![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট ।
একই দৃশ্য বারবার দেখি
কলা পাতা রঙের শাড়ী
গ্রীবা নীচু তোমার লাজুক হাসি
দৃশ্যটি এতোটাই প্রিয়
ভুলে যেতে বাধ্য হই
দুনিয়ায় এতো যে হইচই।
ভেতরের...
ছবি নেট ।
এ তুমি কি সেই তুমি?
যাকে খুঁজি দিবানিশি
এ তুমি কি সেই তুমি?
যার জন্য নিজেকে
খতম করতে রাজি।
এ তুমি কি সেই তুমি?
যার জন্য...
ছবি নেট।
মগজ জুড়ে হাঁতুড়ি পেটানোর শব্দ
যে কবিতার স্তবক গুলি এলোমেলো
আমি উহা ঠিক করতে মহাব্যস্ত।
আমরা প্রতিবাদ স্বরুপ চেঁচাই
ওতে কাজ না হলে মানুষ পোড়াই
দেয়াল...
ছবি নেট।
আমার দোস্ত দীপ্ত কতকাল পর দেখা হলো তা প্রায় কুড়ি বছর পর। এক সময় এমনভাবে মিশে ছিলাম মেতে ছিলাম দুজনে যেন একই মায়ের সন্তান। ধরবার কোন উপায়...
ছবি নেট।
মেয়ে,
কতনা সাবধানে ফেল তুমি পা
এরপরেও কেটে যায়
ফেটে যায়
শুকায়না সমস্ত ঘা।
পুষে রাখবে কিছু ঘা
সব সময় মিলাতে যাবে না
হ্যাঁ এর সাথে হ্যাঁ
কিছু সময় বলতে...
ছবি নেট।
পেছনে তাকালে দেখি
ভুল আর ভুল
সেখানে কত ধরনের যে ফুটো
ফুটো বন্ধ করতে
কবিতার কাছে আশ্রয় প্রার্থী
যেমনটা নিয়েছিল নুহের নৌকায়
সমস্ত প্রাণী।
আমি অতীত নিয়ে...
ছবি নেট ।
ন হন্যতে বইটি মৈত্রীয় দেবীর যা উনি লিখেছিলেন ফরাসি লেখক মির্চা এলিয়াদের লা নুই বেংগলীর জবাব স্বরুপ।মৈত্রীয় দেবীর দাবি তিনি মির্চার প্রেমে পড়েন নি তিনি প্রেমে...
ছবি নেট।
প্রায় প্রায়ই শুনি ব্লগ ঝিমিয়ে গেছে। পিছিয়ে গেছে। আগের মতন কিস্যু নেই।আগে কি সুন্দর দিন কাটাইতাম! ইত্যাদি হ্যানত্যান আগডুম বাগডুম। আসলে ব্লগ ঠিকই আছে আমরা সব...
ছবি নেট ।
তোমাকে নিয়ে লিখতে যেয়ে
এই প্রথম অন্যরকম ধাক্কা লাগলো বুকে
তোমাকে কে যেন মেরে ফেলেছে
মরছি এখন শোকে।
যা হয় তা মঙ্গলের জন্য
যা অপেক্ষা করে তাও মঙ্গলের...
ছবি নেট ।
বলো তাকে দাঁড়াতে
ভালোবাসি যেকোনো অবস্থাতে
প্রেম মানে
আঁধার ঠিকরে বেরিয়ে আসা আলো
পথ চলা হাতে হাতে।
বলো তাকে তৈরি হতে
আসছি আমি
অরুণিম প্রভাতে।
বলো তাকে বলো
কেন সে...
ছবি নেট ।
তোমাকে ভালোবেসেই এতো উঁচুতে যাওয়া
সিধা জমিন থেকে এক লাফে আসমান ছোঁয়া
সকল নিয়ম ভেংগে
আমি এক অন্য নিয়ম
এরপরেও কি
ভেতরে পুষবে বিষাদ বন্দী...
ছবি নেট ।
তোমাকে স্পর্শ ছাড়া কাছে পাই
এতো এতো হেলুসিনেশন
সত্য বৈ মিথ্যে বলবো না
এমন কি গোপন করবো না
বড্ড স্পষ্ট দেখছি তোমার বাড়ির সদর গেইট
তোমার...
ছবি নেট ।
আমাকে যারা তীব্র ঘৃণায় নানা কায়দায়
মারতে চায়
ওরা জানে না কবিদের মৃত্যু নেই
প্রতিবার নতুন করে জন্মায়।
আমিই আমাকে খুন করি
আলস্য জড়তা নেই এ খেলায়
যা ঘটিয়ে...
ছবি নেট।
তোমার আমার দূরত্ব খুব বেশী কি?
এ তো চোখ বোজা আর খোলা অতটুকু সময়
তুমি ভীষণ ভীষণ ডরপুক
নিজের ভেতর নিজেকে গুটিয়ে রাখো
তুমি সুতা হলে আমি সূঁচ।...
ছবি নেট।
তোমার কাছেই কেন?
কেন বারবার ফিরে আসি?
অন্য কোথাও কি যাওয়ার জায়গা নাই ?
প্রশ্নটা বোকার মতন করেই হাসি
পরক্ষনেই কাঁদি
সে কান্না-হাসি দুটো আমার
তাহলে কি তোমার?
দিন...
©somewhere in net ltd.