নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি টুইটার আর্টিস্ট নাটালিয়া।
আমি ছুঁড়ে ফেলি আমার অতীত
হাওয়ায় উড়ে বলাকা
বলাকা হবার ইচ্ছে জাগে ক্ষণিক
পরক্ষণে চুপ !
আমি,
আমার ভবিষ্যৎ এর সামনে দাঁড়াই
ধরা হাতে শুন্য কড়াই
চড়া দামে রোদ।
আমি ঝর্ণার কাছে যাই
হাওয়ায় মিশে রই
সুমুদ্দুর টানে আমায়
কবিতায় রাখি চোখ
আমার অন্য অসুখ।
আমি পড়তে পড়তে দাঁড়াই
এ অনেকবার হয়েছে
এখন অত মনে নাই
দুপুর খা খা ঝাউবন
কোথাও নাই একটু ঠাঁই।
আমি ছায়া হয়ে ঘুরে বেড়াই
সামনে বিসমিল্লাহ স্টোর
খরিদ্দার তেমন নাই
এদিক সেদিক নানান খবর চাউর
শুনি,
লালমোহন এর মেয়ের
রক্তাক্ত যোনী
পোস্টারে মন দিল লাগাই
বিচারকার্য বিলম্ব
আইনের চোখে পট্টি
ফাইলে জমা ধুলো বালি ছাই !
আমি আমার হতে চাই
বহুজন ডেকেছে
খুলেছে অন্তর্বাস
জ্বলতে জ্বলতে
বুক গহীন এ
আগুন করি চাষ !
৯ মার্চ ২১ ।
১০ ই মার্চ, ২০২১ রাত ১:৪৪
স্প্যানকড বলেছেন: আপনি বেকার তাই বেশী ভালো লাগছে। ইন শা আল্লাহ হয়ে যাবে চাকরি কারণ আপনি সৎ ব্যক্তি। ভালো থাকবেন।
২| ১০ ই মার্চ, ২০২১ বিকাল ৫:৪৯
মেহেদি_হাসান. বলেছেন: চমৎকার
১০ ই মার্চ, ২০২১ রাত ১১:০০
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ, ভালো থাকবেন।
৩| ১১ ই মার্চ, ২০২১ রাত ১:১৬
মনিরা সুলতানা বলেছেন: চমৎকার শিরোনামে লেখা !
পাঠে ভালোলাগা।
০৪ ঠা জুলাই, ২০২১ রাত ৩:১৭
স্প্যানকড বলেছেন: ধন্যবাদ আপু । ভালো থাকবেন এবং সুস্থ থাকুন।
©somewhere in net ltd.
১| ১০ ই মার্চ, ২০২১ রাত ১২:৪৭
রাজীব নুর বলেছেন: আপনার বেস্ট কবিতা পড়েছি ''বাঞ্চোত চাকরি দে''।