নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ষোলয়ানা মানুষ নই!

মানুষ হতে চাই।

মাহমুদ হাসানাত

মানুষ হবো!!

মাহমুদ হাসানাত › বিস্তারিত পোস্টঃ

এমপি কোটায় প্লট নিয়েছেন প্রধানমন্ত্রীর ২ উপদেষ্টা

০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:০৪

সংসদ রিপোর্টার: সংসদ সদস্য না হয়েও এমপি কোটায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) থেকে প্লট নিয়েছেন প্রধানমন্ত্রীর দুই প্রভাবশালী উপদেষ্টা। এরা হলেন স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ডা. সৈয়দ মোদাচ্ছের আলী এবং অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান। বর্তমান সংসদের ১৯৬ জন সংসদ সদস্য রাজউকের বিভিন্ন প্রকল্পে প্লট বরাদ্দ পেয়েছেন। গতকাল বুধবার জাতীয় সংসদে টেবিলে উপস্থাপিত প্রশ্নোত্তরে সরকারি দলের সদস্য শহীদুজ্জামান সরকারের প্রশ্নের জবাবে বর্তমান সরকারের আমলে প্লট বরাদ্দ পাওয়াদের তালিকা তুলে ধরেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী এডভোকেট আবদুল মান্নান খান। পূর্বাচল প্রকল্পে ১০ কাঠার প্লট বরাদ্দ প্রাপ্তদের তালিকায় ৪৬ নম্বরে রয়েছে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা ডা. সৈয়দ মোদাচ্ছের আলীর নাম। ৬১ নম্বরে রয়েছেন প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমানের নাম। তারা দু’জনেই সংসদ সদস্য না হলেও তালিকায় তাদের নামের পাশে বন্ধনী দিয়ে ‘এমপি’ লেখা আছে। এছাড়া, তালিকায় আওয়ামী লীগ, মহাজোটের অন্যান্য শরিক দল, সংরক্ষিত মহিলা আসনের সদস্য, বিরোধী দল বিএনপি ও জামায়াতের সদস্যও রয়েছেন। প্রতিমন্ত্রী জানান, রাজউকের উত্তরা তৃতীয় পর্ব প্রকল্প আবাসিক এলাকায় পাঁচ কাঠা আয়তনের প্লট নিয়েছেন ৮১ জন এমপি, পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় ১০ কাঠা আয়তনের প্লট নিয়েছেন ৭৪ জন, সাড়ে সাত কাঠা আয়তনের প্লট নিয়েছেন ৪০ জন ও পাঁচ কাঠা আয়তনের প্লট নিয়েছেন একজন এমপি। প্লট বরাদ্দ প্রাপ্তদের মধ্যে আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত, আবদুল জলিল, ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, জাসদের মঈন উদ্দিন খান বাদল, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ফারুক খান, নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রফিকুল ইসলাম, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী রাজি উদ্দিন আহমেদ রাজু, পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, রেলপথ মন্ত্রী মুজিবুল হক, সদ্য প্রয়াত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আকতারুজ্জামান চৌধুরী বাবু, পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, রাষ্ট্রপতি পুত্র ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, পদত্যাগী সদস্য তানজিম আহমেদ (সোহেল তাজ), জাতীয় পার্টির মুজিবুল হক, গোলাম কিবরিয়া টিপু, জাতীয় পার্টির মহাসচিবের স্ত্রী ও দলের ভাইস চেয়ারম্যান বেগম নাসরিন জাহান রত্না, বিএনপির ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন, জামায়াতের হামিদুর রহমান আজাদ উল্লেখযোগ্য।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৭ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৪

একলা একা বলেছেন: মাত্র দুইটা প্লট নিছে। আরে মিয়া দেশ হইল আওয়ামীলীগের সব যে নেয় নাই তা শুকুর গোজার করেন। আর বলেন জয় বাকাশাল!!!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.