নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের স্রোতে ভেসে বেড়াচ্ছি

সময়ের স্রোতে ভেসে বেড়াচ্ছি

বিশ্বাস০০৭

একদিন সত্যিই আমার সপ্নগুলু ডানা মেলে উড়বে। আমার ক্ষমতাকে আমি সম্পূর্ণ উপলব্ধি করতে চাই । তাই তো বেঁচে আছি এই পৃথিবীতে না হলে কবেই চলে যেতাম এই নিষ্ঠুর পৃথিবী থেকে।MBA করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। জীবনে অনেক বড় হতে চাই। নতুন কিছু সৃষ্টি করতে চাই।

বিশ্বাস০০৭ › বিস্তারিত পোস্টঃ

শাহবাগ স্কোয়ার ২

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২০

নতুন কিছু ছবি দিলাম । আরও আসছে । অপেক্ষায় থাকুন । কাল আবার দেখা হবে ইনসাল্লাহ ।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৫

চনদ্র্রমানব বলেছেন: মেলা ভালই জমেছে।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:১৫

বিশ্বাস০০৭ বলেছেন: হতাসাবাদিরা তো এটাকে মেলা বলবেই । কারন ওরা যে দেশের জারজ সন্তান । রাজাকারের পলাপাইন র কি ই বা ভাবতে পারে । রাজাকেরদের এই দেশে ঠাই নাই । পাকিস্তানে গিয়ে মর

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৬

ইফতেখার ভূইয়া বলেছেন: এগিয়ে যাও তোমরা। সমর্থন রইল।

৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩১

কলাবাগান১ বলেছেন: গতকাল বিনপির পাপিয়া এম পি যেভাবে কাদের মোল্লার পক্ষে সাফাই গাইতেছিলেন (তৃতীয় মাত্রায়), তাতে মনে হচ্ছে বিনপির নিজস্ব কোন প্ল্যাটফরম নাই, এখন কাজ শুধু একটাই জামাতকে বাচানো

৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩২

স্বপনবাজ বলেছেন: ২০১১ সালে পাকিস্তানের বাংলাদেশ সফরের কথা । খেলা দেখতে মাঠে গিয়েছি, গিয়েই মেজাজ খারাপ । আমাদের সামনে বেশ কয়েকটা ছেলে পাকিস্তানের জার্সি আর পতাকা নিয়ে বসে আছে । বাংলাদেশি হয়ে পাকিস্তান সাপোর্ট করা, এই একটা জিনিস আমার কোনদিন সহ্য হয় নাই, হবেও না । পেছন থেকে আমাদের প্রত্যেকটা কথা তাদের কানে গেছে, তাও লজ্জা শরম বোধ তাদের মধ্যে ছিলো না, পাকিস্তান ৪/৬ মারলেই তারা আনন্দ করতেসিলো । এইরকম আর কিছুক্ষণ চলতে থাকলে কনফার্ম নেমে মারা শুরু করতাম ।

হঠাৎ দেখি লাল দাড়িওয়ালা এক চাচা উঠে আসলেন । বয়স কমপক্ষে ৭৫ হবে । উনি এসেই ঐ পাকিস্তান সাপোর্টারদের দিকে ইঙ্গিত করে চিৎকার করা শুরু করলেন "তুই রাজাকার, তুই রাজাকার" বলে । ওনার গলায় কি পরিমান ঘৃণা ছিলো সেইটা লিখে বুঝানোর ক্ষমতা আমার নাই । উনার সাথে সাথে আমরাও উচ্চস্বরে শুরু করলাম, "তুই রাজাকার, তুই রাজাকার" ।
আমাদের কানফাটানো চিৎকারের কারনে নাকি লজ্জিত হয়ে জানি না, ছেলেগুলো আমাদের গ্যালারী ছেড়ে মাথা নিচু করে চলে গিয়েছিলো । সেইদিন থেকে "রাজাকার" কথাটা শুনলেই সেই চাচা'র কথা মনে পড়ে ।

