নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমজনতা

আমজনতার ব্লগ

সৌমেন্দ্র

এখনও তেমন কিছু করতে পারিনি, তাই লেখার কিছুই নাই।

সৌমেন্দ্র › বিস্তারিত পোস্টঃ

নিউজিল্যান্ড ক্রিকেট টীমের প্রতি একটা উড়োচিঠি

০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ১০:০৯

কি চান্দু,

কি ভাবছিলা...

সাকিব-তামিম নেই বলে আজ তোমরা জিতে যাবে!

ভাবেছিলে ৩০০ রানের উপরে টার্গেট দিলেই বাংলাদেশ হেরে যাবে!

মুসফিককে আউট করে সস্তির নিঃশ্বাস নিয়েছিলে!

নাকি ভেবেছিলে বাংলাদেশের খারাপ খেলে!

নাকি ভেবেছিলে সিরিজ জিতছে বলে তোমাদের বাংলাওয়াশ [বাংলা ধোলাই] না দিয়েই ছেড়ে দেবে!



তাইলে শুনে রাখ,

বাঙালী এমন একটা জাতি যারা নয় মাস যুদ্ধ করেছে স্বাধীনতার জন্য।

ত্রিশলক্ষ তাজা প্রান বিসর্জন দিয়েছে মাতৃভূমির জন্য।

এরাই দীর্ঘ চার বৎসর আন্দোলন করেছে তার মাতৃভাষার জন্য।

বাংলাদেশ ক্রিকেট টীমের কাছেই একবার তোমরা প্যাঁদানি খেয়েছিলে।

বাংলাদেশ ক্রিকেট টিম আর সেই ১৯৯৯ বা ২০০১এর মত নেই যে ১০০ রানে অলআউট হয়ে যাবে।

পৃথিবীর এক নাম্বার অল-রাউণ্ডার কিন্তু বাংলাদেশেরই।



So, আবার বাংলাদেশে আসার আগে ১০বার চিন্তা করে আসবা, কারন এইবার বাংলাওয়াশ হওয়ার পরেও যদি আবার আসো তখন কিন্তু হাড়-হাড্ডি জায়গামত থাকবে না। ঠিকাচ্ছে মাম্মা।



ও ভালোকথা, বাঘকে কিন্তু সাইনবোর্ড দিয়ে চিনানো লাগে না। গর্জনেই তার আসল সাইনবোর্ড। অবশ্য এটা তোমরা ইতিমধ্যে বুঝতে পেরেছ। থাক আর কিছু বলব না অনেক বলছি। ভাল থেকো, নিরাপদে থেকো আর হ্যাঁ বাঘ থেকে ১০০ হাত দূরে থেকো বলাতো যায়না বেঘোরে প্রাণটাও যেতে পারে।

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ১১:২২

বিবর্ণ সময় বলেছেন: ভাই নিউজল্যান্ডের কেউ আপনাকে এইটাইপ কিছু বলছে? নাকি ওদের কোনো এরোগ্যান্ট বিহেভ দেখেছেন কোনটা? এই টাইপ মনোভাবের কারন কী ওদের উপর? আমাদের দেশের কিছু লোকজনের বাপ ইন্ডিয়া পাকিস্তান রা উল্টা পাল্টা কথা বার্তা যখন বলে, এবং বাংগালির বাপদের পা চাটা তারপরেও বন্ধ হয় না, তখন এমন কিছু বললে একটা কথা ছিল।

০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:১৪

সৌমেন্দ্র বলেছেন: আজ তাদের কিছু খবরের কাগজে বাংলাদেশকে হেয় করে অনেক কথাই লিখছে। তারা এমন কথাও লিখছে যে বাংলাদেশকন প্রতিপক্ষই না। আর আমি বাংলাদেশের ছাড়া কন দেশকেই সাপোর্ট করি না। ভারত পাকিস্তানের তো প্রশ্নই আসেনা। তাই তাদের ব্যাপারেও আমি সমান বিরধিতাই করি।

২| ০৪ ঠা নভেম্বর, ২০১৩ রাত ১১:৩৯

ভাঙ্গা হৃদয় বলেছেন: কমেন্টটা লাইক করলাম।

৩| ০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১:০৩

গোলাম মোর্শেদ বলেছেন: এই পর্যন্ত কন পেপার(নিউজিল্যান্ড এর অনলাইন পত্রিকা ) এ দেখলাম না যে নিউজিল্যান্ড বাংলাদেশ কে হেয় করে লিখেছে

০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১:৩৪

সৌমেন্দ্র বলেছেন: ৪ নভেম্বরের প্রথম আলো দেখবেন

৪| ০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ১:৫৯

দি সুফি বলেছেন: রিসপেক্ট ইওর এনিমি!

৫| ০৫ ই নভেম্বর, ২০১৩ ভোর ৫:০১

হাতীর ডিম বলেছেন: এতটা খারাপ ভাবে না বললেই মনে হয় ভালো হতো। ভালো থাকবেন। বাংলা ওয়াশের শুভেচ্ছা।

৬| ০৫ ই নভেম্বর, ২০১৩ সকাল ১০:১৪

হেডস্যার বলেছেন:
এত এগ্রেসিভ বিহেভিয়ার কেন দাদা?
মানুষকে একটু রেস্পেক্ট করতে শিখেন।

আপনার লেখা পড়ে মনে হইলো নিউজিল্যান্ডের সাথে আমার আপনার কোন ব্যাক্তিগত শত্রুতা আছে।

এটা একটা প্রতিযোগিতা আর তাতে আমরা এগিয়ে। সেটা আমি আপনি যেমন জানি, নিউজিল্যান্ড ও স্বীকার করে।

০৫ ই নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৭

সৌমেন্দ্র বলেছেন: নিউজিল্যান্ড ক্রিকেট টিম স্বীকার করলেও নিউজিল্যান্ডের মানুষের ভাষা অন্য গতকাল একটি জাতীয় দৈনিকে খবর টি আসছে

৭| ০৬ ই নভেম্বর, ২০১৩ রাত ২:১৫

গোলাম মোর্শেদ বলেছেন: দৈনিক পেপার টা কিন্তু বাংলাদেশ এর ... আর প্রথম আলো যে খুব ভাল লেখে তার কিন্তু আপনি প্রমান দিতে পারবেন না ...। । ... একটা পত্রিকা পরে সব কিছু বোঝা জাই না

০৬ ই নভেম্বর, ২০১৩ সকাল ১১:৫৪

সৌমেন্দ্র বলেছেন: তারা কিছু লেখেনি তারা নিউজিল্যান্ডের একটি অনলাইন পেপারের কিছু কমেন্ট তুলে ধরেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.