩৫০০ কোটি টাকা লুটেরাদেরবিচার চাইতে পারতাম...
* শেয়ার বাজার লুটেরা লোটা-কামাল, দরবেশদের বিচার চাইতে পারতাম....
* চট্টগ্রাম ফ্লাইওভার দূর্ঘটনার জন্য দায়ী কয়জনের বিচার আমরা চেয়েছি বা গ্রেফতার করতে সক্ষম হয়েছি ..............

সর্বোপরি হাটহাজারী, রামু শহরের শত বছরের ঐতিহ্যবাসী মন্দির, বড়ুয়াদের পোগ্যাডা পুড়তে সহায়তাকারিদের বিচার চেয়ে আমরা কয়জন এভাবে একত্রিত হয়েছি কেউ কি বলতে পারেন ?????????

১২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪০

ভাস্কর দে বলেছেন: সাথে আছি

১৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৪

লেখাজোকা শামীম বলেছেন: শাহবাগ চত্বরের এই আন্দোলন ছড়িয়ে পড়ুক সারা বাংলাদেশে। আন্দোলন ছাড়া যুদ্ধাপরাধীদের ফাসি নিশ্চিত করা যাবে না। কিন্তু সাপের লেজে পা দিয়ে লাভ নাই। জামাত শিবিরের পুনরুজ্জীবন বিএনপির হাতে, তাদের বিকাশ বিএনপির হাতে, তাদের উত্থান বিএনপির হাতে, তাদের ক্ষমতার স্বাদ গ্রহণ বিএনপির হাত ধরে, আজ তাদের বিরুদ্ধে যখন জাগ্রত জনতা তখনও তাদের পাশে বিএনপি। বিএনপির শক্তিতেই বলিয়ান জামাত শিবির। জামাত শিবিরের যত প্রতিষ্ঠান আছে, তার প্রায় সবই বিএনপির সহায়তায় গড়ে তোলা। সুতরাং সাপকে বিনাশ করতে হলে সাপের মাথাটাকেই আগে বিনাশ করতে হবে। নইলে বার বার ছোবল খেতেই হবে।

১৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১২

ৎঁৎঁৎঁ বলেছেন: বীর বাঙ্গালী জাগো রে,
নুর হোসেন দিচ্ছে ডাক,
রাজাকারের ফাঁসি চাই,
যুদ্ধাপরাধ নিপাত যাক!

১৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩২

দরিদ্র তারা বলেছেন: আসুন, সবাই একসাথে, এক চিৎকারে বলি...

ট্রাইবুন্যালের ছাড় নাই
কাদের মোল্লার ফাঁসি চাই...

কোন আঁতাতে এমন রায়
দেশের মানুষ জানতে চায়...

বিচার চাই, বিচার চাই,
রাজাকারের ফাঁসি চাই...

এক হও লড়াই করো,
ফাঁসির দাবী আদায় করো...

১৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৯

উপমা সৈয়দ বলেছেন:

১৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১১

সংকেত মাহমুদ বলেছেন: ছাগুদের বিশ্বাস হয় না, ধৃত ব্যাক্তিরা অরিজিনাল আলবদর- রাজাকার ।আরে হারামজাদা ছাগুর দল- ধৃত ব্যাক্তিরা তো শুধু রাজাকার বাহিনীর একজন সাধারন সদস্যই না বরং রাজাকার-আলবদর-দোষর বাহিনীর কেন্দ্রীয় লিডার ।
যে নিজামী আলবদরে লিড দিছে, "অস্ত্রের বিরুদ্ধে অস্ত্র ধর "এই কথা বইলা যে মুজাহিদ গনহত্যাকারী রাজাকারদের নির্দেশ দিছে , যে গোলাম আজম তার কর্মীদের খুনী পাক হানাদার বাহিনীরে সহযোগিতা করার নির্দেশ দিছে , তারা ৭১ এ নিশ্পাপ শিশু । অথচ এরা তো ছিল, গনহত্যাকারী দোষর বাহিনীর কেন্দ্রীয় লিডার ।কেননা ’৭১-এ মুক্তিযুদ্ধকালে রাজাকাররেরা যাদের হত্যা, ধর্ষণ ও নির্যাতন করেছে, তাদের সঙ্গে রাজাকারদের কোনো ব্যক্তিগত বা পারিবারিক শত্রুতা ছিল না। লাখ লাখ মানুষকে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছিল দলীয় ও রাজনৈতিক সিদ্ধান্ত অনুযায়ী, নির্দিষ্ট আদর্শিক প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে। রাজাকার বাহিনী হত্যাযজ্ঞে মেতে উঠেছিল এই লিডারদের রাজনৈতিক আহ্ববানেই ।
বাংলার স্বাধীনতার বিরুদ্ধে অধিনস্ত রাজাকারদের অস্ত্র হাতে নিতে মুজাহিদের নির্দেশঃ X(( X(( X(( +
১৯৭১ এর গনহত্যাকারী আলবদর বাহিনীকে একশনে উৎসাহিত করতে আলবদরের নেতা নিজামীর প্রচেষ্টার নমুনাঃ



১৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৪

খুব সাধারন একজন বলেছেন: দেশপ্রেমিক পোলা,

তোর দেশ কোনটা রে হারামজাদা?

হুব্বুল ওতান মিনাল ঈমান,

তোর ওয়াতান কোনটা রে?

ওয়াতান মানে পিতৃভূমি, তোর বাপের দেশ কোনটা?


একাত্তরে যে জামাত, তেরোতে যে জামাত,

একাত্তরের রাজাকার, তেরোর রাজাকার।

১৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:০৬

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
+++++++++++

২০| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১:২৪

যুক্তিপ্রাজ্ঞ বলেছেন: শাহবাগের ভাগাড়ই গন্তব্য ছিল, ভাগাড়ে দাড়িয়ে এবার বুঝতে পারছেন কী ভুল বিশ্বাসে গাড়লদের স্রোতে ভেসেছিলেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.