নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের স্রোতে ভেসে বেড়াচ্ছি

সময়ের স্রোতে ভেসে বেড়াচ্ছি

বিশ্বাস০০৭

একদিন সত্যিই আমার সপ্নগুলু ডানা মেলে উড়বে। আমার ক্ষমতাকে আমি সম্পূর্ণ উপলব্ধি করতে চাই । তাই তো বেঁচে আছি এই পৃথিবীতে না হলে কবেই চলে যেতাম এই নিষ্ঠুর পৃথিবী থেকে।MBA করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। জীবনে অনেক বড় হতে চাই। নতুন কিছু সৃষ্টি করতে চাই।

বিশ্বাস০০৭ › বিস্তারিত পোস্টঃ

রবির দেশপ্রেমিকরা কোথায় !! গ্রামীণফোনের- কাছে থাকার প্রত্যয় দেখছি না কেন ?? দেখছি না কেন বাংলালিঙ্কের দিন বদলের চেষ্টা !!

২৬ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৫

রবির দেশপ্রেমিকরা কোথায় !! গ্রামীণফোনের- কাছে থাকার প্রত্যয় দেখছি না কেন ?? দেখছি না কেন বাংলালিঙ্কের দিন বদলের চেষ্টা !! জাতির এই দুরসময়ে সাভারের অগনতি আহত হৃদয় রবিসহ বাংলাদেশের ফোন কোম্পানিগুলোকে পাশে চান । যাদের মাথার ঘাম আর রক্ত পানি করা টাকায় চলে রবি, গ্রামীণফোন, বাংলালিঙ্ক, সিটিসেলসহ অন্যান্য ফোনগুলো ।

সুযোগ এখন আপনাদের হাতে ! যান গিয়ে দেখিয়ে দিয়ে আসুন রবির দেশপ্রেম , গ্রামীণফোনের কাছে থাকার প্রত্যয় । দেখিয়ে দিয়ে আসুন বাংলালিঙ্কের দিন বদলের হাতিয়ার !!

আর তানা হলে আপনাদের জন্য আহত হৃদয়ের ঘৃণা জমা রেখে দিলাম !( সংগ্রহীত)

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৬ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৬

েবনিটগ বলেছেন: +

২| ২৬ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩

শহিদশানু বলেছেন: তারা সুবিধাবাদী দেশ প্রেমিক । জাতির এ দুসময়ে সুবিধাবাদীদের পাওয়া যাবেনা। তারা তাদের ব্যবসাকে চাংগা করার জন্য এ ধরনের বিজ্ঞপ্তি দিয়ে আসছে । তাদের প্রচন্ড ঘৃনা জানাচ্ছি।

৩| ২৬ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮

আহমেদ রিজভী বলেছেন: এই রবির বিরুদ্ধে শ শ কোটি টাকা কর ফাঁকি ও জালিয়াতির অভিযোগ রয়েছে আর এরাই প্রচার করে দেশপ্রেমের এড !

৪| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৩

পানকৌড়ি বলেছেন: X( X( X(( X((

৫| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৫০

*কুনোব্যাঙ* বলেছেন: ওরা তো ভাই ব্যবসা করতে আসছে, জনসেবা করতে না। এই দেশের মানুষের মধ্যে দেশপ্রেম জিনিষটা বেশী বলে সেই ইমোশন পুঁজি করে তারা বিজ্ঞাপন বানায় যাতে বিজ্ঞাপনটা বেশী মানুষকে টাচ করে। এর বেশী কিছুই না।

৬| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৪২

একাকী বালক বলেছেন: সব অপারেটর থেকেই টাকা ডোনেট করার ব্যবস্থা করা হচ্ছে। ইউ.এস.এস.ডি বা এস.এম.এস করে টাকা ডোনেট করা যাবে।

৭| ৩০ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:৫৮

হাসির মানুষ বলেছেন: সাথে সাথে ডঃ মুহাম্মদ সুদী ইউনুসকেও কোথাও দেখা যাচ্ছেনা। আরও আছে মানবাধিকার মিজান, চুলকানি কামাল। বিশিষ্ট চেতনা ব্যবসায়ী মুরগী কবির আর চামে চামে নেতা হওয়া ব্লগার ইমরানকেও।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.