![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন সত্যিই আমার সপ্নগুলু ডানা মেলে উড়বে। আমার ক্ষমতাকে আমি সম্পূর্ণ উপলব্ধি করতে চাই । তাই তো বেঁচে আছি এই পৃথিবীতে না হলে কবেই চলে যেতাম এই নিষ্ঠুর পৃথিবী থেকে।MBA করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। জীবনে অনেক বড় হতে চাই। নতুন কিছু সৃষ্টি করতে চাই।
ঢাকা সহ সারা দেশে জামাত-শিবিররা সংখ্যালঘু হয়ে পরেছে । তাই এখন সেস রক্ষা হিসেবে বোমাবাজির আশ্রয় নিয়েছে । ঢাকা, কমিল্লা , মুন্সিগঞ্জ, লালমনিরহাট, জয়দেপুর , বরিশাল , নরসিংদী সহ অন্যান্য জেলার জামাত-শিবিররা তাদের নিজ নিজ এলাকা ছাড়তে সরু করেছে । শিবির ছাত্রাবাসগুলু প্রায় সবই তালা মারা অবস্থায় পাওয়া গেছে । যে কোন সময় জনরোষের মদ্ধে পরতে পারে বলে সবাই এখন পালানোর পথ খুজছে । খুলনায় নাকি জামাত এর সক্রিয় কর্মীদের আর রাস্তায় দেখা যাচ্ছে না । অনেক জামাতি প্রতিষ্ঠানে তালা দেখা গেছে । অনেকে আবার বিদেশ পালানোর পথ খুজছে ।
©somewhere in net ltd.
১|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৬
সমকালের গান বলেছেন: ভাল খবর।