| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মত ছোট চাকুরীজীবি যারা তাদের এই হরতালের কারণে মাসের শেষে বেতনের শেষ টুকু দিয়ে কি পার হওয়া নিদারুন কষ্ট তা ভুক্তভোগী মাত্র জানেন। হরতালের মধ্যে প্রাইভেট কোম্পানীতে যারা চাকুরী করেন তাদের যুদ্ধ করে অফিস করতে হয়। বারতি ভাড়া আর জীবনবাজি রেখে অফিস করার মত কষ্ট করে আমাদের জীবন পার করতে হচ্ছে। ব্যবসায়ী বিবৃতি দিয়ে হরতালে তাদের লাভক্ষতির বিবরণ দেন মিডিয়ায় । আমাদের মত এমন কষ্টের মধ্যে যারা আছেন তাদের নিয়ে কারা ভাবেন। আমরা যাবো কোথায়???????????? কেউ কি বলতে পারেন?
জবাব কেউ জানলে জানাবেন।
২|
০৪ ঠা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০৯
ধ্রুব অন্যকোথাও বলেছেন: কেউ জানাবেনা।আপনারা মানুষ/অমানুষ না।আপনারা হলেন আপামর জনগন।যারা মনে করেন যে গণতান্ত্রিক অধিকার আছে।কিন্তু বাশ খাওয়ার সময়ে আপনারাই সবার আগে খান।
পৃথিবীর নিয়ম
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:০২
নায়করাজ বলেছেন: আপনারা একবার আওয়ামী লীগে ভোট দেবেন আরেকবার বিএনপিতে ভোট দেবেন।
এত কাল তো এটাই করে এসেছেন।