... আজকে শাহবাগে আন্দোলনের ঠিক মাঝখানে হঠাৎ দেখি সেই লাল দাড়িওয়ালা চাচা গলা ফাটায় চিৎকার করছেন, "গ তে গোলাম আযম, তুই রাজাকার, তুই রাজাকার", আর তার সাথে সাথে চিৎকার করে গলা ফাটাচ্ছে হাজার হাজার তরুন । সবার গলায় সেই অসম্ভব ঘৃণা, অসম্ভব ক্রোধ, গায়ের লোম দাড়িয়ে গেলো, মনে হলো, কে বলেছে আমাদের দেশকে কেউ ভালোবাসে না ? এই যে জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়ানো বৃদ্ধ শত কষ্ট সহ্য করে চিৎকার করে যাচ্ছেন, অসম্ভব দেশপ্রেম না থাকলে কি এইগুলো করা সম্ভব ?

এই চাচার মত হাজার হাজার মানুষের জন্য, যারা গত ৪১ বছর ধরে বিচারের অপেক্ষায় রয়ে গেছেন, তাদের জন্য হলেও আমরা রাস্তা থেকে নড়বো না ।

কালেক্টেড ফ্রম ফেসবুক পেজ "Cricket Bangladesh" !

৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪২

আততায়ী০০৬ বলেছেন: Click This Link

৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৩

সবুজকনা বলেছেন: বইসা বইসা কি গান্জা খায় নাকি সবাই ।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:১৪

বিশ্বাস০০৭ বলেছেন: জামাত পেটাতে হলে যদি গাঞ্জা খাওয়া লাগে তাহলে তাই খাবো । যদি গাঞ্জা খেয়ে আরও বেশি করে পেটাতে পারি তাহলে আরও বেশি করে গাঞ্জা খাবো ।

৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:৫০

স্মিথ হাসান বলেছেন: শেষ মুহুর্তে দেশের ঘুমন্ত পোলাপান চেইত্তা ওঠছে, এবার আর রহ্মা নাই জামাত শিবির গো।
প্রয়োজনে সকলে মিলে অনির্দিষ্টকালের জন্য রাজপথ, অলিগলি বন্ধ করে দাও।
সবাই নিজ নিজ অবস্হান থেকে লড়ো।
মনে রাখবা রায় যদি হতেই হয়, ফাঁসির রায়ই হতে হবে।

৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৪২

বিষাদ বর্ণন বলেছেন: ---শাহবাগের
গঞ্জিকা সেবিরা এখন ত্রি-ধারায় বিভক্ত.........
শাহবাগের ছবির হাটে প্রতিদিন সন্ধ্যায়
যে গঞ্জিকা সেবিদের হাট বসত সে হাট আজ বসেছিল
চার রাস্তার মোড়ে।
ওহারা গাঁজা টানিতে টানিতে মনের সুখে আবল-তাবল
বকিতেছিল। কিন্তু মাঝখান
দিয়ে এসে ভেজালটা লাগাইল বোতল সেবি ছাত্রলীগ।
তাহারা আসিয়া সামনে যাহা পাইল তাহাই
চাটিয়া চুটিয়া খাইয়া উজাড় করিয়া দিল

৯| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:১৮

সবুজকনা বলেছেন: গান্জা খাও তাও পুলিশের প্রোটেকসান নিয়া ।
জামাত পিটাও ভালো কথা কিন্তু পুলিশ ছাড়া যদি পারতা তাহলে বুঝাম গান্জা খাইয়া উপকারে আসতাছে ।কিন্তু তা তো পারনা ।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৫১

বিশ্বাস০০৭ বলেছেন: ভাইরে তরা শাহবাগ আইসা এই কথা কস না কেন ? আমরা ত শাহবাগ আইসা তদের বিরদ্ধে শ্লোগান দিচ্চিন। তরা আইসা দেইখা যা । আর আমি ৩ দিন ধইরা আসি কই কাউরে ত গাঞ্জা খাইতে দেখলাম না । তরা দেখস ক্যামনে । নাকি তরা খাইয়া আরেক জনের নাম দেস

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.