![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোটা দেয়া হয় যারা পিছিয়ে তাদের জন্য। বাসে যেমন সংরক্ষিত সিট থাকে প্রতিবন্দিদের জন্য। যারা অসহায় তাদের জন্য কোটা।
কিন্তু,৭১ এ যারা নিজের জীবন বাজি রেখে যুদ্ধ করে দেশ শত্রুমুক্ত করে অসীম সাহসিকতার পরিচয় দিয়েছেন মাত্র ৪০ বছর পর সেই বীর মুক্তিযোদ্ধাদের প্রজন্ম সামান্য কিছু পরীক্ষার্থী সাথে প্রতিযোগীতায় পেরে উঠছেন না!! যার জন্য কোটার দরকার হচ্ছে! তারা কি এতই দুর্বল যে তাদের কলমের জোরে প্রতিযোগীদের হারাতে পারছেন না। যারা মুক্তিযোদ্ধা কোটা নিয়া বীরদর্পে ঘুরে বেড়ায় তাদের লজ্জা হওয়া উচিত এই ভেবে, মুক্তিযোদ্ধা প্রজন্ম হয়েও নিজে প্রতিবন্দি সেজে আছে।
আবার বর্তমানে, মুক্তিযোদ্ধার সংখ্যা ১৯৭১ সালের মুক্তিযোদ্ধা থেকে বেশী। কিন্তু ৭১ এর পরে কোন যুদ্ধ হয়েছে বলে জানি না। আবার বয়স ৩৫ কিন্তু নামের আগে মুক্তিযোদ্ধা, শুধুমাত্র বিশেষ একটি দল সাপোর্ট করার জন্য।
আরেকটি কোটা হচ্ছে নারী কোটা। কিন্তু কথা হচ্ছে, আমাদের নারী চিন্তাবিদগণ গলা ফাটায় চিৎকার দেন সমঅধিকারের জন্য। সম অধিকার হইলে কোটা দেওয়া ক্যান? (নারীরা মাইন্ড খাইয়েন না)।
উপজাতি ও প্রতিবন্দি কোটা নিয়া বলার কিছু নাই কারন তারা এটা পাওয়ার যোগ্য।
সবশেষে বলি, ভাই উপরওয়ালা আশীর্বাদে কোন কোটা পাইনি। তাই এত অ্যালার্জি। আবার এটা পড়ে অনেকে ভাববেন আমি জামাত-শিবির কিন্তু দুক্কু, ওটাতেও আমি নেই কারন আমি সনাতন ধর্ম মতে বিশ্বাসী।
১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৩০
সৌমেন্দ্র বলেছেন: ধন্যবাদ
২| ১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ১:১৭
তারেক বলেছেন: নারী কোটা, জেলা কোট এগুলোর কোন দরকার নাই।এগুলা বাদ দেয়া দরকার
১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৩১
সৌমেন্দ্র বলেছেন: হুম এগুলার মাধ্যমে দলীয়করন ছাড়া কিছুই না।
৩| ১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ১:২৩
প্রতিবাদীকন্ঠ০০৭ বলেছেন: আশা করি , পরবর্তী তে বিরোধী জোট এর নির্বাচনী ইশতিহারে থাকবে কোটার বিলোপ। তাহলে জনতা ভোট দিলেই বোঝা যাবে, তারা কি চায় !
১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৩৩
সৌমেন্দ্র বলেছেন: নির্বাচনী ইশতেহার কোন কিছু হইল!! BAL তার ইশতেহার কতখানি পুরন করছে?
৪| ১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৪৫
জহির উদদীন বলেছেন: দেশ চলবে মেধাবীদের দিয়ে এটাই স্বাভাবিক, মুক্তিযোদ্ধা প্রজন্ম হলেই মেধাবী হবে এমনটা ভাবা ঠিক নয় কিন্তু আমাদের দেশের বলদ কিসেমের কিছু রাজনীতিবিদরা এইসব উদ্ভট কোটা পদ্ধতি চালু করে কিছু মানুষকে খুশি করার জন্য এবং এই সব মেধাহীন লোকদের উপর ছড়ি ঘুরানোর জন্য......এট আসলে খুবই দূর্বল চিন্তা ভাবনা....যা দেশকে পিছনে ঠেলে দেয়.....
১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ২:০১
সৌমেন্দ্র বলেছেন: সহমত। আমারও এটিই মতামত
©somewhere in net ltd.
১|
১৩ ই জুলাই, ২০১৩ দুপুর ১:১৬
মো ঃ আবু সাঈদ বলেছেন: কোট নিয়ে লেখার সাথে সহমত..