নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ষোলয়ানা মানুষ নই!

মানুষ হতে চাই।

মাহমুদ হাসানাত

মানুষ হবো!!

মাহমুদ হাসানাত › বিস্তারিত পোস্টঃ

পুলিশের গাড়ি ভাড়া বিষয়ক জিজ্ঞাসা

১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৭

আমি চাক্ষুষ অনেকদিন দেখেছি পুলিশ যেকোন পাবলিক পরিবহনে হাত দেখিয়ে উঠে পরে যেকোন জায়গা থেকে এবং কখনও ভাড়া দেয়না। কেন? বলতে পারেন এমন কি কোন আইন আছে যে পুলিশের গাড়ি ভাড়া লাগবে না?

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০১

খায়ালামু বলেছেন: তাদের অনেকেরই আলাদা পাশ আছে।। তাছাড়া অনেক সময় কন্ডাক্টরই ভাড়া নিতে চায়না.। অনেকে আছে ইচ্ছা করেই দেয়না B:-)

২| ১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০৯

ঢাকাবাসী বলেছেন: অনেক বাসকন্ডাকটর ভাড়া চায় না পরে অন্যভাবে এর সুবিধা নেয়। আর একটা জিনিস, এসব দশ বিশ টাকা ভাড়া না দিলে দেশের বা ঐ বাস মালিকের কিছুই আসে যায় না, কিন্তু ক্ষমতার উপরের দিকের অনেকে যখন দেশের হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করে -- লুঠ করে তখন দেশের আসে যায়, আমার আপনার আসে যায়।

৩| ১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৭

প‌্যাপিলন বলেছেন: এগুলো বেশিরভাগ সময়ই কনস্টেবল বা ট্রাফিক পুলিশরা করে থাকে। এই লেভেলের পুলিশদের বেতন ভয়াবহ রকমের কম, কাজেই যদিও তারা ভাড়া দেয়না কিন্তু ওদের ওপর রাগ কইরেননা, আর বাসওয়ালারা কিন্তু খুশি মনেই তাদেরকে বহন করে। যাদের ওপর রাগ করা উচিত তারা হলো ছাত্র। পকেটি এন্ড্রয়েড ফোন, পিঠে ল্যাপটপ কিন্তু ভাড়া চাওয়ার সময় ছাত্র বলে পারলে মাগনা যায়। আর আইডি কার্ড চাইলে মনে হয় এর চেয়ে অপমানজনক শব্দ তারা আর শুনে নাই। দশ বিশ টাকা ভাড়া দেয়ার ক্ষমতা কি ওদের পিতামাতার নাই?- এদের নিয়ে কঠিন একটা লেখার অনুরোধ রইল

৪| ১১ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৩

টেকনিসিয়ান বলেছেন: @প‌্যাপিলন বলেছেন: সত্যি কথাটাই আপনি তুলে ধরলেন, ধন্যবাদ। কড়া রোদে, গাড়ির ঘন ঘন অসহনীয় হর্ণ ও বৃষ্টি বাদল উপেক্ষা করা ট্রাফিক পুলিশ নিয়ে ভাবলে সত্যিই প্রচন্ড খারাপ লাগে।

ছাত্রদের নিয়ে আপনি যা বলেছেন তার সাথে আর এক লাইন আমি যুক্ত করলাম..... ৮-১০ টাকায় ব্যানসন কিনে সুখটান দিতে পারে কিন্তু গাড়ীতে ভাড়া না দিয়ে পার পেতে চেষ্ঠা করে যা সত্যিই দুখঃজনক।

৫| ১১ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৫

নাহিদ সৈকত বলেছেন: @প‌্যাপিলন এবং @টেকনিসিয়ান... সহমত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.