![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদিন সত্যিই আমার সপ্নগুলু ডানা মেলে উড়বে। আমার ক্ষমতাকে আমি সম্পূর্ণ উপলব্ধি করতে চাই । তাই তো বেঁচে আছি এই পৃথিবীতে না হলে কবেই চলে যেতাম এই নিষ্ঠুর পৃথিবী থেকে।MBA করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। জীবনে অনেক বড় হতে চাই। নতুন কিছু সৃষ্টি করতে চাই।
পোস্ট শেষ
০৪ ঠা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪
বিশ্বাস০০৭ বলেছেন: ধন্যবাদ আপনাকে ।
২| ০৪ ঠা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩১
পুংটা বলেছেন: ভাই গুগল ট্রানস্লেটে যান। যদি এতে না হয় তাহলে ধানমন্ডি ৮ এর জার্মান কালচারাল সেন্টান (গোথে ইনস্টিটিউট) এ যান। কাজ হবে।
০৪ ঠা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪
বিশ্বাস০০৭ বলেছেন: ওই খানে খরচ কেমন?
৩| ০৪ ঠা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬
পুংটা বলেছেন: ওখানে খরচ হওয়ার কথা না। ওখানে অনেক ছেলে মেয়েরা জার্মান ভাষা শেখে। তারা আপনাকে সাহায্য করবে বলে আমার ধারনা।
০৪ ঠা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩
বিশ্বাস০০৭ বলেছেন: অনেক ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৯
এম আর সুমন বলেছেন: নোটারী পাবলিকে যেতে হবে। আমার জানা মতে মতিঝিল ও পল্পন এলাকায় অনেকগুলো দোকান আছে। প্রেসক্লাব থেকে মনি সিং রোডে ঢুকতে মানুষের কাছে জিজ্ঞেস করলেই হবে। বেশি টাকা লাগবে না, কয় লাইন আছে তার উপর ডিপেন্ড করে। ধরে নেণ ১০০০ টাকা মোট খরচ হবে, ষ্টাম্পও বোধহয় লাগবে।