নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের স্রোতে ভেসে বেড়াচ্ছি

সময়ের স্রোতে ভেসে বেড়াচ্ছি

বিশ্বাস০০৭

একদিন সত্যিই আমার সপ্নগুলু ডানা মেলে উড়বে। আমার ক্ষমতাকে আমি সম্পূর্ণ উপলব্ধি করতে চাই । তাই তো বেঁচে আছি এই পৃথিবীতে না হলে কবেই চলে যেতাম এই নিষ্ঠুর পৃথিবী থেকে।MBA করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। জীবনে অনেক বড় হতে চাই। নতুন কিছু সৃষ্টি করতে চাই।

বিশ্বাস০০৭ › বিস্তারিত পোস্টঃ

কুমিলায় শিবির কর্মীরা শিবির থেকে নিজেদের আলাদা করে নিচ্ছে

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪০

এই মাত্র খবর পেলাম শেয়ার না করে পারলাম না । কুমিল্লায় অনেক শিবিরকর্মী শিবির এর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ । ওরা জানিয়েছে শিবির এর যোগ দেয়ার কারনে আজ ওরা বাংলাদেশে থেকেও বাংলাদেশের মানুস থেকে আলাদা হয়ে যাচ্ছে । ধর্মের দুহাই দিয়ে শিবির নাকি তাদের ভুল পথে পরিচালিত করে আসছিলো এতদিন । ওরা সবাই এখন অনতপ্ত । ওনেকেই নাকি আবার গ্রামের বাড়িতে লুকিয়ে আছে । গনজাগরণের ভয়ে অনেকেই নিজ নিজ বাসায় থাকতে ভয় পাচ্ছে । ওদের কোন লিডারই এখন আর ওদের ফোন রিসিভ করছে না । মানসিক ভাবে ওরা এখন খুবেই ভেঙ্গে পরেছে । আর আপডেট আসছে । অপেক্ষায় থাকুন

মন্তব্য ২২ টি রেটিং +১/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৩

মারুফ ফািহম বলেছেন: ডাহা মিসা

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৩

বিশ্বাস০০৭ বলেছেন: কমিল্লায় আপনার কোন শিবির বন্ধুবান্ধব থাকলে একটু জিজ্ঞাস করুন তাদের হাল চাল । দেখবেন মন খুলে বলে দিবে তাদের দুঃখের কথা

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৫

বনফুল ব্লেেন্ডজ বলেছেন: ঠেলার নাম বাবাজি। মারের ভয়ে নয়তো? নাকী সত্যি শুভ বুদ্ধির উদয় হচ্ছে?

৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৮

যোগী বলেছেন: আসলে শিবিরের মধ্যেও কিছু বুদ্ধওয়ালা ছাগল আছে।

৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
খুবই আশা জাগানিয়া কথা। কিন্তু আপনার পোষ্টের কোন সোর্স উল্লেখ নেই তাই বিশ্বাস করতে পারছি না।
আর কাল সাপ, কাল সাপই থাকে। তাই এদের নিয়ে উচ্ছাসা পোষণ করারও কিছু দেখছি না।

৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৮

নায়করাজ বলেছেন: কন কি ! কুত্তার লেজ তো এত তাড়াতাড়ি সোজা হওয়ার কথা না।

জামাত শিবিরের অর্থনৈতিক শক্তি ভেঙ্গে দেন। ওদের সামাজিক ও অর্থনৈতিকভাবে বয়কট করুন। ওদের প্রতিটি অর্থনৈতিক প্রতিষ্ঠান সম্পর্কে জানুন। ওদের প্রতিষ্ঠানে বিনিয়োগ করবেন না। বরং বিনিয়োগ বা অংশীদারিত্ব থাকলে প্রত্যাহার করুন। ইসলামী ব্যাংক থেকে সকল টাকা তুলে নিন। আপনার টাকা দিয়ে ওদের দেশবিরোধী কার্যকলাপ চালাতে দেবেন না।

নিচের লিংকে গিয়ে লেখাটা কপি/পেস্ট করুন। শেয়ার করুন, ছড়িয়ে দিন। সবার সামনে ওদের মুখোশ খুলে দিন। জামাত শিবির পরিচালিত প্রতিষ্ঠানের বিস্তারিত তথ্য পাবেন এখানে : Click This Link

৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৯

রোড সাইড হিরো বলেছেন: kan diyen naa, eta shibir der akta tricks. ora shaper cheyeo dhurto. oder mere felai amader jatir jonno mongol.................

৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৯

হাবীব রহমান বলেছেন: রোড সাইড হিরো বলেছেন: kan diyen naa, eta shibir der akta tricks. ora shaper cheyeo dhurto. oder mere felai amader jatir jonno mongol.................

৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০০

বিবর্তনবাদী বলেছেন: নায়করাজ বলেছেন: কন কি ! কুত্তার লেজ তো এত তাড়াতাড়ি সোজা হওয়ার কথা না।

সহমত

৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০১

বিপদেআছি বলেছেন: ঘটনা সত্য হলে ভাল। অধিকাংশ শিবির কর্মীদের ব্রেইন ওয়াশ করা হয়েছে , শুধু বলব , মানুষ হও, এখনই সময়।

১০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০২

আল-আমিন সেখ বলেছেন: ায়ের ছেলে মায়ের কোলে ফিরে যাক। দেশপ্রেমিক হতে শিখুক।

১১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১০

মুহাই বলেছেন: 'শিবির' থেকে মানুষ হোক ।

১২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১০

রোকসানা খাতুন লিজা বলেছেন: শিবিরের নিচু লেভেলের গুলা জামাতিদের বিরুদ্বে ক্ষেপা হতে দেখেছি আমি ৪ বছর আগেই।

১৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১২

পীর বাবা বল িছ বলেছেন: হা ভাই আমার পরিচিত দু'জন ছিল কিন্তূ কালকে থেকে ফোনে পাইতেছি না কালকে বুঝি নাই এখন বুঝলাম। আমি কালকে শাহবাগের খবর দেখার জন্য বেশ ক'বার ফোন দিয়েছি কিন্তূ একবারও ফোন ডুকে নাই।

১৪| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:১৫

নিয়েল ( হিমু ) বলেছেন: স্বাধীন বাংলায় এদের স্বাগতম

১৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২২

মিজান আফতাব বলেছেন: নায়করাজ বলেছেন: কন কি ! কুত্তার লেজ তো এত তাড়াতাড়ি সোজা হওয়ার কথা না।

১৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৮

মিত্রাক্ষর বলেছেন: পোস্টের বিষয়বস্তু যদি সত্য হয় তাহলে তাদেরকে স্বাগত জানাই।

১৭| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩১

সংকেত মাহমুদ বলেছেন: পোস্টের বিষয়বস্তু যদি সত্য হয় তাহলে তাদেরকে স্বাগত জানাই। তবে দুঃখের বিষয় হইছে- শিবিরদের বিশ্বাস হয় না, ধৃত ব্যাক্তিরা অরিজিনাল আলবদর- রাজাকার ।আরে গাধা পোলাপানের দল- ধৃত ব্যাক্তিরা তো শুধু রাজাকার বাহিনীর একজন সাধারন সদস্যই না বরং রাজাকার-আলবদর-দোষর বাহিনীর কেন্দ্রীয় লিডার ।
যে নিজামী আলবদরে লিড দিছে, "অস্ত্রের বিরুদ্ধে অস্ত্র ধর "এই কথা বইলা যে মুজাহিদ গনহত্যাকারী রাজাকারদের নির্দেশ দিছে , যে গোলাম আজম তার কর্মীদের খুনী পাক হানাদার বাহিনীরে সহযোগিতা করার নির্দেশ দিছে , তারা ৭১ এ নিশ্পাপ শিশু । অথচ এরা তো ছিল, গনহত্যাকারী দোষর বাহিনীর কেন্দ্রীয় লিডার ।কেননা ’৭১-এ মুক্তিযুদ্ধকালে রাজাকাররেরা যাদের হত্যা, ধর্ষণ ও নির্যাতন করেছে, তাদের সঙ্গে রাজাকারদের কোনো ব্যক্তিগত বা পারিবারিক শত্রুতা ছিল না। লাখ লাখ মানুষকে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছিল দলীয় ও রাজনৈতিক সিদ্ধান্ত অনুযায়ী, নির্দিষ্ট আদর্শিক প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে। রাজাকার বাহিনী হত্যাযজ্ঞে মেতে উঠেছিল এই লিডারদের রাজনৈতিক আহ্ববানেই ।
বাংলার স্বাধীনতার বিরুদ্ধে অধিনস্ত রাজাকারদের অস্ত্র হাতে নিতে মুজাহিদের নির্দেশঃ X(( X(( X(( +
১৯৭১ এর গনহত্যাকারী আলবদর বাহিনীকে একশনে উৎসাহিত করতে আলবদরের নেতা নিজামীর প্রচেষ্টার নমুনাঃ



১৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪২

উদাসীফাহিম বলেছেন: টার ছাগুদের চালাকি। আপাতত জানে বাচবার জন্য এই কাজ করবে। তারপর সময় হলে আবার সাপের রুপ ধারন করবে। মুক্তিযোদ্ধের পর অরা এরকমি সাধু সেজেছিল। পরে আবার ভয়ংকর রুপ দেখিয়েছে। আশা করব ওদের বিশ্বাস করে প্রশাসন যেন না ঠকে

১৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৩

স্বপ্নসমুদ্র বলেছেন: সাপ তো। বক্সে ঢুকছে। আবার বাইর হবে।

২০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৮

আল ইফরান বলেছেন: সাপের বাচ্চা সাপই হয়।
এদের কোনো বিশ্বাস নাই।
একবার মইরা আরেকবার জন্মাইলেও এদের কথা বা কাজের উপর কোনো আস্থা আনা অসম্ভব।

২১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৫

স্বাধীকার বলেছেন:
আল ইফরান বলেছেন:

সাপের বাচ্চা সাপই হয়।
এদের কোনো বিশ্বাস নাই।
একবার মইরা আবার জন্মাইলেও
এদের কথা বা কাজের উপর
কোনো আস্থা আনা অসম্ভব।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.